Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

প্রতিদিন অটোমেটিক ভাবে ডেক্সটপ ওয়ালপেপার চেঞ্জ হবে অসাধারন HD ওয়ালপেপার দিয়ে। (Bing Desktop Background Changer)

- No comments
আপনার কম্পিউটারের ওয়ালপেপার প্রতিদিন অটোমেটিক ভাবে চেঞ্জ করতে চান , কোন ঝামেলা ছাড়াই!! তাহলে এই পোষ্ট টি আপনার জন্য...

Bing Desktop Background Changer

সুবিধা সমুহঃ
 ১. অসাধারন HD ওয়ালপেপার। 
২. প্রতিদিন নতুন নতুন ওয়ালপেপার, পুরনো ওয়ালপেপার কখনো রিপিট হবে না।
 ৩. প্রতিদিন অটোমেটিক ভাবেই চেঞ্জ হবে। আপনাকে কিছুই করতে হবে না।

 এক্সটাঃ
 ১. প্রতিদিন ওয়েদার( আবহাওয়া ) ফীড, মানে ঢাকার আজকের তাপমাত্রা কত ডিগ্রি তা দেখাবে।
 ২. ফেসবুকের সাথে লিঙ্ক করলে ফেসবুক ফিড এখান থেকেই সরাসরি দেখতে পারবেন।
 ৩. অসাধারন লুক।

 মোট কথা আপনি একবার ইনষ্টল করেই দেখুন, আপনার পছন্দ হবেই...

ওয়ালপেপার গুলো যেমন হবেঃ




স্কিন শর্টঃ







এটার সবচেয়ে বড় সুবিধা হল মিনিমাইজ করলে অটোমেটিক হাইড হয়ে যাবে সফটওয়্যার টি... সহজ কথায় কোন প্রকার ঝামেলা নেই... তাহলে ডাউনলোড করুন এই অসাধারন সফটওয়্যার টিঃ



ডাউনলোডঃ BingDesktopSetup.exe - 9.8 MB


বিঃদ্রঃ ওয়ালপেপার চেঞ্জ হতে নেট কানেকশন আবশ্যক।


আমার সাথে যোগাযোগ করতে আমাকে সরাসরি ফেসবুকে ম্যাসেজ করুন অথবা আমার সাইট ভিজিট করুন। ফেসবুকঃ হৃদয় ভারাবী
ওয়েবসাইটঃ এখানে ক্লিক করুন।

উইন্ডোজ এর যে কোন ভার্সন কে বানিয়ে ফেলুন উইন্ডোজ ৮/৮.১/১০ স্কিন প্যাক দিয়ে

- 1 comment
10
খুব সহজেই আপনার উইন্ডোজ না পাল্টিয়ে উইন্ডোজ XP বা কে দিয়ে দিন উইন্ডোজ বা ৮.১ কিংবা ১০ এর লুক। বানিয়ে ফেলুন আপনার ইচ্ছা মত অপারেটিং সিষ্টেম। একদম পুরোপুরি ইউন্ডোজ /১০ হয়ে যাবে, মানে উইন্ডোজ XP/ এ থাকা অবস্থাতেই আপনি ৮.১/১০ এর সব সুবিধা পাবেন যেমন ষ্টার্ট মেনু অপশন, মেট্রো উইন্ডো,ষ্টার্ট মেনু অপশন(Win 10), মাল্টি ডেস্কটপ(win 10) উইন্ডোজ ৮.১/১০ এর মত সেটিংস, কালার, ব্যাকগ্রাউন্ড, আইকন এমনকি লক স্কিন ও… নিচের স্কিন শর্ট গুলো দেখুন…

স্কিন শর্টঃ

উইন্ডোজ ৮.১ এর জন্যঃ

82
  81


83
84










স্কিন শর্টঃ

উইন্ডোজ 10 এর জন্যঃ




  একদম অসাধারণ। আপনি যদি XP অথবা Windows 7 ব্যাবহার করে থাকেন আর যদি চান আপনার XP বা Windows 7 টি Windows 8.1/১০ এর মত দেখাক, তাহলে এটি অবশ্যই আপনার জন্য। আমি নিজে ব্যাবহার করে দেখেছি, পছন্দ আপনার হবেই... এজন্য আপনাকে যা করতে হবে তা হল নিচ থেকে আপনার ইচ্ছা মত  Skin Pack টি Install করতে হবে।

