Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

ফেসবুক টাইম লাইন Cover ও Profile Picture সম্পর্কে টিপস

- No comments
ফেসবুক ডিসেম্বর 2011 ব্যবহারকারীদের প্রোফাইল এর নতুন চেহারা হিসেবে Timeline যোগ করে । Timeline এর কাভার ছবি প্রত্যেক ফেসবুক ইউজার কে আলাদা আলাদা Stylist Look দেয় । 

কিভাবে ফেইসবুক Timeline কভার চিত্র তৈরী করবেনঃ
আপনি ফটোশপ দিয়ে বানাতে পারেন অসাধারণ ফেসবুক
Timeline কভার চিত্র । এ জন্য আপনাকে জানতে হবে Cover image এর Dimension.
Cover Image- 850px * 315px

Profile Image-180px * 180px কিন্তু টাইম লাইন এ এর আসল মাপ
125px * 125px


এছাড়াও আপনি নিচের ওয়েবসাইট গুলো থেকে টাইম লাইন ইমেজ Download করতে পারবেন । 

লিংক ১
লিংক ২

Click on the photo for Download 


ধন্যবাদ ।

‘বূমেড়্যাঙ’ দ্বারা নির্দিষ্ট সময়ে মেইল পাঠাতে পারবেন জিমেইল থেকে

- 1 comment
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । ভবিষ্যতের মেইল সেন্ড করা যাবে এখনই যা নির্দিষ্ট  দিনের নির্দিষ্ট সময়ে  সয়ংক্রিয়ভাবে সেন্ড হবে।
কোন নির্দিষ্ট দিবসে বা সময়ে আপনার কাউকে মেইল করা দরকার অথচ আপনি সেই সময়ে ইন্টারনেটে যুক্ত থাকবেন না। এমতবস্থায় মেইলটি আগেই পাঠাতে হয়, কিন্তু কোন ভাবে যদি নির্দিষ্ট সময়েই মেইলটি পাঠানো যেতো তাহলে কেমন হতো!
Schedule মেইল পাঠানোর এমনই সুবিধা পাওয়া যাবে বূমেড়্যাঙ জিমেইল দ্বারা যা গুগল ক্রোম এবং ফায়ারফক্সে চলবে।

বূমেড়্যাঙ প্লাগইনটি www.boomeranggmail.com থেকে ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন। এবার জিমেইলের (অথবা জিমেইল এ্যাপস মেইলের) উপরের ডানে Boomerang এ ক্লিক করুন এবং Allow বাটনে ক্লিক করে Authentication করুন।
এখন যে মেইল পাঠাতে চান তা কম্পোজে করে Save Now বাটনে ক্লিক করে সেভ করুন এবং Send Later ড্রপডাউনে ক্লিক করে কখন মেইল পাঠাতে চান তা নির্বাচন করুন, তাহলে Processing Massage দেখাবে এবং নির্দিষ্ট সময়ে মেইল সেন্ট হবে।
যদি কোন কারনে মেইল সেন্ট হবার পূর্বেই সময় পরিবর্তন করতে, তাৎক্ষনাত পাঠাতে বা বাদ দিতে চান তাহলে জিমেইলের (অথবা জিমেইল এ্যাপস মেইল) উপরের ডানে Boomerang এ ক্লিক করুন এবং যথাক্রমে Reschedule, Send Now বা Don’t Send বাটনে ক্লিক করে করতে পারেন।

সবাইকে ধন্যবাদ । 

মোবাইল কেনার আগে জেনে নিন বাংলাদেশে মোবাইল এর বর্তমান দাম

- 1 comment
মোবাইল কেনার আগে আপনি ইন্টারনেট থেকে জেনে নিতে পারেন বাংলাদেশে সকল মোবাইল এর বর্তমান দাম-দর । এর জন্য আপনাকে যেতে হবে মোবাইল মায়া নামে সাইট টিতে ।
মোবাই্ল গুলোর বাংলাদেশী সাম্প্রতিক মার্কেটপ্রাইস গুলো জানা যায় সাথে সাথে মোবাইলের ফিচারগুলোও দেখা যায়। আপনি মোবাইল গুলোর সম্পর্কে রিভিউ পাবেন ।
আপনি আপনার পছন্দ মত দামের ভাল মোবাইল টি খুজে পেতে সক্ষম হবেন ।
সবচেয়ে বড় কথা বর্তমান বাংলাদেশী মূল্য তো আছেই।
একদম প্রফেশনাল স্টাইলের সাইটটি শুধু বাংলাদেশীদের জন্য তৈরী।
ভিজিট করে আসুন http://www.mobilemaya.com

