Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

ফেইসবুকের পেন্ডিং রিকুয়েষ্ট এবং আনফ্রেন্ড কারীদের চিনে রাখুন

 

Name*:Hasan
Email*:wapglow@gmail.com
Post Title*:ফেইসবুকের পেন্ডিং রিকুয়েষ্ট এবং আনফ্রেন্ড কারীদের চিনে রাখুন
Description*:হ্যা বন্ধুরা কিভাবে চিনবেন ? ছোট্ট একটি এড অন এর মাধ্যমে আপনি সবসময় দেখতে পারবেন । আপনার ফ্রেন্ডলিষ্ট, পেন্ডিং রিকুয়েষ্ট লিষ্ট ও আনফ্রেন্ডকারীদের। তো কথা না বাড়িয়ে চলুন আসল কাজ শুরু করে দেওয়া যাক।
১) প্রথমে এখানে ক্লিক করে Add to Firefox বাটনে ক্লিক করুন।

২) এরপর একটি উইন্ডো ওপেন হলে সেখান থেকে Install Now বাটনে ক্লিক করুন।

৩) ইনস্টল শেষ হলে ফায়ারফক্স রিস্টার্ট দিন।



৪) এবার আপনি আপনার ব্রাউজার এর Navigation Toolbar এ বানরের মুখের একটি আইকন দেখতে পাবেন। শুধু তাই নয় আপনার Tools মেনুতেও যোগ হয়েছে Greasemonkey অপশন। সেখানে enable, disable এবং check options আছে।

৫) এবার এখান থেকে আনফ্রেন্ড ফাইন্ডার স্ক্রীপটি ইনস্টল করে ফেলুন।
৬) এর পর পপআপ নোটিফিকেশন সো করলে সেখান থেকে Install বাটনে ক্লিক করুন।



৭) ব্যাস ইনস্টল হয়ে গেলে আপনার কাজ শেষ। এবার ফেইসবুকে লগ ইন করে দেখুন। আপনি ইচ্ছা করলে Settings Page থেকে কাষ্টোমাইজ করতে পারবেন।

ওহ, আরেকটি কথা; আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে এখান থেকে আনফ্রেন্ডফাইন্ডার স্ক্রীপটি ইনস্টল করুন।

ধন্যবাদ সবাইকে, নিজে জানুন অন্যকে জানান।
Add Image (Optional):



Powered by EmailMeForm

1 on: "ফেইসবুকের পেন্ডিং রিকুয়েষ্ট এবং আনফ্রেন্ড কারীদের চিনে রাখুন"