সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন।একটা জিনিস চালু করতে হয়ত দেরি লাগতে পারে, কিন্তু বন্ধ করতে এত দেরি হবে কেন? কম্পিউটার বন্ধ হতে এখন থেকে মাত্র ২-৩ সেকেন্ড লাগবে।
তবে তার আগে আপনার পিসিতে যতগুলো প্রোগ্রাম এবং ফোল্ডার চালু আছে সবগুলো অফ করে দিন। তারপর যা করতে হবে…
১. কিবোর্ড থেকে Ctrl+Alt+Del চাপুন, টাস্ক ম্যানেজার ওপেন হবে।
২. Shut Down এ ক্লিক করুন।
৩. Ctrl কী চেপে ধরে Turn Off এ ক্লিক করুন।
ব্যস, খেল খতম
thanks
ReplyDelete