Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

সীমের নম্বর বের করতে পারবেন এক নিমিষে

 

 আমার মনে হয় বর্তমানে এমন কাউকে খুঁজে পাওয়া যাবেনা যার মোবাইলের সীম 1টা।

 আপনার কি মনে হয়? ঠিক আমার মত তাই না? হাঁ তাই। বিভিন্ন মোবাইল কোম্পানী কলচার্জের উপর একটু ছাড় প্রদান করে দিনের বিভিন্ন সময়ে, এক অপারেটরের ছাড়ের সাথে অন্য অপারেটরের ছাড়ের সময় মেলেনা তাই বাধ্য হয়ে আমাদের প্রায় সব কোম্পানীর মোবাইল সীম ব্যবহার করতে হয়। এবং নতুন সীম ক্রয়ে বিশেষ সুবিধা যেমন টক টাইম, এস এম এস, ইন্টারনেট ইত্যাদি ফ্রি পেতে আমাদের অনেক সময় অনিচ্ছা সত্তেও নতুন সীম কিনতে হয়। এমনি ভাবে আমাদের আনেকের কাছে 30 টা পর্যন্ত সীম জমা হয়। কিন্তু সমস্যা হল এক জায়গায়, কোন সীমের নাম্বার যে কত তা মনে রাখা সম্ভব হয় না তাই আজ আমি আপনাদের সাথে এমন এক টিপস শেয়ার করব যা দিয়ে আপনি যে কোন সময় যে কোন অপারেটরের (gp, robi, blnk, airtel) সীমের নম্বর বের করতে পারবেন এক নিমিষে। যে ভাবে করবেন-
১। GP—*111*8*2# (prepaid)
২। GP—*111*8*3# (postpaid)
 ৩। ROBI—*140*2*4#
৪। BANGLALINK—*666# or, *666*8*2#
৫। AIRTEL—*121*6*3#
মনে রাখবেন সকল অপারেটরের ক্ষেত্রে সার্ভিস চার্জ একদম ফ্রি। তাহলে যারা জানেন না তারা এখুনি ট্রাই করুন। সবাইকে আবারো ধন্যবাদ।

2 on: "সীমের নম্বর বের করতে পারবেন এক নিমিষে"