আপনি কি স্কিন প্যাক নামের সাথে নতুন ?? তাহলে আপনাকে বলছি এটি থিম এর মত। মোবাইলে থিম ব্যাবহার করেছেন না, অনেকেটা সেরকম... মনে করেন যে আপনি Windows 7 এ Windows 8.1 এর থিম লাগালেন।


ইনষ্টল করা খুব সহজ, অন্য সাধারন সফটওয়্যারের মতই ইনষ্টল করুন...


তাহলে ডাউনলোড করে নিন এই অসাধারণ সফটওয়্যার গুলো...



এক্সপি এর জন্যঃ (XP তে সাপোর্ট করবে শুধু )

ডাউনলোডঃ 

Windows 8 - Win8_SkinPack_XP.zip - 11.9 MB 

Windows 8.1 - Win8.1_SkinPack_XP.zip - 28.0 MB 

Windows 10 - Win10_SkinPack_XP.zip - 6.4 MB


উইন্ডোজ / এর জন্যঃ (উইন্ডোজ এবং দুটোতেই সাপোর্ট করবে)

ডাউনলোডঃ 

Windows 8 - SkinPack_Win8_V1.0.zip 

Windows 8.1 - SkinPack_Win8.1_V2.0.zip - 33.9 MB 

Windows 10 - SkinPack_Windows10_V3.0.zip - 22.0 MB



Download System: 

download







আসুন খুব সহজে একটি Website বানাই। (একদম নতুনদের জন্য, Html Css Java কিচ্ছু জানার প্রয়োজন নেই )

