Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

ছবি এডিট করা কত সহজ ! প্রফেশনালদের মতো এডিট করুন

 

আজকে এমন একটা ছোট কিন্তু কাজের সফটওয়্যার দিব যেটা দিয়ে বাচ্চারাও নিজের ছবি এডিট করতে পারবে।
ভাবছেন ফটোশপের মতো হবে না? আরে ভাই জানেনতো ছোট মরিচের ঝাল বেশি।
ঠিক তেমনি এটাও এমন কাজের যে আপনি যদি এটা দিয়ে ছবি এডিট করেন তারপরেও কেউ বুঝতে পারবে না এটা অন্য সফটওয়্যারের
কাজ। না জানা থাকলে সবাই চোখ বন্ধ করে বলে দিবে এটা ফটোশপ ব্যতীত সম্ভব নয়।
আর সব চেয়ে মজার এবং আনন্দের কথা হলো এটা দিয়ে এত তাড়াতাড়ি কাজ করা যায় যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট
 হবে।এতক্ষন যে সফটওয়্যারের গুনগান গাইলাম তার নাম হলো PhotoInstrument
মাত্র ৮ মেগাবাইটের এই সফটওয়্যারটি আমি নিশ্চয়তা দিতে পারি সাধারন ব্যবহারকারিদের জন্য ফটোশপের বিকল্প।

যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ

  1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন । 
  2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
  3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
  4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন। 
  5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
  6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
এছাড়া আরো কত কি!
এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।
ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।

আগে


পরে


ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।

আগে


কাজ চলছে....


পরে


মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।

আগে


পরে


বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।




ভাবছেন ব্যবহার করা কঠিন? মোটেও না। সাথে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। চোখ বন্ধ করে ছবি এডিট করতে পারবেন।



ডাউনলোড লিঙ্কঃ

Download PhotoInstrument 5.5

Register Password: technotrickbd

মাত্র ৮ মেগাবাইট। ফুল ভার্শন করা । তাই শুধু ইন্সটল করলেই ফুল ভার্শন হয়ে যাবে।
আশা করি সবার কাজে লাগবে।

ডাউনলোড ও ইন্সটল জনিত কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন ।
ধন্যবাদ সবাইকে।

8 on: "ছবি এডিট করা কত সহজ ! প্রফেশনালদের মতো এডিট করুন"
  1. খুব ভাল লাগল । ধন্যবাদ ।

    ReplyDelete
  2. osome jinish.....

    ReplyDelete
  3. অসাম সালা!!

    ReplyDelete
  4. darun..........ki bole je donnobad dei...

    ReplyDelete
  5. Niceeeee Soft. Just wowed.

    ReplyDelete
  6. ami install dilam and sundor kaz o kora jay tobe save korte gele ragistration korar jonno bole. Registration later dileo save hoy na. Plz help me admin.

    ReplyDelete
  7. Sir eta full version na. save korar somoy registration korte bolchhe , pls help me sir.

    ReplyDelete