আজকে
আমি আপনাদের কে একটি চমৎকার টিপস দিতে চাই । ইন্টারনেট স্পীড না বারিয়ে কিভাবে একটি ওয়েবপেজ দ্রুত লোড করা যায় আপনাদের বলব
প্রথমে
নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ
১.
আপনারা যারা অপেরা ব্রাউজার ব্যাবহার করেন তারাই কেবল এই সুবিধা ভোগ করতে পারবে । অপেরা না থাকলে অপেরা ব্রাউজার ডাউনলোড করে নিন।
২.
তারপর আপনাদের একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে যার নাম চিট ইঞ্জিন ৩.সফটওয়্যারটি এখান থেকে
ডাউনলোড করুন
৩. সফটওয়্যার
টি ইন্সটল করার পর ওপেন করুন ।
৪.
অপেরা ওপেন করে মিনিমাইজ করুন ।
৪.
তারপর ফাইল এ গিয়ে ওপেন প্রসেস এ ক্লিক করুন ।
৫.
আপনারা সেখনে দেখবেন যে opera.exe
নামে একটি প্রসেস আছে ।
৬. প্রসেসটি
ওপেন করুণ এবং ডান পাশে লেখা দেখবেন Enable Speed Hack ।
৭. ঐ
বাটন এ ক্লিক করে স্পীড হ্যাক এর মাত্রা সিলেক্ট করুণ ।
৮.
মাত্রা যত বারবে পেজ তত দ্রুত লোড হবে ।
ScreenShots:
আশা করি পোস্টটা ভাল লাগবে। আমার একটি ব্লগ আছে । সময় পেলে একটু ঘুরে আসবেন। কোন সমস্যায় পরলে কমেন্ট করুন ।
Vaiya (wapka.mobi) te build kora website hack kore kemne...?
ReplyDeleteভাল হচ্ছে । লেখা চালিয়ে যান ।
ReplyDeletenice post i like that.
ReplyDeleteআপনার সব লেখাগুলো ভালো লাগে। বিশেষ করে হ্যাকিং টিপসগুলো ভালো লাগে। আমার ছোট ব্লগে আমন্ত্রণ রইল www.bloggernaruf.blogspot.com
ReplyDelete