আপনার কম্পিউটারের যে কোন ড্রাইভ লুকিয়ে রাখুন

- 1 comment
আপনার কম্পিউটারের ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন ছোটো একটি উপায়ে ।মনে করুন, আপনার নির্দিষ্ট কোন ড্রাইভে আপনি আপনার পারসোনাল ডাটা রেখেছেন, কিন্তু অনিবার্য কারনে আপনার পিসি কারো কাছে একটি নির্দিষ্ট সময়ের জন্য রেখে যেতে হচ্ছে। আপনি চাচ্ছেন না আপনার ওই ড্রাইভে উক্ত ব্যাক্তি প্রবেশ করুক। তাহলে কি করা যায় আসুন দেখে নেই । 
আপনি ইচ্ছে করলে অতি সহজেই আপনার কম্পিউটার এর এক বা একাধিক ড্রাইভ লুকিয়ে রাখতে পারেন খুব সহজেই।এজন্য যা করতে হবেঃ


১) প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।
২) Group Policy নামে একটি পেইজ আসবে। বামদিক থেকে User Configuration এর সাবমেনু থেকে Administrative Templates এ সিঙ্গেল ক্লিক করুন।
৩) ডানদিকে Windows Components এ ডাবল ক্লিক করুন।
৪) Windows Components খুললে Windows Explorer এ ডাবল ক্লিক করুন।
৫) লক্ষ্য করুন, অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে "Hide these specified drives in my computer" অপশনটি খুজে বের করে ডাবল ক্লিক করুন।
৬) এবার Enabled অপশনটি মার্ক করে নিচে থেকে কোন কোন ড্রাইভ লুকিয়ে রাখতে চান তা সিলেক্ট করে Apply দিয়ে বেরিয়ে আসুন। এখন ডেস্কটপে এসে কয়েকবার Refresh করে My Computer খুলে দেখুন আপনার সিলেক্ট করা ড্রাইভটি/ড্রাইভগুলো অদৃশ্য হয়ে গেছে। 

ড্রাইভ আবার শো করতে চাইলেঃ যে ভাবে হাইড করেছেন,একই ভাবে আবারও Run দিয়ে gpedit.msc তে গিয়ে "Hide these specified devices in My Computer" এখানে গিয়ে Disabled করে দিন। এবার দেখুন আবার আগের মতো হয়ে গেছে।

সবাইকে ধন্যবাদ । 

উইন্ডোজ এর Welcome Screen এ যুক্ত করুন নিজস্ব মেসেজ

- 3 comments
এক্ষণ থেকে আপনি পারবেন উইন্ডোজ এর Welcome Screen এ নিজস্ব মেসেজ দিতে ।
নীচের পদ্ধতিটি অনুসরণ করুন আর যুক্ত করুন আপনার যেকোন মেসেজ ।
  • ১। Start>Run>Regedit টাইপ করে এন্টার চাপুন।
  • ২।এবার HKEY_LOCAL_MACHINE > SOFTWARE > Microsoft > Windows NT > CurrentVersion > Winlogon এ ক্লিক করুন।
  • ৩।এবার ডান দিক থেকে LegalNoticeCaption এ ডাবল ক্লিক করুন। মেসেজ এর Caption যা হবে তা টাইপ করুন।
  • ৪। এবার ডান দিক থেকে LegalNoticeText এ ডাবল ক্লিক করুন। আপনি কি মেসেজ দিতে চান তা এর মধ্যে টাইপ করুন।
এবার কম্পিউটার রিবুট করুন আর ফলাফল দেখুন ।

রিমুভ করতে হলেঃ
আপনি যেখানে LegalNoticeCaption এবং LegalNoticeText লিখেছেন সেখানের text গুলো মুছে দিয়ে রির্স্টাট করুন।
ধন্যবাদ ।

