Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

Featured Posts

ওয়েবসাইটে শত শত বাংলাদেশী ভিসিটর নিয়ে নিন এখনি !

- 1 comment
আপনি কি আপনার ওয়েবসাইট বা ব্লগে ফ্রি ফ্রি ভিজিটর পেতে চান ????
ওয়েবসাইটে ১০০% Genuine বাংলাদেশী ভিসিটর পাওয়ার জন্য অসাধারণ একটি সফটওয়্যার হচ্ছে Real View Software।

সফটওয়্যার ডাউনলোড লিংকঃ Real-view-setup.exe (46 MB)

ফ্রী Premium Account পেতে চাইলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

Real view Software এর বৈশিষ্ট্যঃ

১। শুধুমাত্র বাংলাদেশীরা এই সফটওয়্যার ব্যবহার করে। ফলে আপনি ১০০% বাংলাদেশী ভিসিটর পাবেন।
২। এই সফটওয়ার এর ইউজার রা অটোমেটিক script এর মাধ্যমে সরাসরি টাইপ করে আপনার ওয়েবসাইট বা ইউটিউব এ ভিসিট করবে।
ফলে আপনার ওয়েবসাইট বা ইউটিউব এ Traffic Source হবে Direct (যা শুধুমাত্র browser এ url টাইপ করে আসলেই সম্ভব)। শুধুমাত্র Premium Account এর জন্য যা আপনাদেরকে ফ্রীতে পাওয়ার পদ্ধতি দেখিযে দেব।
৩। ১০০% Genuine ভিসিটর পাবেন। প্রতিটি IP থেকে একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে।
৪। আপনি এই সফটওয়্যার এর মাধ্যমে অন্য ইউজারদের ওয়েবসাইট অটোমেটিক ভাবে ভিসিট করে মিনিট Earn করতে পারবেন। এবং আপনার এই মিনিট গুলো আপনার ওয়েবসাইটে ভিসিটর আনতে ব্যবহার করতে পারবেন।
৫। প্রতিটি ভিসিট Original এবং Legal ভিসিট হবে। কারণ এই সফটওয়্যার প্রতিটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন করে ভিসিট করে।
৬। ১০০% Safe। আপনার ওয়েবসাইটে AD থাকলেও কোন সমস্যা হবে না।

কিভাবে Premium অ্যাকাউন্ট খুলবেন?

১। সফটওয়্যারটি ইন্সটল করা হলে ডেক্সটপ থেকে Real View ওপেন করুন।
২। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য Create Account এ ক্লিক করুন।


৩। ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign Up করুন।


৪। Sign Up সম্পন্ন হলে এরকম একটি মেসেজ দেখতে পাবেন। Click Here to Activate Your Account এ ক্লিক করুন।


৫। নতুন একটি মেসেজ আসবে। এখান থেকে আবার  Click here to activate your account এ ক্লিক করুন।


৬। এবার সবুজ রঙের একটি Success মেসেজ দেখতে পাবেন। তার মানে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়েছে। এবার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign In করুন।


৭। Sign In সম্পন্ন হলে আপনার Dashboard ওপেন হবে। এবার Premium অ্যাকাউন্ট পাওয়ার জন্য Redeem Points এ ক্লিক করুন।


৮। এখান থেকে Redeem Reward এ ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনি ৩৬৫ দিনের জন্য একটি Premium অ্যাকাউন্ট পেয়ে যাবেন।


৯। এবার একটি Success মেসেজ দেখতে পাবেন।


১০। Dashboard এ গিয়ে দেখুন আপনার অ্যাকাউন্ট টি Premium হয়ে গিয়েছে।



কিভাবে ওয়েবসাইট লিংক অ্যাড করবেন ?

১। Dashboard থেকে My websites এ ক্লিক করুন।


২। এবার নিচের ছবিতে দেখানো স্থানে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস লিখুন। Traffic Source এ অবশ্যই Direct (Recommended) সিলেক্ট করুন। এবং কত সেকেন্ড ভিসিট করাতে চান তা Visit Duration এ ঠিক করুন।