- 1 comment

আমরা সব সময় ই চাই নিজের জন্য একটা ওয়েব সাইট বানাতে, কিন্তু Html , Css সস্পর্কে কোন জ্ঞান নাই বলে অনেকেই পারি না। আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। আগেই বলে রাখছি এটি একদম ই নতুনদের জন্য, তবে প্রফেশনাল রাও চাইলে ইউজ করতে পারেন। আমি আজ যে ট্রিপ দিবো এতে যে কেউ নিজের জন্য ওয়েব সাইট বানাতে পারবে। আসুন তাহলে শুরু করি। প্রথমে এখানে ক্লিক করুন , তাহলে নিচের মত একটি রেজিষ্টেশন পেইজ আসবে। এখানে আপনার নাম , ইমেইল দিয়ে রেজিষ্টেশন করুন।  l1 Get Started এ ক্লিক করার সাথে সাথেই আপনার প্রথম ধাপ শেষ, এবার নিচের মত পেইজ আসবে, সেখানে লেখা থাকবে Site, Blog , Store. এবার আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কেমন Website বানাবেন আপনার জন্য! w1 আপনি চাইলে সাইট বানাতে পারেন সব সিস্টেম একি রকম, আমি এখন আপনাকে ব্লগ বানানো দেখাবো, আসুন শুরু করি। তাহলে ব্লগ এ ক্লিক করুন।  এবার আপনাকে আপনার Website এর জন্য একটা থিম সিলেক্ট করতে বলবে, আপনি পেইজটায় দেখুন অনেক অনেক থিম আছে, অনেক কালারের, এমন কি আপনি আপনার যেটি পছন্দ হবে সেটির ও কালার চেঞ্জ করে নিতে পারবেন। নিচের ছবি টি দেখুন।  w2 আপনার যে থিম টি পছন্দ হবে সেটির উপরে মাউচ রাখলে নিচের কোনায় Choose বাটন পাবেন, সেখানে ক্লিক করুন তাহলে থিম সিলেক্ট হয়ে যাবে, আপনি চাইলে Choose করার আগে কালার বাটন গুলো তে ক্লিক করে কালার ও চেঞ্জ করে নিতে পারন। আমি নিচের থিম টি নিলাম।  আমাদের সাইটটি দেখতে এরকম হবে।  w3     থিম সিলেক্ট হয়ে গেলে আপনার নিচের মত একটি পেইজ আসবে, এখানে আপনাকে আপনার website ওয়ে জন্য লিঙ্ক সিলেক্ট করতে হবে। নিচের ছবিটি দেখুন আর আমার কালার করা জায়গা গুলো ভালো করে লক্ষ্য করুন।  w4   সবুজ মার্ক করা যায়গায় আপনার Site এর জন্য আপনার পছন্দের লিঙ্ক দিন। যদি কালো মার্ক করা যায়গায় টিক মার্ক উঠে তাহলে আপনি ওই লিঙ্ক টি সিলেক্ট করতে পারবেন। আপনি চাইলে আপনার সাইটের জন্য ডট কম ডোমেইন নিতে পারবেন এজন্য লাল মার্ক করা যায়গায় আপনার লিঙ্কটি লিখতে হবে, আগেই বলে রাখি ডট কম কিংবা এরকম কোন লিঙ্ক আপনার সাইটে দিতে হলে টাকা লাগবে, মানে হল আপনি যদি লাল মার্ক করা যায়গায় কিছু দেন তাহলে আপনাকে টাকা দিতে হবে তাদেরকে, আর আমি যেহেতু ফ্রি ওয়েবসাইট বানাবো তাই সবুজ মার্ক করা যায়গায় ই লেখবো, এটা ফ্রি। তাহলে এখন দেখুন কিভাবে করতে হবে। আমি একটা লিঙ্ক দিয়েছি দেখুন Pchelpbdtest এবং এটা Available দেখাচ্ছে তার মানে আমি এই লিঙ্ক টি নিতে পারবো। তাহলে আমার সাইটের লিঙ্ক হবে www.pchelpbdtest.weebly.com এবার নিচের Continue বাটন এ ক্লিক করুন।  w7 এবার উপরের মত একটি পেইজ আসবে, এবার ছবিটা ভালো করে লক্ষ্য করুন আমি সব কিছু ছবিতেই লিখে দিছি তবুও এখানে আরেকবার করে বলছি। প্রথমে My site লেখাটিতে ক্লিক করে Rename করে আপনার সাইটের নাম দিন , আপনি যে নামে সাইট বানাতে চান সে নাম, আমি এখানে Technology Life দিয়েছি। আপনি আপনার ইচ্ছা মত দিন। এবার ডান পাশের কোনায় দেখুন Publish নামের একটা বাটন আছে, এখানে ক্লিক করে আগে সাইট টি পাবলিশ করে নিন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ন।  w8   তাহলে উপরের ছবির মত আসবে, এটার আসার মানে আপনার সাইট টি পাবলিশ হয়ে গেছে, এবার আপনার সাইট এর যে লিঙ্ক টি দিছেন সেটা দেখাবে, দেখুব আমাদের টা দেখাচ্ছে,  Http://pchelpbdtest.weebly.com . এখানে আপনার সাইটের লিঙ্ক দেখাবে। এখানে ক্লিক করে আপনার সাইট টি দেখতে পারেন।  এবার আসুন মুল কাজে। উপরের কোনার ক্রস মার্ক এ ক্লিক করে আগের পেইজে ফিরে আসুন। এবার আপনাকে দেখাবো কিভাবে পোষ্ট করতে হয়। লাল মার্ক করা পেইজ লেখাতে ক্লিক করুন। তাহলে নিচের মত একটা পেইজ আসবে এখানে সবুজ মার্ক করা ঘরে Blog লেখা থাকবে সেটা Rename করে Home লিখুন তারপর নিচে Save বাটন এ ক্লিক করুন।  w9 মনে রাখবেন প্রতিবার কোন কিছু এডিট করার পর পাবলিশ বা আপডেট বাটনে ক্লিক করবেন।    এবার নিচের কোনায় New Post লেখাতে ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন এরকম একটি পেইজ আসবে। w5 এখানে New Post লেখার জায়গায় আপনার পোস্টের বিষয় লিখুন। এবার পোষ্টের বডিতে লেখা লেখতে চাইলে বা পাশের সাইট থেকে টেক্সট বাটনটি ড্রাগ করে এনে পোস্টের ভিতরে ছেড়ে দিন তাহলে টেক্সট লেখার বক্স আসবে, এভাবে আপনি যা দিতে চান, ছবি দিতে চাইলে ইমেন বাটন টি টেনে এনে ছেড়ে দিন, তাহলে ইমেজ আপলোড করতে পারবেন , এভাবে আপনার পোষ্ট টি লেখা শেষ হলে উপরের ডানপাশের কোনায় Post বাটনে ক্লিক করুন তাহলে পোষ্ট হয়ে যাবে। এবার জাষ্ট আপডেট দিন। তারপর আপনার ওয়েবসাইটে যান, দেখবেন নতুন পোষ্ট হয়ে গেছে... এবার আসুন বলি প্রতিবার আপনার ওয়েবসাইট টায় এডিট অপশনে যাবেন কি করে। খুব সহজ, এখানে গিয়ে Log in করুন। ব্যাস তাহলেই হল... এবার তাহলে Enjoy করুন আপনার নতুন ওয়েব সাইট। যেকোন প্রয়োজনে , কোথায় না বুঝলে বা হেল্প লাগলে কোন দিধা না করে আমার সাথে যোগাযোগ করুনঃ ফেসবুকে অথবা Skype তে। ফেসবুক এখানে Skype : Hridoy.varaby আর হ্যা আপনার নতুন সাইটের লিঙ্ক কমেন্টে দিতে ভুলবেন না যেন :) 