আপনার ফেসবুক status কে আকর্ষনীয় করার মত কিছু Text Image

- 1 comment

সেরা ১০টি ইন্টারনেট ব্রাউজার

- 1 comment
সবাইকে শুভেচ্ছা জানিয়ে। আশা করি ভালই আছেন সবাই। আজকে আমরা জানবো বিশ্বের সেরা ১০টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে। 
২০১২ সালের ১৮ মে মাইক্রোসফট ইন্টারনেট ব্রাউজার নিয়ে একটি জরিপ চালায়। মাইক্রোসফট এবং লেনোভো এর যৌথ উদ্যোগে করা এই জরিপে বিশ্বের সবচাইতে জনপ্রিয় ১০টি ইন্টারনেট ব্রাউজারের নাম প্রকাশ করা হয়।

1. Google Chrome(Rating-9.85) :
545 google chrome box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
১১ ডিসেম্বর ২০০৮ এ গুগল প্রথম তাদের ওয়েব ব্রাউজার Google Chrome বাজারে আনে। তখন ইন্টারনেট এক্সপ্লোরার এবং মজিলা ফায়ারফক্সের রাজত্ব। অনেক বিশেষজ্ঞই Google Chrome এর সাফল্য নিয়ে সন্দিহান ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই ইন্টারনেট ব্রাউজারটি আইটি বিশ্বের সেরা ব্রাউজারের জায়গা দখল করে নেয়। বিস্ময়কর ভাবে এই ব্রাউজারটির ব্যবহারকারী ৭০ মিলিয়ন ছাড়িয়ে যায় মাত্র ২ বছরে। ২০১২ সাল পর্যন্ত এর ব্যবহারকারী ১১৯ মিলিয়ন বলে জানিয়েছে ব্রাউজারটির স্বত্বাধিকারী গুগল। এই ব্রাউজারটির এরূপ অভূতপূর্ব সাফল্যের পেছনে প্রধান কারণ হচ্ছে ব্রাউজারটির স্পীড। তৎকালীন প্রথম সারিতে থাকা ফায়ারফক্স এর তুলনায় গুগল ক্রোম অত্যন্ত দ্রুতগতির ব্রাউজার বলে বিবেচিত হয়। দ্রুতগতির এই ব্রাউজারটি তে JavaScript virtual machine বা V8 JavaScript engine, সংযোজন করা হয়েছে যার কারনে ব্রাউজারটির সার্চিং স্ট্যাবিলিটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে। তার পাশাপাশি এই ব্রাউজারে রয়েছে অত্যন্ত সফিসটিকেটেড প্রাইভেসি সেটিংস, ইউজার ইন্টারফেস, ওয়েব স্টোর, এক্সটেনশনস আর দৃষ্টিনন্দন ফিচার, যা ইন্টারনেট ব্যবহারকারীদের হৃদয় জয় করে নেয়।
ডাউনলোড লিঙ্কঃhttps://www.google.com/intl/en/chrome/browser/?hl=en

