Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

জানুন এমন একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে যা আপনার উপর নজরদারি করে না

- 1 comment
আপনি কি জানেন ??? আপনি অনলাইনে যা কিছু সার্চ করছেন, সবকিছুর উপর নজরদারি করা হচ্ছে এবং আপনার সার্চ এর তথ্য এবং ডাটা সংগ্রহ করা হচ্ছে । শুধু তাই এ নয়, সংগ্রহকৃত তথ্য এবং ডাটা বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হচ্ছে ।
এছাড়াও আপনি পূর্বে কি কি সার্চ করেছেন, আপনি কি কি পছন্দ করেন তার উপর নির্ভর করে সার্চ ফলাফল দেখায় এবং ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন ফলাফল দেখায় ।


আপনি পূর্বে গুগলে কি কি সার্চ করেছেন তা দেখতে চাইলেঃ https://history.google.com/history/

 আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিসিট করার সময় যে বিজ্ঞাপন গুলো আসে তা আপনার সার্চ এর উপর নির্ভর করে আসে ।
এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুনঃ http://donttrack.us/

এবার আসুন জানি এমন একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে যা আপনার উপর নজরদারি করে না । এই সার্চ ইঞ্জিন এর নাম হল duckduckgo.com
https://duckduckgo.com/
আপনার গোপনীয়তা রক্ষা করে এবং আপনার উপর নজরদারি করে না বলেই এই সার্চ ইঞ্জিন সকলের কাছে জনপ্রিয় । আপনার ব্যক্তিগত তথ্য, পরিচয়, স্থান ইত্যাদি অনুসরণ করে না, আপনার তথ্য বা ডাটা রেকর্ড করে না এবং বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে না । DuckDuckGo সম্পর্কে আর জানতেঃ https://duckduckgo.com/about

আপনার গোপনীয়তা রক্ষা করতে ব্যবহার করুন DuckDuckGo ( ডাকডাকগো ) ।  

পোস্টটি লিখেছেনঃ moontasib

নির্দিষ্ট সময়ে আপনার কম্পিউটার Shutdown Or Restart করুন। (যেমন ৫ মিনিট, ১০ মিনিট কিংবা আপনার ইচ্ছামত সময় পর)

- 1 comment
Power-Management

Power Management

নির্দিষ্ট সময়ে আপনার কম্পিউটার Shutdown Or Restart করুন ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে। যেমন ৫ মিনিট , ১০ মিনিট কিংবা আপনার ইচ্ছা মত সময় দিয়ে আপনি চাইলে ১ ঘন্টাও দিতে পারেন। আপনি সে অপশন টা সিলেক্ট করলেন ধরুন আপনি ১০ মিনিট পর Shutdown সিলেক্ট করলেন, তাহলে কাটায় কাটায় ঠিক ১০ মিনিট পর আপনার কম্পিউটার একা একাই Shutdown হয়ে যাবে। আপনি চাইলে Reboot মানে Restart অপশন সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত সময় পর রিষ্টার্ট দিতে পারবেন। পুরো কাজ টা হবে অটোমেটিক।

Power 1

সফটওয়্যার টি রান করলে প্রথমে উপরের উইন্ডো টি আসবে। এখান থেকে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে যে আপনি কোনটি করতে চান। যদি আপনি Shutdown করতে চান তাহলে এন্টার ইওর চয়েজ এ 1 লিখে Enter চাপুন। যদি Reboot মানে Restart করতে চান তাহলে 2 লিখে Enter চাপুন। যদি আপনি 1 লিখে Enter চাপুন তাহলে নিচের উইন্ডো টি আসবে।

power 2

এখানে এন্টার ইওর টাইম এ আপনার কাঙ্ক্ষিত সময় দিন। ১০ মিনিট ৫ মিনিট ২০ মিনিট আপনার যা ইচ্ছা তবে মনে রাখবেন সময় অবশ্যই মিনিটে দিতে হবে, যেমন ধরুন আপনি ১ ঘন্টা পর করতে চান তাহলে আপনাকে ১ নয় ৬০ লিখতে হবে কারন সময় দিতে হবে সব সময় মিনিটে। কারন ৬০ মিনিট মানে ১ ঘন্টা। ধরুন আপনি ৫ মিনিট দিলেন মানে ৫ চেপে Enter দিলেন, তাহলে নিচের উইন্ডোটি আসবে

power 3

এর মানে আপনার কম্পিউটার ৫ মিনিট পর Shut Down হয়ে যাবে।

Reboot বা Restart এর সিষ্টেম টা ও একি রকম। তাই এটা আর বলছি না।

Power 4

এখন ধরুন আপনি ভুল করে Shutdown বা Restart এর সময় দিয়ে ফেলেছেন , কিন্তু এর আর চান না যে আপনার কম্পিউটার ওই সময়ে Shutdown বা Restart হোক। তাহলে কি করবেন?? চিন্তার কোন কারন নেই। আপনার জন্য রয়েছে অপশন 3 Abort. কাজ টা খুব সহজ আরেকবার Power Management সফটওয়্যার টায় ঢুকুন আর 3 চেপে Enter দিন। কাজ শেষ , তাহলেই Cancel হয়ে যাবে। পাশের ছবির মত। 

তাহলে এবার ডাউনলোড করে নিন এই অসাধারন সফটওয়্যার টি।

অথবা

link one Download system:


aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2

হ্যাক করুন Temple Run 2( Unlimited Coin and Gems)

- 2 comments

Temple-Run-2-Cheats-3 j



Temple Run 2

Unlimited Coin & Gems


হ্যাক করুন Temple Run 2.


খুব সহজ , মাত্র ১ মিনিটের ব্যাপার। আর আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কয়েন ও জীম...
যা যা করতে হবেঃ

১. প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করুন(zip File)



অথবা


Download











  1. আনজীপ করুন ফাইল টি। com.imangi.templerun2 নামের একটি ফোল্ডার আসবে। এই ফোল্ডার টিকে আপনার ফোনের sdcard এর data নামের ফোল্ডার এ পেষ্ট করুন। ব্যাস কাজ শেষ। এবার Temple Run 2 ওপেন করুন। আর দেখুন ম্যাজিক :)




    link one Download system:


    aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2

    Candy Crush Saga Facebook আনলিমিটেড সবকিছু( লাইফ, গোল্ড, বুষ্টার)

    - 2 comments

    candycrush

    Candy Crush Saga Facebook আনলিমিটেড সবকিছু( লাইফ, গোল্ড, বুষ্টার)