Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

লেখা পড়ে শোনাবে সফটওয়্যার এবং অডিও ফাইল হিসেবে সেভ করতে পারবেন

 

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । 

একটি লেখা পড়ে শোনাবার সফট নিয়ে এলাম আপনাদের জন্য। একটু ভিন্ন ধাঁচের। 
এটি শুধু লেখা পড়েই শোনাবে না, সাথে সাথে গোটা টেক্সট ফাইলকে অডিও ফাইলে রুপান্তর করতে সক্ষম। আপনি যখন খুশি wav কিংবা mp3 ফরম্যাটে সেটা শুনে নিতে পারেন ও লেখার ভুল ত্রুটিকে সংশোধন করে নিতে পারেন।

আজ আপনাদের যে সফট এর কথা বলছি সেটি হল Balabolka নাম এবং মাত্র ৬.৮ মেগাবাইটের। এটি একটি ফ্রী সফট। কোন সিরিয়াল কিংবা ক্র্যাকের প্রয়োজন নেই।
এখান থেকে ডাউনলোড করুন
এরপর ইন্সটল করুন। 
ইন্সটল শেষে ডেস্কটপ আইকন থেকে ওপেন করুন  । 





এখানে আপনি নিম্নের ধাপ অনুসরণ করে লেখা পড়ে শোনার কাজ ও অডিও ফরম্যাটে কিভাবে সেভ করা যায়, তা দেখে নিন।
  1. File থেকে Open করুন টেক্সট ফাইল ( অবশ্যই ইংরেজী হতে হবে)।
  2. এখানে (Read Aloud) এ ক্লিক দিয়ে টেক্সট টির অডিও শুনতে পারেন।
  3. এখানে ( Save Audio File) এ ক্লিক দিয়ে আপনি wav অথবা mp3 ফরম্যাটে টেক্সট টি অডিওতে রুপান্তর করে সেভ করে নিতে পারেন। প্রয়োজনে লেখার ভুল ত্রুটি দেখে নিতে পারেন।
তারাতারি ডাউনলোড করে নিন ঝটপট এবং উপভোগ করুন।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক দিবেন ।  
সবাইকে ধন্যবাদ ।

0 on: "লেখা পড়ে শোনাবে সফটওয়্যার এবং অডিও ফাইল হিসেবে সেভ করতে পারবেন"