Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

ফেসবুক থেকে খুব সহজে নিজের বা বন্ধুদের ফটো অ্যালবাম ডাউনলোড করুন

 

আপনি হয়ত বলবেন ফেসবুক থেকে ছবি ডাউনলোড করা এ আবার নতুন কি জিনিস !!! ছবির নিচে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড করলেই তো হয় !! এভাবে আপনি হয়ত ফেসবুক অ্যালবাম এর প্রত্যেকটা ছবি আলাদা আলাদা ডাউনলোড করতে পারেন !!!  কিন্তু আপনি কি পুরো ফেসবুক ফটো অ্যালবাম একসাথে ডাউনলোড করতে পারেন ???   যারা পারেন না তাদের জন্য আমার আজকের টিপসটি ।
আসুন তাহলে দেড়ি না করে টিপস টি জেনে নেই । প্রথমে আপনাকে  এই ওয়েবসাইট এ যেতে হবে ।

তারপর Login বাটন এ ক্লিক করুন ।
 তারপর আপনি friend নামে একটি অপশন পাবেন । আপনার নিজের ফেসবুক অ্যালবাম পিকচার ডাউনলোড করতে নিজের নাম এ ক্লিক করুন ।

 আর অন্য কোন বন্ধু দের ফটো অ্যালবাম ডাউনলোড করতে one your friends  এ আপনার ফেসবুক ফ্রেন্ড এর নাম লিখুন । তারপর Next এ ক্লিক করুন ।
 তারপর আপনার অ্যালবাম সিলেক্ট করুন ।
 CTRL চেপে একাধিক অ্যালবাম সিলেক্ট করতে পারবেন । অথবা Select all of your friends অপশন এ ক্লিক করে সব অ্যালবাম একত্রে সিলেক্ট করতে পারবেন । তারপর ডাউনলোড এ ক্লিক করুন ।
 তারপর আপনার ডাউনলোড লিংক process হতে একটু সময় নিবে ।
 অল্প সময়ের ভিতরে আপনার ডাউনলোড লিংক তৈরি হবে । তারপর Download এ ক্লিক করুন ।
 তারপর আপনার কম্পিউটার এ সেভ করুন । সব অ্যালবাম একটি zip ফাইল আকারে সেভ হবে । তারপর Unzip করে নিন । 

কি এক্ষণ কি আর আপনাকে একটা একটা করে অ্যালবাম এর ফটো ডাউনলোড করতে হবে!!! নিশ্চয়ই না ।
পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন । সবাইকে ধন্যবাদ ।  আর আপডেট পেতে টেকনোট্রিক বিডি  এর সাথেই থাকবেন । 

2 on: "ফেসবুক থেকে খুব সহজে নিজের বা বন্ধুদের ফটো অ্যালবাম ডাউনলোড করুন "