প্রোগ্রামের মধ্যে <> এবং < /> দুইটা চিহ্ন এবং এর মধ্যে কিছু Word যেমন html, head, title, body এগুলোকে Keyword বলে এবং <> বা < /> চিহ্ন এবং এর মাঝে লেখা একটি Keyword কে ট্যাগ বলা হয়। যেমন <head> অর্থ head ট্যাগ। HTML এ দুই ধরনের ট্যাগ রয়েছে , <> চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শুরু ট্যাগ এবং < /> চিহ্ন ও keyword নিযে গঠিত ট্যাগকে শেষ ট্যাগ বলে যেমন < title> অর্থ title শুরু ট্যাগ এবং <title /> অর্থ title শেষ ট্যাগ।
<html> বা html ট্যাগ:
HTML এ প্রোগ্রাম লেখার জন্য সমস্ত code কে <html> </html> এর মাঝে লেখা হয়।
<head> বা head ট্যাগ:
<head></head> এর ভেতরে <title> </title> ট্যাগ লেখা হয় যার মাধ্যমে ওয়েবসাইটের title বা শিরোনাম প্রদর্শনের ব্যবস্থা করা হয়। এই code এ title হিসেবে www.prowebdesign4u.blogspot.com লেখা হয়েছে যা ব্রাউজারের title bar এ দেখা যাচ্ছে। এছাড়া css এর stylesheet কে head ট্যাগের মধ্যেই call করা হয়।
<body> বা body ট্যাগ:
<body> বা body ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ। একটি ওয়েব সাইটের মূল Content সমূহ Body ট্যাগের মধ্যে অবস্থান করে । <body></body> ট্যগের মধ্যেই বিভিন্ন Text , Image, Table ইত্যাদি ফরমেটিং এর জন্য বিভিন্ন ট্যাগ সমূহ লেখা হয় । এই code এ <body></body> ট্যগের মধ্যে This is my first lesson. I am learning now HTML. লেখা হয়েছে যা ব্রাউজারের মূল অংশে প্রদর্শিত হচ্ছে।
আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার ব্লগের সাথেই থাকুন।
আরও জানতে visit করুন প্রফেশনাল ওয়েব ডিজাইন
কোন সমস্যা হলে বা প্রশ্ন থাকলে ব্লগে দয়াকরে comment post করে জানাবেন।
"আমি রফিকুল ইসলাম, একজন ফ্রীলাঞ্চার ও ওয়েব ডিজাইনার, আপনাদের জন্য এখন থেকে প্রকাশ করব ওয়েব ডিজাইন এর পরিপূর্ণ ধারাবাহিক টিউটোরিয়াল ।আমার ধারাবাহিক টিউটোরিয়াল প্রকাশিত হবে শুধু মাত্র আমার ব্লগ ProWebdesign4u এবং টেকনোট্রিক বিডি তে । "
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ১
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ২ ( ড্রিমওয়েভার ডাউনলোড )
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৩ (ওয়েব ডিজাইনে ড্রিমওয়েভার ব্যবহার)
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৪ ( HTML এ লেখা প্রোগ্রামের বিভিন্ন অংশ বিশ্লেষণ )
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৫ ( হেডিং ট্যাগের ব্যবহার )
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৬ ( HTML এর সাধারন ট্যাগ সমূহ )
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৭ ( এইচটিএমএল দিয়ে ফর্ম তৈরি করুন, টেবিল সংযোজন-I )
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৮ ( এইচটিএমএল দিয়ে ফর্ম তৈরি করুন , টেবিল সংযোজন II )
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৯ ( চমৎকার চলন্ত এইচটিএমএল কোড করুন marquee এর ব্যবহার )
ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ১০ ( XHTML [HTML+CSS = XHTML] -১ )
0 on: "ওয়েব ডিজাইন নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল - ৪ ( HTML এ লেখা প্রোগ্রামের বিভিন্ন অংশ বিশ্লেষণ )"