Webcam দিয়ে ফেস ডিটেক্ট করে কম্পিউটারে লগ ইন মানে আপনার কম্পিউটার এর পাসওয়ার্ড হিসেবে সেট করুন আপনারই ছবি।
অর্থাৎ আপনি কম্পিউটার এর সামনে যান আর খুলে যাক আপনার কম্পিউটার ।
সফটওয়্যারটির নাম key lemon v. 2.7.1. (Free Version) সফটওয়্যারটির কাজ হল আপনার ছবিকে পাসওয়ার্ড হিসেবে সেট রাখা। আপনি আপনার মডেল প্রথমে কম্পিউটার কে চিনিয়ে দিবেন আর তারপর কম্পিউটার আপনাকে দেখলেই নিজে নিজেই আনলক হয়ে যাবে। মানুষ মানুষকে ভুলে গেলেও এই সফটওয়্যার আপনাকে ভুলবে না।
সফটওয়ার টির বিশেষত্ব হলঃ
১. খুব দ্রুত আপনার face detect করতে সক্ষম।
২. কম্পিউটার এর সামনে আপনি বসে থাকলে পাসওয়ার্ড দেয়ার ঝামেলা নেই।
৩. কেউ যদি আপনার আগচরে কম্পিউটার আনলক করতে যায় তাহলে তার ছবি তুলে রাখে এই সফটওয়্যারটি।
ধন্যবাদ ।
Thanks
ReplyDelete