Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

আসুন ব্লগার দিয়ে নিজের একটা ব্লগ তৈরী করি (পর্ব-০৪)

 

আসুন ব্লগার দিয়ে নিজের একটা ব্লগ তৈরী করি টিউটোরিয়াল পর্বগুলোর এটি ৪র্থ পর্ব।
আমার আজকের পর্ব হল Design পরিচিতি। প্রথমে ব্লগার এ  গিয়ে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলে নিচের মত একটি পেজ open হবে। চিত্রটি লক্ষ্য করুন।


‘ডিজাইন’ অপশনে ক্লিক করলে নিচের পেজটি open হবে।

উপরের চিত্রটি লক্ষ্য করুন।
১. এটি আপনার ব্লগের navbar এর কালার পরিবর্তনের জন্য ‘সম্পদনা’ বাটনে ক্লিক করলে নতুন একটি উইন্ডোসহ নিচের পেজটি আসবে এবং ইচ্ছামত কালার পরিবর্তন করে ‘সংরক্ষণ’ বাটন ক্লিক করুন।

২. এখানে আপনি আপনার ব্লগের শিরোনাম, বর্ণনা ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। পূর্বে আমরা দেখেছিলাম ‘settings’ ট্যাবে। পরিবর্তন করার জন্য ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করুন। নতুন একটি উইন্ডোসহ নিচের পেজটি আসবে। তাছাড়া আপনার ব্লগের টাইটেলের সাথে ছবিও যুক্ত করতে পারবেন। অপশন অনুযায়ী ছবি যুক্ত করে ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করুন।


৩. এটি আপনার ব্লগের উপরের বার। এখানে আপনি ব্লগের সৌন্দর্যের জন্য অন্য গেজেট যুক্ত করতে পারেন। (এই সাইড বার গুলোতে নতুন গেজেট কিভাবে যুক্ত করতে হয় তা পরবর্তী টিউনে দেখাব। ইনশা আল্লাহ)
৪. এটি আপনার ব্লগের  ডান সাইড বার। এখানেও আপনি ব্লগের সৌন্দর্যের জন্য অন্য গেজেট যুক্ত করতে পারেন।
৫. আপনার পোষ্টকৃত ব্লগের সাধারণ অপশনগুলো এখান থেকে পরিবর্তন করতে পারেন। যা পূর্বে ‘settings’ এ করেছিলাম। পরিবর্তন করার জন্য ‘সম্পাদনা’ বাটনে ক্লিক করুন। নতুন উইন্ডোসহ নিচের পেজটি আসবে। প্রয়োজন অনুযায়ী সম্পাদন করে ‘সংরক্ষণ’ বাটন ক্লিক করুন।

৬. এটি আপনার ব্লগের নিচের বার। তার নিচে অবস্থিত বারদ্বয় বামে ও ডানের সাইড বার। সাইডবার গুলোতে কিভাবে গেজেট যুক্ত করতে হয় তা পরের টিউনে দেখাব। আর হ্যাঁ, এই সেকশনে আপনি কোন পরিবর্তন করলে অবশ্যই আসল উইন্ডোর ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করবেন। বুঝতে পারেন নি। নিচের ছবিটি লক্ষ্য করুন।

এভাবে আপনি আপনার নিজের একটা ব্লগ তৈরি করে ফেলুন ।
সবাইকে ধন্যবাদ ।

0 on: "আসুন ব্লগার দিয়ে নিজের একটা ব্লগ তৈরী করি (পর্ব-০৪)"