Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

ফেসবুকে লাইক নিন দ্রুত...।

- 8 comments
আশা করি সবাই ভাল আছেন । আজকের এই পোস্টটি তাদের জন্য যারা ফেসবুকে লাইক পাচ্ছেন না । আপনাদের আনেকেরি ফেসবুকে  ফ্যন পেইজ আছে কিন্তু লাইকের সঙ্খা খুবই কম বা ফেসবুকে পোস্ট করেছেন কিন্তু লাইক পাছেন না তারা এই লিঙ্কে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর Earn Coin এ গিয়ে Coin Earn করুন তারপর Add Websiteআ গিয়ে আপনার ফ্যন পেইজ এর Link দিন । দেখবেন ১ - ২ ঘন্টার মধ্যে লাইক পেয়ে গেছেন । এর মাধমে আপনি হাজার হাজার লাইকে পেতে পারেন............।

ডিক্স থেকে ইমেজ (ISO) তৈরী এবং মাউন্ট করা

- 1 comment
মাঝে মাঝে আপ্নারা এমন কিছু সিডি পাবেন যেগুলো হার্ডডিক্সে কপি করে চলালে চলে না। সেক্ষেত্রে সিডি রমে সিডি রেখে চালাতে হয় যা বেশ ঝামেলার বা সমস্যার সৃষ্টি করে। এসমস্যা থেকে রেহায় পেতে ভার্চুয়াল সিডি ড্রাইভে সিডির তথ্য রেখে চালাতে হয়।

এজন্য সিডির সকল তথ্য প্রথমে ইমেজ হিসাবে হার্ডডিক্সে সেভ করতে হয় এবং উক্ত ইমেজটিকে ভার্চুয়াল সিডি হিসাবে তৈরী করতে হয়। এছাড়াও বিভিন্ন কারণে সিডির তথ্য ইমেজ হিসাবে সংরক্ষণ করার প্রয়োজন পরে।

এই উভয় কাজটি করতে পারবেন আইএসও ডিক্স (isodisk) সফটওয়্যার দ্বারা। ৫২৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি www.isodisk.com থেকে ডাউনলোড করে ইনষ্টল করুন এবং কম্পিউটারটি রিস্টার্ট করুন।

এবার সফটওয়্যারটি চালু করে Create ISO Image from CD-ROM ট্যাব থেকে সিডি/ডিভিডি রমটি নির্বাচন (একাধিক হলে) করুন এবং সেভ বাটনে ক্লিক করে সুরক্ষিত কোন ফোল্ডারে সেভ করুন।

এবার ইমেজটি মাউন্ট করতে Mount ISOImage as Virtual Disk ট্যাব থেকে আপনার পছন্দের যেকোন ড্রাইভের (ধরি D:) ডানের ব্রাউজ বাটনে ক্লিক করে সেভ করা আইএসও ফাইলটি নির্বাচন করুন, তাহলে উক্ত কম্পিউটারে Z: নামে নতুন একাটি ভার্চুয়াল সিডি ড্রাইভ তৈরী হবে যাতে থাকবে আপনার সিডি থেকে ইমেজ করা সকল তথ্য।

এর পরে আনমাউন্ট করতে সফটওয়্যারটি চালু করে উক্ত ড্রাইভের ডানে X বাটনে ক্লিক করলেই হবে। তবে সফটওয়্যারটি আনইনস্টল করলে সকল ভার্চুয়াল ড্রাইভ সয়ংক্রিয়ভাবে আনমাউন্ট হয়ে যাবে।

ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে।

Magic in Windows

- 4 comments

আশা করি সবাই ভালই আছেন। আমি TechnoTrickBD এর একজন নিওমিত ভিসিটর। আজ ইছে করছে নিজে কিছু লিখি , তাই এই পোস্ট টি লিখলাম। আশা করি সবার ভালই লাগবে।

আমি আজ আপনাদের কম্পিউটার এর একটা Magic শিখাব ।
আপনারা সবাই নিশ্চয়ই কম্পিউটার এ ফোল্ডার তোইরি করতে পারেন ।  আপনি কি কখন "Con" লেখে কখন কোন ফোল্ডার তোইরি করেছেন। না করে থাকলে চেষ্টা করতে পারেন।  আমার এক বন্ধু একটি আই টি অফিসএ কাজ করে, আমি তার সাথে ৫০০ টাকার বাজি করি ও শেষ পর্যন্ত আমিই জিতি ।  আবার অনেকে বলে উইন্ডোজ এ এটা একে বারে অসম্ভব । কিন্তু এটা খুবই সহজ , এর জন্য আপনাকে একটি নিউ ফোল্ডার খুলে রিনেম দিয়ে লিখতে হবে Con , তার পর আপনার  Alt বাটন চেপে ধরে ডান পাশের Key প্যাড থেকে লিখতে  হবে ২৫৫।
আশা করি আপনি ও এটা নিয়ে কারো সঙ্গে বাজি করতে পারেন...।