Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

Java Supported মোবাইলে থেকেই জিপ ফাইল খুলুন অনায়াসে

 

মোবাইলে থেকেই জিপ ফাইল খুলুন অনায়াসে 
নানা কারণে ফাইল জিপ করতে হয়। জিপ করার ফলে ফাইলের আকার সংকুচিত থাকে এবং কম জায়গায় অনেক ফাইল একত্রে রাখা যায়। কম্পিউটার থেকে জিপ ফাইল খোলার বিভিন্ন সফটওয়্যার আছে।কিন্তু মুঠোফোন থেকে জিপ ফাইল খোলা ...বা তৈরিও করা সহজ না। আপনি ইচ্ছে করলে ‘পাওয়ার গ্রাসপ’ নামের একটি জাভা সফটওয়্যারের সাহায্যে সহজেই মুঠোফোন থেকে জিপ ফাইল তৈরি করতে এবং খুলতে পারবেন।

মাত্র ২১৮ কি......লোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি যেকোনো জাভা-সমর্থিত মুঠোফোনে কাজ করবে। সফটওয়্যারটি

  http://www.mediafire.com/?oqyn1nq5lzbhiaj  
ঠিকানা থেকে আপনার মুঠোফোনে নামিয়ে নিন। যদি আপনি কোনো জিপ ফাইল খুলতে চান, তাহলে সফটওয়্যারটি চালু করে Open অপশনে যান, কোন ফোল্ডারে আপনার জিপ ফাইলটি আছে দেখিয়ে দিন। জিপ ফাইলটি সিলেক্ট করে ওপেন করুন। তাহলেই জিপ ফাইল খুলে যাবে। আর যদি জিপ ফাইল তৈরি করতে চান, তাহলে সফটওয়্যারটি চালু করে Create Archive অপশনে যান। এর পরে জিপ ফাইলটির জন্য একটি নাম নির্বাচিত করুন, Compress To অপশনে যান। কাঙ্ক্ষিত জিপ ফাইলটি সিলেক্ট করে নির্দিষ্ট ফোল্ডারে সেভ করুন। তাহলেই জিপ ফাইল তৈরি হয়ে যাবে।

ভালো লাগলে লাইক দিন

0 on: "Java Supported মোবাইলে থেকেই জিপ ফাইল খুলুন অনায়াসে"