আপনারা কি জানেন কম্পিউটার বন্ধ করার সময় ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করা পেইজ ফাইল মুছে ফেলে RAM এর গতি বাড়ানো যায়,এত হয়ত অনেকেরি জানা নেই…এজন্য প্রথমে start থেকে control panel-এ যান। এখান থেকে administrative tools- এরপর local security policy আবার security settings আবার local policies এরপর security options ঠিকানায় যান। এরপর ডান পাশের shutdown:clear virtual memory page file অপশনে ডাবল ক্লিক করুন এবং অপশনটি enable করে ok দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual memory page file স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে & RAM এর গতি বাড়বে। এভাবে আপনি আপনার কম্পিউটার এর গতি বাড়াতে পারেন। আশা করি এই টিপসটা সবার কাজে লাগবে।
Subscribe to:
Post Comments (Atom)
0 on: "মিনি টিপসঃ RAM এর গতি বাড়ান।"