Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

আসুন প্রফেশনাল পর্যায়ের ওয়েবসাইট হ্যাকিং শিখি সহজে

 

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
অনেকদিন পর আবার হ্যাকিং নিয়ে লেখা শুরু করলাম । তাই আজকে চিন্তা করলাম আপনাদের কে প্রফেশনাল পর্যায়ের হ্যাকিং শিখাই ।
ভয় পাবার কিছুই নেই । আজকের কাজটিও খুব সোজা । 
হ্যাকিংয়ের বিভিন্ন সফটওয়্যারগুলোর মধ্যে Havij অন্যতম।
এটি খুবই কার্যকারি একটি টুলস।আজকে আমরা Havij দিয়ে Professional হ্যাকিং শিখব ।

প্রথমে Havij  সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। তারপর আমরা কাজ শুরু করব।

♥♥♥ Havij টিউটোরিয়াল ♥♥♥

  • প্রথমে Google.Com এ যান।
  • এবার নিচের যে কোন গুগল ডর্ক লিখে সার্চ দিন।
"inurl:php?id="
inurl:trainers.php?id=
                                                   inurl:buy.php?category=
                                                    inurl:article.php?ID=
 
  • তাহলে অনেকগুলো ফলাফল দেখাবে। কিন্তু সব সাইট হ্যাকিং উপযোগী Vulnerable সাইট নয় । 
  •  Vulnerable Site পরীক্ষাঃ

  • এবার যে কোন একটি লিঙ্কে প্রবেশ করুন।
  • http://www.adas-fusion.eu/theme.php?id=2

  • আমরা এই সাইটটিকে টার্গেট করলাম।

  • এবার আপনার টার্গেট করা সাইটের লিংকের শেষে দেখেন এমন একটা আছে ID=XX, এখানে XX এর জায়গায় যেকোন নং আছে। 
  • যেমন আমার এখানে আছে ID=2
  • এবারর এই লিংকের শেষে একটা    ( ' )     লাগান।
  • এবার এন্টার দিন।






  • এবার যদি উপরের মতো Error দেখায়, তাহলে বুঝবেন যে, সাইটটিতে inject করা যাবে।মানে সাইট টি Vulnerable ।
  • Havij টিউটোরিয়ালঃ

  • এবার “Havij” পোর্টেবল বা হাভিজ ওপেন করুন। Run Havij 1.5 Pro ক্লিক করুন । তাহলে নিচের মতো আসবে। 
  •  বিঃদ্রঃ ছবির উপরে ক্লিক করলে বড় আকারে দেখতে পাবেন
  • এবার Error পাওয়া সাইটির লিংকটি এখানে দিন ও “Analyze” বাটনে ক্লিক করুন। (উপরের চিত্রটি দেখুন)।
  • আমি এই সাইট টি নিলাম । http://name-shame.co.uk/contents.php?id=842
  • এবার কিছুক্ষণ অপেক্ষা করুন। তাহলে টুলসটি ওয়েবসাইটটি পরীক্ষা করবে।
  • যদি কাজ হয়, তাহলে এই রকম ম্যাসেজ দিবে।
"Current DB: XXXX"
  • নিচের ছবিটি দেখূন।

  • এবার “Tables” tab এ যান।
  • এবার “Get Tables” এ ক্লিক করুন।

  • এবার বামপাশের প্যানেলে দেখুন অনেক গুলো ড্যাম্প ফাইল পাওয়া গেছে ( নিচের ছবিতে ) ।
  • এবার Users সিলেক্ট করলাম । কারন Users এ আমরা ইউজার নাম আর পাসওয়ার্ড পাবো ।
  • এবার “Get Columns” এ ক্লিক করুন।
তাহলে, আপনি টেবিলের ড্যাম্প ফাইলগুলো পেয়ে যাবেন।


    • এখন আমরা admin ID, Password  হ্যাক করতে চেষ্টা করব।
    • এখন user_id এবং user_pass টি চেক করুন।
    • এখানে মাত্র ১ জনই ইউজার পাবেন। যদি আপনি কোন ইউজার না পান, তাহলে আপনি এখানে হ্যাক করতে পারবেন না।
    • এবার “Get Data” বাটনে ক্লিক করুন।