বিঃ দ্রঃ শুধুমাত্র Traffic Source এ Direct সিলেক্ট করলেই ইউজার সরাসরি আপনার ওয়েবসাইট  ভিসিট করবে। Traffic Source এ Direct সিলেক্ট করলে কারও বোঝার কোন সাধ্য নেই কিভাবে ভিসিটর আসছে (এমনকি Google Adsense ও কোন সমস্যা হবে না)। কারণ ব্রাউজার এর অ্যাড্রেস বার এ website url টাইপ করে যেভাবে ভিসিটর আসে ঠিক সেভাবে ভিসিটর আসবে যা ১০০% Legal। এমনকি আপনার ওয়েবসাইট Analytics এ গেলেও দেখতে পাবেন Traffic Source এ Direct দেখাচ্ছে।  


৩। ঘণ্টায় আপনি কত ভিসিট চান তা ঠিক করুন। তারপর Submit এ ক্লিক করুন।


৪। এবার আপনার ওয়েবসাইট টি অটোমেটিক ভাবে চেক করা হবে এবং সব ঠিক থাকলে সফটওয়্যার এ অ্যাড হয়ে যাবে।


৫। My websites পেজটি নিচে scroll করলে আপনার অ্যাড করা ওয়েবসাইট গুলো দেখতে পাবেন।



কিভাবে মিনিট Earn করবেন ?

১। Dashboard থেকে Earn Traffic এ ক্লিক করুন।


২। Earn Traffic এ ক্লিক করার পর নতুন একটি Window ওপেন হবে। এই window তে অন্যদের ওয়েবসাইট এবং ইউটিউব ভিডিও সরাসরি ভাবে ভিসিট হবে। এই Window টি Close করা যাবে না কারন এই window ক্লোজ করলে আপনার মিনিট Earn করা বন্ধ হয়ে যাবে।মিনিট Earn করতে Real View Software এবং নতুন window দুটোই ওপেন রাখুন।



ড্যাশবোর্ড পরিচিতিঃ

Real View Software এর Dashboard পেজ এর ডান পাশে আপনার অ্যাকাউন্ট এর তথ্য ও মিনিট দেখতে পাবেন। সফটওয়্যার সম্পর্কে নতুন তথ্য পেতে  Announcements এ লক্ষ্য রাখুন।



যে কোন সমস্যায় contact করুন Real View Software কেঃ
Email: realviewsoftware@mail.com
facebook: https://www.facebook.com/RealViewNetwork/

প্রতিদিন অটোমেটিক ভাবে ডেক্সটপ ওয়ালপেপার চেঞ্জ হবে অসাধারন HD ওয়ালপেপার দিয়ে। (Bing Desktop Background Changer)

- No comments
আপনার কম্পিউটারের ওয়ালপেপার প্রতিদিন অটোমেটিক ভাবে চেঞ্জ করতে চান , কোন ঝামেলা ছাড়াই!! তাহলে এই পোষ্ট টি আপনার জন্য...

Bing Desktop Background Changer

সুবিধা সমুহঃ
 ১. অসাধারন HD ওয়ালপেপার। 
২. প্রতিদিন নতুন নতুন ওয়ালপেপার, পুরনো ওয়ালপেপার কখনো রিপিট হবে না।
 ৩. প্রতিদিন অটোমেটিক ভাবেই চেঞ্জ হবে। আপনাকে কিছুই করতে হবে না।

 এক্সটাঃ
 ১. প্রতিদিন ওয়েদার( আবহাওয়া ) ফীড, মানে ঢাকার আজকের তাপমাত্রা কত ডিগ্রি তা দেখাবে।
 ২. ফেসবুকের সাথে লিঙ্ক করলে ফেসবুক ফিড এখান থেকেই সরাসরি দেখতে পারবেন।
 ৩. অসাধারন লুক।

 মোট কথা আপনি একবার ইনষ্টল করেই দেখুন, আপনার পছন্দ হবেই...

ওয়ালপেপার গুলো যেমন হবেঃ




স্কিন শর্টঃ







এটার সবচেয়ে বড় সুবিধা হল মিনিমাইজ করলে অটোমেটিক হাইড হয়ে যাবে সফটওয়্যার টি... সহজ কথায় কোন প্রকার ঝামেলা নেই... তাহলে ডাউনলোড করুন এই অসাধারন সফটওয়্যার টিঃ



ডাউনলোডঃ BingDesktopSetup.exe - 9.8 MB


বিঃদ্রঃ ওয়ালপেপার চেঞ্জ হতে নেট কানেকশন আবশ্যক।


আমার সাথে যোগাযোগ করতে আমাকে সরাসরি ফেসবুকে ম্যাসেজ করুন অথবা আমার সাইট ভিজিট করুন। ফেসবুকঃ হৃদয় ভারাবী
ওয়েবসাইটঃ এখানে ক্লিক করুন।

