খুব সহজেই আপনার উইন্ডোজ না পাল্টিয়ে উইন্ডোজ XP বা ৭ কে দিয়ে দিন উইন্ডোজ ৮ বা ৮.১ কিংবা ১০ এর লুক। বানিয়ে ফেলুন আপনার ইচ্ছা মত অপারেটিং সিষ্টেম।
একদম পুরোপুরি ইউন্ডোজ ৮/১০ হয়ে যাবে, মানে উইন্ডোজ XP/৭ এ থাকা অবস্থাতেই আপনি ৮.১/১০ এর সব সুবিধা পাবেন যেমন ষ্টার্ট মেনু অপশন, মেট্রো উইন্ডো,ষ্টার্ট মেনু অপশন(Win 10), মাল্টি ডেস্কটপ(win 10) উইন্ডোজ ৮.১/১০ এর মত সেটিংস, কালার, ব্যাকগ্রাউন্ড, আইকন এমনকি লক স্কিন ও…
নিচের স্কিন শর্ট গুলো দেখুন…
স্কিন শর্টঃ
উইন্ডোজ ৮.১ এর জন্যঃ
স্কিন শর্টঃ
উইন্ডোজ 10 এর জন্যঃ
একদম অসাধারণ। আপনি যদি XP অথবা Windows 7 ব্যাবহার করে থাকেন আর যদি চান আপনার XP বা Windows 7 টি Windows 8.1/১০ এর মত দেখাক, তাহলে এটি অবশ্যই আপনার জন্য। আমি নিজে ব্যাবহার করে দেখেছি, পছন্দ আপনার হবেই... এজন্য আপনাকে যা করতে হবে তা হল নিচ থেকে আপনার ইচ্ছা মত Skin Pack টি Install করতে হবে।
আপনি কি স্কিন প্যাক নামের সাথে নতুন ?? তাহলে আপনাকে বলছি এটি থিম এর মত। মোবাইলে থিম ব্যাবহার করেছেন না, অনেকেটা সেরকম... মনে করেন যে আপনি Windows 7 এ Windows 8.1 এর থিম লাগালেন।
ইনষ্টল করা খুব সহজ, অন্য সাধারন সফটওয়্যারের মতই ইনষ্টল করুন...
তাহলে ডাউনলোড করে নিন এই অসাধারণ সফটওয়্যার গুলো...
এক্সপি এর জন্যঃ (XP তে সাপোর্ট করবে শুধু )
ডাউনলোডঃ
Windows 8 - Win8_SkinPack_XP.zip - 11.9 MB
Windows 8.1 - Win8.1_SkinPack_XP.zip - 28.0 MB
Windows 10 - Win10_SkinPack_XP.zip - 6.4 MB
উইন্ডোজ ৭/৮ এর জন্যঃ (উইন্ডোজ ৭ এবং ৮ দুটোতেই সাপোর্ট করবে)
Hridoy vai, Khub sundor kore likechen. Apnake onek onek dhonnobad.
ReplyDelete