2. Mozilla Firefox(Rating-9.33):
535 firefox box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
২০০৪ সালের ৯ নভেম্বর বাজারে আসে মজিলা ফায়ারফক্স। যারা এই ব্রাউজারটির জন্মদাতা ছিলেন তারা হলেন ডেভ হেয়াট, জো হেউইট আর ব্লেক রোজ। যারা একবিংশ শতাব্দীর প্রথম থেকে কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করছেন, তারা এই ব্রাউজারটির সাথে অত্যন্ত ভালভাবে পরিচিত। অন্যান্য ইন্টারনেট ব্রাউজার এর তুলনায় এতে রয়েছে অত্যন্ত ক্রিয়াশীল জাভাস্ক্রিপ্ট এনাবল সার্চিং ইঞ্জিন, অ্যান্টিস্পামিং সিকিউরিটি। তার পাশাপাশি সে সময়কার ইন্টারনেট এর তুলনায় এটি দ্রুত হওয়ায় অনেক ব্যবহারকারীর হৃদয় জয় করে ফায়ারফক্স। অনেক অন্যান্য প্রধান ইন্টারনেট ব্রাউজারের তুলনায় ফায়ারফক্সে গৃহীত হয়েছে একটি দরকারী অথবা সুসংগঠিত ওয়ার্ক স্ট্যাবিলিটি যার মাধ্যমে আপনি আপনার ডেস্কটপে অথবা মোবাইল ব্রাউজারে আপনার ইতিহাস, পাসওয়ার্ড, বুকমার্কস এবং আরও অনেক একসেস করতে পারবেন. ব্রাউজারটি তে এছাড়াও tabbed ব্রাউজিং আছে, আপনি একটি উইন্ডোতে ওয়েব পেজ মধ্যে দ্রুত নেভিগেট করতে পারবেন। তার পাশাপাশি এই ওয়েব ব্রাউজারটিতে সংযোজন করা হয়েছিল পপ-আপ উইন্ডো মোকাবেলা করার ক্ষমতা, যা সত্যিই তৎকালীন সময়ের তুলনায় অগ্রগামী ছিল। ২০১০ সালে সর্বমোট ৪০০ মিলিয়ন ইউজারের কথা নিশ্চিত করেছেন ফায়ারফক্স প্রজেক্টের কর্মকর্তারা। তবে এই হিসাবে এটি প্রথমে থাকার কথা থাকলেও গুগল ক্রোমের অধিক দ্রুত গতির কারণেই ফায়ারফক্সকে নেমে আসতে হয় দ্বিতীয় স্থানে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.mozilla.org/en-US/firefox/new/

3. Internet Explorer(Rating-9.03) :
534 internet explorer box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
নব্বইয়ের দশকে এই ব্রাউজারটি বাজারে ছেড়েছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেমের নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। উইন্ডোজ ৯৪ থেকে শুরু হওয়া এই ব্রাউজারের পথচলা আজো থেমে থাকে নি। এখনও অনেক গ্রাহকের চাহিদা পূরণ করা এক্সপ্লোরার এখনও সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। তবে এটা সত্য কথা যুগের চাহিদা সঠিকভাবে পূরণ করতে না পারায় দিন দিন কমছে এর জনপ্রিয়তা। এই ব্রাউজারটির ফিচারিং ছিল অসাধারণ। তার পাশাপাশি ডাউনলোডিং এর দ্রুত গতি ক্ষমতা থাকলেও নেই পপআপ উইন্ডো আটকানো এবং অপ্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট বন্ধ করার ব্যর্থতা,যা এর রেটিং কমিয়ে দেয়। বর্তমানে এর ব্যবহারকারী প্রায় ৫৭৮ মিলিয়ন।
ডাউনলোড লিঙ্কঃhttp://downloads.yahoo.com/internetexplorer/?AID=10881021&PID=3862354

4. Opera Mini(Rating-9.03) :
533 opera box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
২০০৪ সালের ২৪ জানুয়ারি অপেরা মিনি বাজারে আসে। এটি প্রাথমিকভাবে জাভা মোবাইল ও স্মার্টফোনের জন্য বাজারে ছাড়া হলেও পরবর্তীতে ডেস্কটপ ব্রাউজার পূর্ণরূপে বাজারে ছাড়া হয়। যদিও অপেরা ব্রাউজার তৈরীর কাজ শুরু হয়েছিল ১৯৯৪ সালে। ফিচারিং ভাল হলেও অনেক গ্রাহকেরই চাহিদা পূরণ করতে সক্ষম হয় নি ব্রাউজারটি।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.opera.com/

5. Safari(Rating-8.70) :
539 safari box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
বিশ্বের অন্যতম কোম্পানি অ্যাপল এই ব্রাউজারটি বাজারে এনেছিল। প্রথমে এটি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য বাজারে এলেও পরে এটিকে উইন্ডোজের জন্য বাজারে আনা হয়। কিন্তু ফিচারিং যুগোপযোগী না হওয়ায় এটিও জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.apple.com/safari/

6. Maxthon(Rating-8.03) :
536 maxthon box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
এই ব্রাউজারটি আমেরিকান ইন্টারনেট ইউজাররা বেশি ব্যবহার করেন। এতে অন্যান্য ব্রাউজারের মত অত ফিচার না থাকলেও এর নেটয়ার্কিং সিস্টেম প্রশংসার দাবি রাখে। আর দ্রুতগতির কারণেই এটি সেরা দশে স্থান পেয়েছে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.maxthon.com/

