Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন সফটওয়্যার ছাড়া

 

অনেক সময় আমরা কোথাও যেয়ে  এবং অন্য পিসিতে কাজ করার  প্রয়োজন পরে সেখানে তাদের সিস্টেমের আপনার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন  ইনস্টল না থাকায়  কাজ করা সম্ভব না .।এখানে একটি দারুন টিউটোরিয়াল আপনার নিজস্ব পোর্টেবল অ্যাপ্লিকেশন কোন ইনস্টল করার  দরকার নাই pendrive দিয়া ব্যবহার করতে পারবেন।
vlc portable নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এইটি WINRAR. ব্যবহার করার মধ্যে করা যাবে।
এই টিউটোরিয়াল আমি এখানে আপনাকে একটি  VLC প্লেয়ার তৈরি করে দেখাবো  কিভাবে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়।
প্রথম যেখানে VLC প্লেয়ার টি ইন্সটল করা হয়েছিল সেখান থেকে VLC প্লেয়ার টি চালাতে যে ফাইল গুলো দরকার টা সিলেক্ট বা নির্বাচন করেন।
1 vlc নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এখন WinRar দিয়ায়া archive করেন
2 vlc নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এখন নিচের ছবির মত একটা পেজ খুলবে , ছবির মত সেটিং করেন।
3 vlc নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এখন ক্লিক করেন Advanced অপশন সিলেক্ট করেন SFX options।
4 vlc নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এখন আপানকে General tab একটা নাম লিখতে হবে extra করার পর ফাইল টা যে নামে হবে।
নিচের ছবিটি দেখেন।
5 vlc নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এবার উপরে Text and Icon ক্লিক করেন । নিচের ছবির মত নাম ও ছবি দিন।
6 vlc নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এবার Modes ক্লিক করেন নিচের ছবির মত টিক দেন।
7 vlc নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন

এখন OK ক্লিক করেন ।এবার OK ক্লিক করেন ।
আপনার  কাজ শেষ এবার archive হতে থাকবে ।তারপর দেখন হয়ে গেল আমার পোর্টেবল সফটওয়্যার।
VLC media player নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন
এভাবে যে কোন সফটওয়্যার কে পোর্টেবল সফটওয়্যার বানিয়ে উপভোগ করোন ।
সবাই ভাল থাকবেন।

3 on: "নিজেই যেকোন সফটওয়্যার কে পোর্টেবল অ্যাপ্লিকেশন তৈরি করুন সফটওয়্যার ছাড়া"
  1. ভাই Load SFX logo from the file এখানে কি ভাবে সেট করবো ?

    ReplyDelete
  2. Load SFX logo from the file এ যেটা দিবেন সেটা হবে আপনার পোর্টেবল অ্যাপ এর আইকন মানে .exe ফাইল টির লোগো । ১৬*১৬ pixel এর image file browse করে দিন ।

    ReplyDelete
  3. Ar aktu option by option valo kora bujia bolban plz

    ReplyDelete