    • তাহলে উপরের ছবির মতো User id এবং password আসবে।তাহলে আপনি Username, Password  তথ্যগুলো দেখাবে।
    • এবার আপনাকে  User id এবং password দেওয়ার জন্য Admin পেজ খুজে বের করতে হবে ।
      “Find Admin” ট্যাবে ক্লিক করুন।
    • এবার আপনি আপনার ভিকটিমের ওয়েবসাইটির নাম টাইপ করুন administration panel বের করার জন্য।
    •  তাহলে এটি আপনাকে Administration Panel login দেখিয়ে দেবে।
    • তবে মনে রাখবেন .php?id=XX লাগাবেন না ।
    • “Path to Search” বক্সে সম্পূর্ণ URL টি লিখবেন ।
    • এবার “Start” বাটনে ক্লিক করুন। তাহলে আপনাকে Administration Panel login page টা দেখাবে।
    • তাহলে আমরা  Administration Panel পেলাম।

    • এবার admin panel login পেজে যান ও আগের পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে এডমিন পেজ লগইন করুন।
    • ব্যাস কাজ শেষ । হ্যাক হয়ে গেল ওয়েবসাইট । এবার ইচ্ছা মত তাণ্ডব চালান হ্যাক করা ওয়েবসাইট এ ।  
    •  Vulnerable Site খুজতে সমস্যা হলে আপনার জন্য আমি দিলাম ৮০০ Vulnerable Site এর লিংক । 800 Vulnerable Sites List Download>>>>

    এই পোষ্টটির অপব্যবহার করবেন না। এটি শুধু মাত্র শিক্ষামূলক পোষ্ট। পোষ্টের অপব্যবহারে কেউ ক্ষতিগ্রস্থ হলে আমি বা টেকনোট্রিক বিডি দায়ী থাকবে না।

    হ্যাকিং সম্পর্কে আরও আলোচনা হবে।তাই টেকনোট্রিক বিডি এর সাথে থাকুন । 

    ধন্যবাদ ।   

    13 on: "আসুন প্রফেশনাল পর্যায়ের ওয়েবসাইট হ্যাকিং শিখি সহজে"
    1. ভাই আপনার হ্যাকিং এর টিপস গুলো ভাল লাগে ।

      ReplyDelete
    2. Kamrul Hasan MuradJuly 13, 2012 at 11:00 AM

      ভাই আপনার হ্যাকিং এর টিপস গুলো ভাল লাগে ।
      আপনের সফটার টা কাজ করে না তো।
      component"Mscomclt.ocx" or one of its dependencies not correctly registred:a file is missing or invalied
      এই জিনিস টা দেখায । আমি এখন কি করি?
      আপনের সাতে আমার কিছু কথা আছে।আমার মবাইল নংঃ০১৮২৭৭৮৩০৬০
      আপনে আমাকে একটা কল দিযেন আমি কল দিব ।
      please please
      01827783060

      ReplyDelete
    3. vai please apner sate amar kisu kota silo amar mob te ektu call dan


      01827783060

      ReplyDelete
    4. ki vai somadhan dilan na

      ReplyDelete
    5. ki pro software dilen....kaj korena bhai.....

      ReplyDelete
    6. পচা software...............। ফালতু............ভাল software দিয়ান......

      ReplyDelete
    7. হাসান vai ki holo solve dan.................

      ReplyDelete
    8. ভার্সন ঠিকই তো আছে । ডাউনলোড করে ডাবল ক্লিক করুন । তারপর run havij pro তে ক্লিক করুন । তারপর ও যদি না চলে তাহলে অ্যান্টিভাইরাস অফ করে রুন করুন ।

      ReplyDelete
    9. via anty virus of kojo kaj hoi na.softower instral kor bo ki kora?

      ReplyDelete
    10. হুম মজা পাইলাম ইউজ কইরা :p

      ReplyDelete