উইন্ডোজ এর যে কোন ভার্সন কে বানিয়ে ফেলুন উইন্ডোজ ৮/৮.১/১০ স্কিন প্যাক দিয়ে

- 1 comment
10
খুব সহজেই আপনার উইন্ডোজ না পাল্টিয়ে উইন্ডোজ XP বা কে দিয়ে দিন উইন্ডোজ বা ৮.১ কিংবা ১০ এর লুক। বানিয়ে ফেলুন আপনার ইচ্ছা মত অপারেটিং সিষ্টেম। একদম পুরোপুরি ইউন্ডোজ /১০ হয়ে যাবে, মানে উইন্ডোজ XP/ এ থাকা অবস্থাতেই আপনি ৮.১/১০ এর সব সুবিধা পাবেন যেমন ষ্টার্ট মেনু অপশন, মেট্রো উইন্ডো,ষ্টার্ট মেনু অপশন(Win 10), মাল্টি ডেস্কটপ(win 10) উইন্ডোজ ৮.১/১০ এর মত সেটিংস, কালার, ব্যাকগ্রাউন্ড, আইকন এমনকি লক স্কিন ও… নিচের স্কিন শর্ট গুলো দেখুন…

স্কিন শর্টঃ

উইন্ডোজ ৮.১ এর জন্যঃ

82
  81


83
84










স্কিন শর্টঃ

উইন্ডোজ 10 এর জন্যঃ




  একদম অসাধারণ। আপনি যদি XP অথবা Windows 7 ব্যাবহার করে থাকেন আর যদি চান আপনার XP বা Windows 7 টি Windows 8.1/১০ এর মত দেখাক, তাহলে এটি অবশ্যই আপনার জন্য। আমি নিজে ব্যাবহার করে দেখেছি, পছন্দ আপনার হবেই... এজন্য আপনাকে যা করতে হবে তা হল নিচ থেকে আপনার ইচ্ছা মত  Skin Pack টি Install করতে হবে।

আপনি কি স্কিন প্যাক নামের সাথে নতুন ?? তাহলে আপনাকে বলছি এটি থিম এর মত। মোবাইলে থিম ব্যাবহার করেছেন না, অনেকেটা সেরকম... মনে করেন যে আপনি Windows 7 এ Windows 8.1 এর থিম লাগালেন।


ইনষ্টল করা খুব সহজ, অন্য সাধারন সফটওয়্যারের মতই ইনষ্টল করুন...


তাহলে ডাউনলোড করে নিন এই অসাধারণ সফটওয়্যার গুলো...



এক্সপি এর জন্যঃ (XP তে সাপোর্ট করবে শুধু )

ডাউনলোডঃ 

Windows 8 - Win8_SkinPack_XP.zip - 11.9 MB 

Windows 8.1 - Win8.1_SkinPack_XP.zip - 28.0 MB 

Windows 10 - Win10_SkinPack_XP.zip - 6.4 MB


উইন্ডোজ / এর জন্যঃ (উইন্ডোজ এবং দুটোতেই সাপোর্ট করবে)

ডাউনলোডঃ 

Windows 8 - SkinPack_Win8_V1.0.zip 

Windows 8.1 - SkinPack_Win8.1_V2.0.zip - 33.9 MB 

Windows 10 - SkinPack_Windows10_V3.0.zip - 22.0 MB



Download System: 

download







আসুন খুব সহজে একটি Website বানাই। (একদম নতুনদের জন্য, Html Css Java কিচ্ছু জানার প্রয়োজন নেই )

