Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

পাসওয়ার্ড দিন যেকোন এ্যাপলিকেশন বা সফটওয়্যারে

 

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । 
একটি কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলে বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতায় ভোগা স্বাভাবিক| আপনি যদি চান আপনার গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি (এ্যাপলিকেশন) আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না তাহলে সেটা অন্য ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ বা ব্লক করা বেশ কষ্টকর।
কিন্তু আপনি এ্যামপেথি সফটওয়্যার দ্বারা যেকোন এ্যাপলিকেশন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন।
 ডাউনলোড করুন >>
এবার সফটওয়্যারটি চালু করে (ব্রাউজ) বাটনে ক্লিক করে যে এ্যাপলিকেশন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাচ্ছেন সেটি খুলুন। এবার নিচে দুইবার পাসওয়ার্ড দিয়ে Protect বাটনে ক্লিক করলে এ্যাপলিকেশনটি পাসওয়ার্ড প্রোটেক্ট হবে। এখন থেকে উক্ত এ্যাপলিকেশনটি চালু করতে গেলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ছাড়া সফটওয়্যারটি চালু করা যাবে না।
এ্যাপলিকেশনটি আনপ্রোটেক্ট করতে চাইলে এ্যামপেথি সফটওয়্যারটি চালু করে একই ভাবে পাসওয়ার্ড দিয়ে Unprotect বাটনে ক্লিক করলেই হবে।
ফ্রি এই সফওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে।

2 on: "পাসওয়ার্ড দিন যেকোন এ্যাপলিকেশন বা সফটওয়্যারে"
  1. ভাল লেগেছে। আপনার কাছ থেকে আরো এ ধরনের পোষ্ট পাওয়ার আশা রাখি।

    ReplyDelete