7. Rockmelt(Rating-7.38) :
54295 rockmelt box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
ফেসবুক এবং অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইটের জন্য এই ব্রাউজারটি বাজারে এসেছে। গুগল ক্রোমের আদলে তৈরী এই ব্রাউজারে সংযোজিত হয়েছে বিভিন্ন এক্সটেনশন সুবিধা। তবে ফেসবুক বা টুইটারের ক্ষেত্রে এটি ভাল কাজ করলেও এর অন্যান্য সুবিধা তেমন একটা উপকারী না হওয়ায় এটির স্থান হয়েছে সপ্তমে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.rockmelt.com/

8. Sea Monkey(Rating-6.95) :
54296 seamonkey box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
বিশেষজ্ঞরা বলেন এই ব্রাউজারটির ইন্টারনেট হুমকি প্রতিরোধ ব্যবস্থা অসাধারণ। কিন্তু ফিচারিং ও অন্যান্য সুবিধাদি শীর্ষস্থানীয় ব্রাউজারগুলোর মত না হওয়ায় এর অবস্থান অষ্টমে। তবে অনেকেরই ধারনা এর উন্নতি ঘটাতে পারলে এটি বিশাল বাজার দখল করতে সক্ষম।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.seamonkey-project.org/

9. Deepnet Explorer(Rating-6.83) :
541 deepnet explorer box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
এটি একটি মোটামুটি মানের ইন্টারনেট ব্রাউজার। ফিচারিং এ কিঞ্চিৎ উন্নতি প্রয়োজন। তবে বিভিন্ন ব্রাউজারের মত এর সাধারণ সুবিধা পদ্ধতি মানসম্মত হওয়ায় এটি সেরা দশে স্থান পেয়েছে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.deepnetexplorer.com/download/download.asp

10. Avant Browser(Rating-6.58) :
542 avant browser box জেনে নিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সেরা ১০ টি ইন্টারনেট ব্রাউজার সম্পর্কে!
আধুনিক ব্রাউজারের তুলনায় এটি একটু পশ্চাদগামী। কিন্তু ডিজাইন এবং সিস্টেম অনেকেরই দৃষ্টি কেড়েছে। আর সেই কারণেই এটি সেরা দশে।
ডাউনলোড লিঙ্কঃhttp://www.avantbrowser.com/

ফ্রি ফেসবুক লাইক নিন, ফ্রি ওয়েবপেজ বা ব্লগ ভিজিটর নিন !!!

- 1 comment
আপনার ফেসবুক পেজ এ কি ফ্রি লাইক পেতে চান ???
আপনার ওয়েবপেজ বা ব্লগে কি ফ্রি ফ্রি ভিজিটর পেতে চান ????
আপনাদের জন্য Powerful Exchange System সহ একটা ওয়েবসাইট দিচ্ছি  http://PLusLike  এখানে আপনি পাবেন ফ্রি ফেসবুক লাইক , গুগল+, টুইটার follower, ইউটিউব views , ওয়েবসাইট ভিজিট ।
আর এই ওয়েবসাইট টা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য । যার ফলে আপনি পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশি ফ্যান বা followerআপনার ওয়েবপেজ বা ব্লগ ও পপুলার হয়ে যাচ্ছে বাংলাদেশিদের কাছে । আর প্লাসলাইক সাইট টি ব্যবহার করা সহজ ।
আমরা যারা facebook পেজ বা কোনো সাইট এর admin তাদের জন্য খুবই প্রয়োজনীয় ও ১০০% কার্যকর একটি সাইট হচ্ছে PlusLike নামের এই সাইটটি।
ধাপ:১:
 
প্রথমেই আপনাকে PlusLike সাইটে সদস্য হতে হবে Register করতে হবে । রেজিস্ট্রশন সঠিকভাবে সম্পন্ন হলে আপনার ইমেইল এ একটিভ লিংক যাবে সেটাতে ক্লিক করে আপনার একাউন্ট একটিভ করে নিন।
ধাপ ২:
 
