Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

শক্তিশালী,সুরক্ষিত ও স্মরণযোগ্য পাসওয়ার্ড তৈরি করার টিপস

 

আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তাদের জন্য পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ । কিন্তু এই পাসওয়ার্ড যদি যথেষ্ট শক্তিশালী,সুরক্ষিত না হয় তাহলে হ্যাক হবার সম্ভাবনা থাকে । আবার সুরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের বড় সমস্যা হচ্ছে তা ভুলে যাওয়া। তাই আপনাদের এমন একটি পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেব যা সবাইকে উপরোক্ত সমস্যা থেকে মুক্তি দিবে।

শক্তিশালী,সুরক্ষিত পাসওয়ার্ড এর কিছু বৈশিষ্ট্যঃ 
  • পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে ৮ ডিজিট হতে হবে
  • Special ক্যারেক্টারের উপস্থিতি (অর্থাৎ @#$%^& প্রভৃতি) থাকতে হবে
  • যেকোন কমন শব্দ পরিহার করতে হবে, (উদাহরণস্বরূপ, 123, asdf, abcd, 1111, 2222, password, নিজ/প্রিয়জনের নাম,জন্মতারিখ অথবা ফোন নম্বর, login name, অভিধানের যে কোন শব্দ প্রভৃতি)
  • CAPITAL ও small letter-এর ব্যবহার থাকলে ভাল হয়
উপরোক্ত বৈশিষ্টগুলো থাকলেও সকল স্থানে একই পাসওয়ার্ড ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ যে কোন উপায়ে একটি পাসওয়ার্ড হ্যাক হলে বাকি সবগুলোই ঝুকির মধ্যে থাকবে।
এখন কথা হচ্ছে একটি পাসওয়ার্ড মনে রাখাই যেখানে কষ্টসাধ্য, সেখানে অনেকগুলো পাসওয়ার্ড কিভাবে মনে রাখব?

নিচের টিপস অনুসরণ করে দেখতে পারেন, আশা করি কাজে লাগবেঃ
১. প্রথমত এমন কোন বিষয়/তারিখ/ইভেন্ট/স্থান নির্বাচন করুন যা শুধুমাত্র আপনার জন্যই প্রযোজ্য, যা অবশ্যই ৮ ডিজিট বা তার চেয়ে বড় হবে। উদাহরণ স্বরূপ “bangladesh” এবং স্বাধীনতার বছর “1971”।
অর্থাৎ সম্পূর্ণ পাসওয়ার্ডটি হচ্ছে “bangladesh 1971” প্রথমেই বাংলাদেশ শব্দটির প্রথম ও শেষ অক্ষরকে CAPITAL-এ রূপান্তর করুন।
২. এবার কিছু অক্ষরকে special caracter/numeric value দ্বারা পরিবর্তন করুন। যেমনঃ-
a -> @
s -> $
o -> 0
l -> 1
i -> !
space -> %
এখন আমাদের পাসওয়ার্ডটির চেহারা দাড়িয়েছে “B@ng1@de$H%1971”
৩. তৈরি কৃত পাসওয়ার্ডটি চলুন একটু পরীক্ষা করা যাক। পাসওয়ার্ড মিটার এ যান । তারপর পাসওয়ার্ড দিয়ে দেখুন সেটা Storng কিনা ।

এ পর্যন্ত যা তৈরি হল তা হচ্ছে আমাদের মূল/বেসিক পাসওয়ার্ড।
৪. এখন ব্যবহার ক্ষেত্রে আসি। যেকোনো site/application –এ ব্যবহারের জন্য উক্ত site/application এর নামকে সংযুক্ত করি। যেমনঃ
Gmail -> B@ng1@de$H%1971Gm@!1
Yahoo -> B@ng1@de$H%1971Y@h00
Skype -> B@ng1@de$H%1971$kype প্রভৃতি।
এভাবে আমরা ভিন্ন ভিন্ন অনেক পাসওয়ার্ড মনে রাখতে পারি।

সবাই ভাল থাকুন আর টেকনোট্রিক বিডি  এর সাথে থাকুন ।
ধন্যবাদ ।

0 on: "শক্তিশালী,সুরক্ষিত ও স্মরণযোগ্য পাসওয়ার্ড তৈরি করার টিপস"