বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা
ইন্টারনেটে তথ্য অনুসন্ধানে সক্ষম বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন হিসেবে ‘পিপীলিকা’ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে । তাদের যাত্রা শুরু হয়েছে ১৩ এপ্রিল থেকে ।‘পিপীলিকা’ নামের সার্চ ইঞ্জিনটি তৈরি করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের
একদল শিক্ষার্থী।
এই সার্চ ইঞ্জিনটির ওয়েব ঠিকানা Pipilika.com
এই উন্মুক্ত ওয়েব সার্চ ইঞ্জিনটি সারাদেশের সাম্প্রতিক গ্রহণসাধ্য তথ্য অনুসন্ধান করতে সহায়তা
করে। এটি দেশের প্রধান বাংলা ও ইংরেজি পত্রিকাগুলোর সংবাদ, বাংলা ব্লগ,
বাংলা উইকিপিডিয়া ও সরকারি তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ ও সংরক্ষণ করে।
পিপীলিকায় তথ্য অনুসন্ধানের ৪টি ভিন্ন ধরনের সার্চ সুবিধাগুলো হলো- সংবাদ
অনুসন্ধান, ব্লগ অনুসন্ধান, বাংলা উইকিপিডিয়া অনুসন্ধান ও জাতীয় ই-তথ্যকোষ।
পিপীলিকার বাংলা সার্চের জন্য আমাদের নিজস্ব একটি বাংলা অভিধান ব্যবহার করা
হয়েছে। যদি ব্যবহারকারী কোনো শব্দের ভুল বানান দেন, তাহলে পিপীলিকা
স্বয়ংক্রিয়ভাবে সঠিক বানান খুঁজে নিয়ে সেই নতুন শব্দ দিয়ে অনুসন্ধান চালায়,
ফলাফল দেয় এবং সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানিয়ে দেয় তার কোন শব্দের বানান
ভুল ছিল, সঠিক কোন শব্দ দিয়ে অনুসন্ধান চালানো হয়েছে।
এতে সার্চ বক্সে ইনপুট করার জন্য অটোমেটিক Avro, ইন্স্ক্ৰিপ্ত, National Keyboard, Probhat,System input method অপশন রয়েছে।
এর যৌথ উদ্যোগে রয়েছে SUST এবং গ্রামীনফোনের GP IT ।
0 on: "বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন পিপীলিকা"