এবার আপনার কয়েন অর্জনের পালা
এজন্য মেনুতে Earn coin --> Facebook এ ক্লিক করুন তাহলেই পেজের তালিকা চলে আসবে.. শুধু লাইক বাটনে চাপতে থাকুন আর পয়েন্ট অর্জন করতে থাকুন। কোন পেজর জন্য কত পয়েন্ট/কয়েন পাবেন সেটা পেজের নীচেই লেখা আছে।
এছাড়াও Earn coin -->Auto surf এ ক্লিক করুন তাহলে অটোমেটিক সব ওয়েবসাইট ভিজিট হতে থাকবে । যার ফলে আপনি অটোমেটিক কয়েন পাবেন । প্রত্যেকটি ওয়েবসাইট ৫ সেকেন্ড করে ভিজিট হবে । আপনি ইচ্ছা করলে Pause বাটন এ ক্লিক করে Pause করতে পারবেন ।
ধাপ ৩:
পয়েন্ট তো অর্জন হল এবার চলুন সেই পয়েন্ট খরচ করে নিজের পেজ এর লাইক বাড়িয়ে নেই। এ জন্য প্রথমেই আপনাকে আপনার ফ্যানপেজেটি ADD করতে হবে।
বামের মেনু থেকে Add Site এ ক্লিক করুন।
আপনি যদি ফেসবুক পেজ অ্যাড করতে চান এবার যে পেজ টি আসবে সেখানে উপর থেকে  Facebook অপশন সিলেক্ট করুন।
১. এখানে আপনার  ফ্যানপেজের URL লিখুন । যেমনঃ http://www.facebook.com/tecnotrickbd
২. এখানে পেজের টাইটেল  লিখুন
৩. আর প্রতি লাইকের জন্য কত পয়েন্ট দিবেন সেটা দিন।(CPC)
এবার Add Site এ ক্লিক করে সেভ করুন।
**আর আপনি যদি ওয়েবপেজ অ্যাড করতে চান তাহলে Traffic Exchange অপশন সিলেক্ট করুন।
১. এখানে আপনার ওয়েবপেজ এর URL লিখুন । যেমনঃ http://www.googlebd.com
২. এখানে ওয়েবপেজের টাইটেল  লিখুন
৩. আর প্রতি ভিজিটের জন্য কত পয়েন্ট দিবেন সেটা দিন।(CPC) পয়েন্ট বেশি দিলে আপনার ওয়েবপেজ আগে আসবে ।
এবার Add Site এ ক্লিক করে সেভ করুন।
ধাপ ৪:
এবার আপনার কাজ হল আপনার এড করা পেজে আপনার অর্জিত কয়েন সেট করা।
এই জন্য My Site এ ক্লিক করে উপর থেকে Facebook এ ক্লিক করলেই আপনার এড করা ফেসবুক পেজের নাম দেখতে পারবেন। এবার Add Coin এ ক্লিক করুন মানে + সাইন এ ক্লিক করুন ।
এবার কত পয়ন্টে সেট করবেন সেই সংখ্যাটি লিখুন। তারপর সেভ করুন। আপনার কাজ শেষ এবার অন্যরা আপনার পেজ লাইক করবে আর কয়েন অর্জন করবে তার বিনিময়ে আপনি পাবেন আপনার কাঙ্খিত লাইক।
My Site এ ক্লিক করে উপর থেকে Traffic Exchange এ ক্লিক করলেই আপনার এড করা web পেজের নাম দেখতে পারবেন। এবার Add Coin এ ক্লিক করুন মানে + সাইন এ ক্লিক করুন । এবার কত পয়ন্টে সেট করবেন সেই সংখ্যাটি লিখুন। তারপর সেভ করুন।
আর আপনিও কয়েন অর্জন করতে থাকুন।
বিঃদ্রঃ কয়েন অর্জনের আরেকটি সহজ উপায় হল রেফারেল সাইন আপ। আপনার রেফারেল একজন সদস্য হলেই আপনি পাবেন ৫০ কয়েন।
এভাবে পয়েন্ট অর্জন করা বেশি সহজ।
আপনি ইচ্ছা করলে আমাদের ব্যানার আপনার ওয়েবপেজ এ অ্যাড করতে পারেন । আমাদের ব্যানারে প্রতিটি ক্লিক এর জন্য আপনি পাবেন ১ কয়েন ।
আপনার রেফার লিংক বা ব্যানার কোড পাওয়ার জন্য Promote Site এ ক্লিক করলেই পেয়ে যাবেন।
সবাইকে ধন্যবাদ।
banner

