Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

আসুন ব্লগার দিয়ে নিজের একটা ব্লগ তৈরী করি (পর্ব-০১)

 

 প্রত্যেকেরই নিজের একটি ব্লগ বা ওয়েব সাইটের আশা থাকে । তা আমরা সবাই জানি। যেহেতু ওয়েব সাইট কিনতে হয় তাই আমরা একটি ওয়েব সাইট কেনার সামর্থ্য রাখি না। সবার কেনার সামর্থ্য থাকে না। ব্লগের মাধ্যমেও একটি সাইট তৈরী করা যায়। অর্থাৎ ওয়েব সাইটের চাহিদা ব্লগ দ্বারা পূরণ করা যায়। তাই আমি আপনাদের সাথে একটি চেইন টিউন শুরু করতে যাচ্ছি। টিউনটি হল ব্লগার দিয়ে কিভাবে আপনারা একটি ব্যক্তিগত বা অফিসিয়াল ব্লগ তৈরী করতে পারেন।

আজ প্রথম পর্বে আমি দেখাব ব্লগারে কিভাবে Registration এবং Post করতে হয়। আপনার একটি gmail একা্‌উন্ট থাকতে হবে। না থাকলে Gmail.com থেকে নতুন একাউন্ট করে নিন।
Blogger গেলে নিম্নের মত একটি পেজ ওপেন হবে।


যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে তাহলে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন । 
আর না তাকলে get started  বাটনে ক্লিক করলে একটি ফরম আসবে।ফরমটি সঠিক ভাবে পূরণ করুন ।

চালিয়ে যান বাটনে ক্লিক করুন। তারপর নিচের মত এখানে আপনি বিষয়ে যে সাইটটি খুলবেন তার শিরোনাম দিন প্রথম বক্সে। দ্বিতীয়টি হল আপনার ডোমেইন নাম। যার মাধ্যমে আপনার সাইটি সারা বিশ্বে উন্মোচিত হবে। এটি আপনার পছন্দ অনুযায়ী হতে পারে।

যেমন : myblog.blogspot.com । পূরণ হয়ে গেলে ‘চালিয়ে যান’ বাটনে ক্লিক করুন। যদি অন্য কেউ এই নামটি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে ব্লগ আপনাকে জানিয়ে দিবে। এবং আপনাকে নতুন নাম বাচাই করতে হবে। তারপরের পেজে আপনাকে একটি টেমপ্লট নির্বাচন করতে বলবে। নির্বাচন করে ‘চালিয়ে যান’ বাটনে ক্লিক করুন।

তারপর আপনার ব্লগের কনর্ফামেশন পেজ দেখাবে।

অর্থাৎ congratulation! হয়ে গেল আপনার ব্লগ তৈরী। এখন পোষ্টিং এর পালা। এখন ‘চালিয়ে যান’ বাটনে ক্লিক করলে নিচের মত একটি পেজ………..

এই পেজটি হল আপনার Dashboard। এখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। এখন ‘নতুন পোষ্ট’ বা `new post’ বাটনে ক্লিক করুন। এরপর নিচের পেজটি আসবে।

উপরের চিত্র অনুযায়ী কাজ সম্পাদন করলে নিচের পেজটি আসবে.

অর্থা আপনার পোষ্টটি প্রকাশিত হয়েছে। এবার আপনি চাইলে পোষ্টটি দেখতে পারেন। পোষ্টে কোন ভুল থাকলে ‘পোষ্ট সম্পাদন করুন’ বাটনে ক্লিক করুন। নতুন পোষ্ট তৈরী করতে চাইলে ‘একটি নতুন পোষ্ট তৈরী করুন’।
সবাইকে ধন্যবাদ ।

0 on: "আসুন ব্লগার দিয়ে নিজের একটা ব্লগ তৈরী করি (পর্ব-০১)"