Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

এবার জাভা ফোনেই করুন একসাথে একাধিক কাজ!! সুপার টিপস

 

সিমবিয়ানের মাল্টি টাস্কিং সুবিধা দেখে অনেক জাভা ফোন ইউজারের হিংসে হয়! তাই নিয়ে এলাম জাভা ফোনেই একসাথে একাধিক এপ্লিকেশন চালানোরএকটি ট্রিকস !
 তবে, এটি PTT(Push toTalk Switch)এর উপর নির্ভরশীল।তাই, কেবল PTT(Push to Talk Switch) যুক্ত জাভা ডিভাইসেই এই ট্রিকস খাটানো যাবে।
সাধারনত নোকিয়া মোবাইল গুলোতে PTT(Push toTalk Switch) থাকে ।
প্রথমে, আপনার PTT সেটিংস ঠিক করে নিতে হবে।
১)নিচের নির্দেশনা অনুসরন করুনঃ Goto Menu->Push to Talk(PTT) ->Push to talk Settings->Push to talk default function->Choose Open Phonebook or Contacts
এখন যেকোন এপ্লিকেশন অপেন করুন, যেমন Opera Mini.
২) এবারে Volume Key চেপে ধরে রাখুন, PTT থেকে Contacts অপেন হবে।
৩) এবার Add New->Choose From Contacts->Choose Contact from Phonebook এ গিয়ে পছন্দের নাম্বারটি সেভ করুন।আপনি ইচ্ছা করলে সবুজ কল বাটন চেপে Opera Mini চলমান অবস্থায় কল দিতে পারবেন।
এভাবে নিম্নের অনেক কাজ যেকোন এপ্লিকেশন চলমান অবস্থায় করতে পারবেনঃ
ডিফল্ট ব্রাউজার খোলাঃ আবার Volume Key চেপে PTT অপেন করে, Option ->Add Contact->Select Add manually /Options ->Add tone ->Tone Downloads / Options->Add New Bookmark -এ গিয়ে নিজের পছন্দমত এড্রেস চেপে ব্রাউজ করতে পারবেন।
গান শোনা এবং ভিডিও দেখাঃ Options->Add Contact->Add Manually / Options->Choose Add Details ->Select Tone->Open Gallery এ গিয়ে আপনার পছন্দমত গানটি শুনুন।একই ভাবে যেকোন ভিডিও ফাইল সিলেক্ট করে, ভিডিও দেখতে পারবেন।

ধন্যবাদ ।  

0 on: "এবার জাভা ফোনেই করুন একসাথে একাধিক কাজ!! সুপার টিপস"