কম্পিউটার ওপেন করবার পর ডেক্সটপে আমরা বিভিন্ন রকমের আইকন দেখি। এই আইকন
গুলোতে বিভিন্ন প্রোগ্রামের নাম লেখা থাকে। যেমন- My Computer, My
Document ইত্যাদি। এখন কাজ হল আপনি এই সকল আইকন/ছবি গুলোকে ঠিক রাখবেন
কিন্তু আইকনের লেখা থাকবেনা। আমার এই কথাতে অনেকে হাস্যরস মনে করবেন।
কেননা সবাই বলবেন যে, কোন আইকন লেখা ব্যতিত Lack বা খালি রাখা সম্ভব নয়।
অর্থাৎ কোন আইকনে রিনেম সিলেক্ট করে পূর্বের নাম ডিলেট করে কোন নাম না
দিয়ে এন্টার প্রেস করলে সেই নামই আসবে। কথাটি একদম সত্য। তবে একটু চালাকী
করলেই হবে।
১। প্রথমে ডেক্সটপে যে কোন একটি অপশন বেছে নিন। যেমন- My Computer আইকনটি সিলেক্ট করুন
২। রিনেম করে My Computer লেখা ডিলেট করুন।
৩। এবার Alt কি চেপে রেখে দ্রুতভাবে নিউমেরিক কী থেকে (কী-বোর্ডের সর্ব ডান পাশের কী) ০১৬০ দিন। এবার এন্টার কি প্রেস করুন। রিফ্রেশ করুন।
আজ এই পর্যন্তই। সেই সাথে সবার সুস্থতা কামনা করছি।
১। প্রথমে ডেক্সটপে যে কোন একটি অপশন বেছে নিন। যেমন- My Computer আইকনটি সিলেক্ট করুন
২। রিনেম করে My Computer লেখা ডিলেট করুন।
৩। এবার Alt কি চেপে রেখে দ্রুতভাবে নিউমেরিক কী থেকে (কী-বোর্ডের সর্ব ডান পাশের কী) ০১৬০ দিন। এবার এন্টার কি প্রেস করুন। রিফ্রেশ করুন।
(এই কাজটি করতে হলে আপনার কী-বোর্ডের কিন্তু নিউমেরিক কী ON রাখতে হবে)
এবার
উপরের চিত্রটির মত উপভোগ করুন। কি দেখছেন? লেখা নাই কিন্তু আইকন আছে। ভাল
লাগলে কমেন্ট করতে ভূলবেন না। পূর্বের অবস্থায় ফিরে যেতে রিনেম করে কোন
নাম না দিয়ে এন্টার কি প্রেস করুন।আজ এই পর্যন্তই। সেই সাথে সবার সুস্থতা কামনা করছি।
0 on: "ডেক্সটপে আইকন থাকবে ! কিন্তু আইকনের লেখা থাকবেনা !!"