- 1 comment

আমরা সব সময় ই চাই নিজের জন্য একটা ওয়েব সাইট বানাতে, কিন্তু Html , Css সস্পর্কে কোন জ্ঞান নাই বলে অনেকেই পারি না। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। আগেই বলে রাখছি এটি একদম ই নতুনদের জন্য, তবে প্রফেশনাল রাও চাইলে ইউজ করতে পারেন। আমি আজ যে ট্রিপ দিবো এতে যে কেউ নিজের জন্য ওয়েব সাইট বানাতে পারবে। আসুন তাহলে শুরু করি। প্রথমে এখানে ক্লিক করুন , তাহলে নিচের মত একটি রেজিষ্টেশন পেইজ আসবে। এখানে আপনার নাম , ইমেইল দিয়ে রেজিষ্টেশন করুন।  l1 Get Started এ ক্লিক করার সাথে সাথেই আপনার প্রথম ধাপ শেষ, এবার নিচের মত পেইজ আসবে, সেখানে লেখা থাকবে Site, Blog , Store. এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কেমন Website বানাবেন আপনার জন্য! w1 আপনি চাইলে সাইট বানাতে পারেন সব সিস্টেম একি রকম, আমি এখন আপনাকে ব্লগ বানানো দেখাবো, আসুন শুরু করি। তাহলে ব্লগ এ ক্লিক করুন।  এবার আপনাকে আপনার Website এর জন্য একটা থিম সিলেক্ট করতে বলবে, আপনি পেইজটায় দেখুন অনেক অনেক থিম আছে, অনেক কালারের, এমন কি আপনি আপনার যেটি পছন্দ হবে সেটির ও কালার চেঞ্জ করে নিতে পারবেন। নিচের ছবি টি দেখুন।  w2 আপনার যে থিম টি পছন্দ হবে সেটির উপরে মাউচ রাখলে নিচের কোনায় Choose বাটন পাবেন, সেখানে ক্লিক করুন তাহলে থিম সিলেক্ট হয়ে যাবে, আপনি চাইলে Choose করার আগে কালার বাটন গুলো তে ক্লিক করে কালার ও চেঞ্জ করে নিতে পারন। আমি নিচের থিম টি নিলাম।  আমাদের সাইটটি দেখতে এরকম হবে।  w3     থিম সিলেক্ট হয়ে গেলে আপনার নিচের মত একটি পেইজ আসবে, এখানে আপনাকে আপনার website ওয়ে জন্য লিঙ্ক সিলেক্ট করতে হবে। নিচের ছবিটি দেখুন আর আমার কালার করা জায়গা গুলো ভালো করে লক্ষ্য করুন।  w4   সবুজ মার্ক করা যায়গায় আপনার Site এর জন্য আপনার পছন্দের লিঙ্ক দিন। যদি কালো মার্ক করা যায়গায় টিক মার্ক উঠে তাহলে আপনি ওই লিঙ্ক টি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার সাইটের জন্য ডট কম ডোমেইন নিতে পারবেন এজন্য লাল মার্ক করা যায়গায় আপনার লিঙ্কটি লিখতে হবে, আগেই বলে রাখি ডট কম কিংবা এরকম কোন লিঙ্ক আপনার সাইটে দিতে হলে টাকা লাগবে, মানে হল আপনি যদি লাল মার্ক করা যায়গায় কিছু দেন তাহলে আপনাকে টাকা দিতে হবে তাদেরকে, আর আমি যেহেতু ফ্রি ওয়েবসাইট বানাবো তাই সবুজ মার্ক করা যায়গায় ই লেখবো, এটা ফ্রি। তাহলে এখন দেখুন কিভাবে করতে হবে। আমি একটা লিঙ্ক দিয়েছি দেখুন Pchelpbdtest এবং এটা Available দেখাচ্ছে তার মানে আমি এই লিঙ্ক টি নিতে পারবো। তাহলে আমার সাইটের লিঙ্ক হবে www.pchelpbdtest.weebly.com এবার নিচের Continue বাটন এ ক্লিক করুন।  w7 এবার উপরের মত একটি পেইজ আসবে, এবার ছবিটা ভালো করে লক্ষ্য করুন আমি সব কিছু ছবিতেই লিখে দিছি তবুও এখানে আরেকবার করে বলছি। প্রথমে My site লেখাটিতে ক্লিক করে Rename করে আপনার সাইটের নাম দিন , আপনি যে নামে সাইট বানাতে চান সে নাম, আমি এখানে Technology Life দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মত দিন। এবার ডান পাশের কোনায় দেখুন Publish নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করে আগে সাইট টি পাবলিশ করে নিন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ন।  w8   তাহলে উপরের ছবির মত আসবে, এটার আসার মানে আপনার সাইট টি পাবলিশ হয়ে গেছে, এবার আপনার সাইট এর যে লিঙ্ক টি দিছেন সেটা দেখাবে, দেখুব আমাদের টা দেখাচ্ছে,  Http://pchelpbdtest.weebly.com . এখানে আপনার সাইটের লিঙ্ক দেখাবে। এখানে ক্লিক করে আপনার সাইট টি দেখতে পারেন।  এবার আসুন মুল কাজে। উপরের কোনার ক্রস মার্ক এ ক্লিক করে আগের পেইজে ফিরে আসুন। এবার আপনাকে দেখাবো কিভাবে পোষ্ট করতে হয়। লাল মার্ক করা পেইজ লেখাতে ক্লিক করুন। তাহলে নিচের মত একটা পেইজ আসবে এখানে সবুজ মার্ক করা ঘরে Blog লেখা থাকবে সেটা Rename করে Home লিখুন তারপর নিচে Save বাটন এ ক্লিক করুন।  w9 মনে রাখবেন প্রতিবার কোন কিছু এডিট করার পর পাবলিশ বা আপডেট বাটনে ক্লিক করবেন।    এবার নিচের কোনায় New Post লেখাতে ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন এরকম একটি পেইজ আসবে। w5 এখানে New Post লেখার জায়গায় আপনার পোস্টের বিষয় লিখুন। এবার পোষ্টের বডিতে লেখা লেখতে চাইলে বা পাশের সাইট থেকে টেক্সট বাটনটি ড্রাগ করে এনে পোস্টের ভিতরে ছেড়ে দিন তাহলে টেক্সট লেখার বক্স আসবে, এভাবে আপনি যা দিতে চান, ছবি দিতে চাইলে ইমেন বাটন টি টেনে এনে ছেড়ে দিন, তাহলে ইমেজ আপলোড করতে পারবেন , এভাবে আপনার পোষ্ট টি লেখা শেষ হলে উপরের ডানপাশের কোনায় Post বাটনে ক্লিক করুন তাহলে পোষ্ট হয়ে যাবে। এবার জাষ্ট আপডেট দিন। তারপর আপনার ওয়েবসাইটে যান, দেখবেন নতুন পোষ্ট হয়ে গেছে... এবার আসুন বলি প্রতিবার আপনার ওয়েবসাইট টায় এডিট অপশনে যাবেন কি করে। খুব সহজ, এখানে গিয়ে Log in করুন। ব্যাস তাহলেই হল... এবার তাহলে Enjoy করুন আপনার নতুন ওয়েব সাইট। যেকোন প্রয়োজনে , কোথায় না বুঝলে বা হেল্প লাগলে কোন দিধা না করে আমার সাথে যোগাযোগ করুনঃ ফেসবুকে অথবা Skype তে। ফেসবুক এখানে Skype : Hridoy.varaby আর হ্যা আপনার নতুন সাইটের লিঙ্ক কমেন্টে দিতে ভুলবেন না যেন :) 