জানুন এমন একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে যা আপনার উপর নজরদারি করে না

- 1 comment
আপনি কি জানেন ??? আপনি অনলাইনে যা কিছু সার্চ করছেন, সবকিছুর উপর নজরদারি করা হচ্ছে এবং আপনার সার্চ এর তথ্য এবং ডাটা সংগ্রহ করা হচ্ছে । শুধু তাই এ নয়, সংগ্রহকৃত তথ্য এবং ডাটা বিজ্ঞাপনদাতার কাছে বিক্রি করা হচ্ছে ।
এছাড়াও আপনি পূর্বে কি কি সার্চ করেছেন, আপনি কি কি পছন্দ করেন তার উপর নির্ভর করে সার্চ ফলাফল দেখায় এবং ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন ফলাফল দেখায় ।


আপনি পূর্বে গুগলে কি কি সার্চ করেছেন তা দেখতে চাইলেঃ https://history.google.com/history/

 আপনি খেয়াল করলে দেখবেন যে আপনি বিভিন্ন ওয়েবসাইট ভিসিট করার সময় যে বিজ্ঞাপন গুলো আসে তা আপনার সার্চ এর উপর নির্ভর করে আসে ।
এ বিষয়ে বিস্তারিত জানতে দেখুনঃ http://donttrack.us/

এবার আসুন জানি এমন একটি সার্চ ইঞ্জিন সম্পর্কে যা আপনার উপর নজরদারি করে না । এই সার্চ ইঞ্জিন এর নাম হল duckduckgo.com
https://duckduckgo.com/
আপনার গোপনীয়তা রক্ষা করে এবং আপনার উপর নজরদারি করে না বলেই এই সার্চ ইঞ্জিন সকলের কাছে জনপ্রিয় । আপনার ব্যক্তিগত তথ্য, পরিচয়, স্থান ইত্যাদি অনুসরণ করে না, আপনার তথ্য বা ডাটা রেকর্ড করে না এবং বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করে না । DuckDuckGo সম্পর্কে আর জানতেঃ https://duckduckgo.com/about

আপনার গোপনীয়তা রক্ষা করতে ব্যবহার করুন DuckDuckGo ( ডাকডাকগো ) ।  

পোস্টটি লিখেছেনঃ moontasib

নির্দিষ্ট সময়ে আপনার কম্পিউটার Shutdown Or Restart করুন। (যেমন ৫ মিনিট, ১০ মিনিট কিংবা আপনার ইচ্ছামত সময় পর)

- 1 comment
Power-Management

Power Management

নির্দিষ্ট সময়ে আপনার কম্পিউটার Shutdown Or Restart করুন ছোট্ট একটি সফটওয়্যার দিয়ে। যেমন ৫ মিনিট , ১০ মিনিট কিংবা আপনার ইচ্ছা মত সময় দিয়ে আপনি চাইলে ১ ঘন্টাও দিতে পারেন। আপনি সে অপশন টা সিলেক্ট করলেন ধরুন আপনি ১০ মিনিট পর Shutdown সিলেক্ট করলেন, তাহলে কাটায় কাটায় ঠিক ১০ মিনিট পর আপনার কম্পিউটার একা একাই Shutdown হয়ে যাবে। আপনি চাইলে Reboot মানে Restart অপশন সিলেক্ট করে আপনার কাঙ্ক্ষিত সময় পর রিষ্টার্ট দিতে পারবেন। পুরো কাজ টা হবে অটোমেটিক।

Power 1

সফটওয়্যার টি রান করলে প্রথমে উপরের উইন্ডো টি আসবে। এখান থেকে আপনাকে অপশন সিলেক্ট করতে হবে যে আপনি কোনটি করতে চান। যদি আপনি Shutdown করতে চান তাহলে এন্টার ইওর চয়েজ এ 1 লিখে Enter চাপুন। যদি Reboot মানে Restart করতে চান তাহলে 2 লিখে Enter চাপুন। যদি আপনি 1 লিখে Enter চাপুন তাহলে নিচের উইন্ডো টি আসবে।

power 2

এখানে এন্টার ইওর টাইম এ আপনার কাঙ্ক্ষিত সময় দিন। ১০ মিনিট ৫ মিনিট ২০ মিনিট আপনার যা ইচ্ছা তবে মনে রাখবেন সময় অবশ্যই মিনিটে দিতে হবে, যেমন ধরুন আপনি ১ ঘন্টা পর করতে চান তাহলে আপনাকে ১ নয় ৬০ লিখতে হবে কারন সময় দিতে হবে সব সময় মিনিটে। কারন ৬০ মিনিট মানে ১ ঘন্টা। ধরুন আপনি ৫ মিনিট দিলেন মানে ৫ চেপে Enter দিলেন, তাহলে নিচের উইন্ডোটি আসবে

power 3

এর মানে আপনার কম্পিউটার ৫ মিনিট পর Shut Down হয়ে যাবে।

Reboot বা Restart এর সিষ্টেম টা ও একি রকম। তাই এটা আর বলছি না।

Power 4

এখন ধরুন আপনি ভুল করে Shutdown বা Restart এর সময় দিয়ে ফেলেছেন , কিন্তু এর আর চান না যে আপনার কম্পিউটার ওই সময়ে Shutdown বা Restart হোক। তাহলে কি করবেন?? চিন্তার কোন কারন নেই। আপনার জন্য রয়েছে অপশন 3 Abort. কাজ টা খুব সহজ আরেকবার Power Management সফটওয়্যার টায় ঢুকুন আর 3 চেপে Enter দিন। কাজ শেষ , তাহলেই Cancel হয়ে যাবে। পাশের ছবির মত। 

তাহলে এবার ডাউনলোড করে নিন এই অসাধারন সফটওয়্যার টি।

অথবা

link one Download system:


aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2

হ্যাক করুন Temple Run 2( Unlimited Coin and Gems)

- 2 comments

Temple-Run-2-Cheats-3 j



Temple Run 2

Unlimited Coin & Gems


হ্যাক করুন Temple Run 2.


খুব সহজ , মাত্র ১ মিনিটের ব্যাপার। আর আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কয়েন ও জীম...
যা যা করতে হবেঃ

১. প্রথমে নিচের ফাইলটি ডাউনলোড করুন(zip File)



অথবা


Download











  1. আনজীপ করুন ফাইল টি। com.imangi.templerun2 নামের একটি ফোল্ডার আসবে। এই ফোল্ডার টিকে আপনার ফোনের sdcard এর data নামের ফোল্ডার এ পেষ্ট করুন। ব্যাস কাজ শেষ। এবার Temple Run 2 ওপেন করুন। আর দেখুন ম্যাজিক :)




    link one Download system:


    aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa2

    Candy Crush Saga Facebook আনলিমিটেড সবকিছু( লাইফ, গোল্ড, বুষ্টার)

    - 2 comments

    candycrush

    Candy Crush Saga Facebook আনলিমিটেড সবকিছু( লাইফ, গোল্ড, বুষ্টার)