জানুন এমন একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে যা আপনার উপর নজরদারি করে না

- 1 comment
আপনি কি জানেন ??? আপনি অনলাইনে যা কিছু সার্চ করছেন, সবকিছুর উপর নজরদারি করা হচ্ছে এবং আপনার সার্চ এর তথ্য এবং ডাটা সংগ্রহ করা হচ্ছে । শুধু তাই এ নয়, সংগ্রহকৃত তথ্য এবং ডাটা বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হচ্ছে ।
এছাড়াও আপনি পূর্বে কি কি সার্চ করেছেন, আপনি কি কি পছন্দ করেন তার উপর নির্ভর করে সার্চ ফলাফল দেখায় এবং ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন ফলাফল দেখায় ।


আপনি পূর্বে গুগলে কি কি সার্চ করেছেন তা দেখতে চাইলেঃ https://history.google.com/history/

 আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিসিট করার সময় যে বিজ্ঞাপন গুলো আসে তা আপনার সার্চ এর উপর নির্ভর করে আসে ।
এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুনঃ http://donttrack.us/

এবার আসুন জানি এমন একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে যা আপনার উপর নজরদারি করে না । এই সার্চ ইঞ্জিন এর নাম হল duckduckgo.com
https://duckduckgo.com/
আপনার গোপনীয়তা রক্ষা করে এবং আপনার উপর নজরদারি করে না বলেই এই সার্চ ইঞ্জিন সকলের কাছে জনপ্রিয় । আপনার ব্যক্তিগত তথ্য, পরিচয়, স্থান ইত্যাদি অনুসরণ করে না, আপনার তথ্য বা ডাটা রেকর্ড করে না এবং বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে না । DuckDuckGo সম্পর্কে আর জানতেঃ https://duckduckgo.com/about

আপনার গোপনীয়তা রক্ষা করতে ব্যবহার করুন DuckDuckGo ( ডাকডাকগো ) ।  

পোস্টটি লিখেছেনঃ moontasib