কীবোর্ড এর মত শর্টকাট কি এখন মাউস এ | ক্লিকেই সব হবে

- 2 comments
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।কীবোর্ড এর মত শর্টকাট ব্যবহার করতে পারবেন এক্ষণ মাউস ক্লিকেই ।
সাধারণত মাউসে দুইটা বাটন থাকে। এখনকার কতক মাউসে তিন থেকে পাঁচটা বাটন থাকে তবে ডান এবং বাম বাটন ছাড়া বাকীগুলার নির্দিষ্ট কিছু কমান্ড নির্ধারিত থাকে। কিন্তু আপনি চাইলে মাউসের যেকোন বাটনে ইচ্ছামত কমান্ড নির্ধারণ করে দিতে পারেন।
এক্স-মাউস বাটন কন্ট্রোলার ( X-Mouse-Button-Controler) সফটওয়্যারের সাহায্যে যেকোন বাটনে কপি, পেষ্ট থেকে শুরু করে ৫০টিরও বেশী কমান্ড (এক বাটনে এক সময়ে যেকোন একটি) ব্যবহার করতে পারবেন। আপনি যেকোন অবস্থা বা উইন্ডো থেকে মাউসে উক্ত বাটন চাপলে পছন্দের সেই প্রোগাম খুলবে যা অনেকটা হট কী এর মত কাজ করে।
ডাউনলোড লিংক >>  ১.৫৫ মেগাবাইট



Screenshots:





Installation/Upgrade Information:


Version 2.0 introduces many new features. As such the configuration file is updated somewhat. Therefore it is not recommended to downgrade from v2.0 back to v1.53 or earlier unless you don't mind starting a new profile.


Since version 1.47 the upgrade installation will automatically close XMBC and the launcher service (if it is running) so you do not need to remove the old version before installing the latest.


By default, XMouse Button Control is configured to run automatically when you log on to Windows.



Requirements:

  • A mouse and driver that supports 5 buttons.
    NOTE: If your mouse has 5 buttons but the 4th and 5th buttons don't do anything in XP64 by default - this probably wont work for you. This software relies on the driver to send the default 4th and 5th mouse button messages which in XP64 default to BACK/NEXT in IE. Actually, a 2 or 3 button mouse can be customised but is there any point?!

  • Windows 2000/XP/2003/Vista/2008/7.
    X-Mouse Button Control supports both 32bit (x86) and 64bit (x64) editions of Windows XP and later.

ফায়ারফক্সে ওয়াপ সাইট ব্রাউজ করা

- No comments
ওয়াপ সাইট তৈরী করা হয় মোবাইল সহ পোর্টেবল ডিভাইজের উপযোগী করে, ফলে কম্পিউটার এর ব্রাউজারে ওয়াপ সাইটগুলো দেখা যায় না।
এমবস্থায় আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তাহলে একটি এ্যাড-অন্স ইনস্টল করলেই একই ব্রাউজারে ওয়াপ সাইট দেখতে পারবেন।
এ্যাড-অন্সের ডাউনলোড লিংকঃ
ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। এবার ব্রাউজ করুন ওয়াপ সাইট।
সবাইকে ধন্যবাদ । 

পাসওয়ার্ড দিন যেকোন এ্যাপলিকেশন বা সফটওয়্যারে

- 2 comments
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । 
একটি কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলে বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতায় ভোগা স্বাভাবিক| আপনি যদি চান আপনার গুরুত্বপূর্ণ সফটওয়্যারটি (এ্যাপলিকেশন) আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবে না তাহলে সেটা অন্য ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ বা ব্লক করা বেশ কষ্টকর।
কিন্তু আপনি এ্যামপেথি সফটওয়্যার দ্বারা যেকোন এ্যাপলিকেশন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন।
 ডাউনলোড করুন >>
এবার সফটওয়্যারটি চালু করে (ব্রাউজ) বাটনে ক্লিক করে যে এ্যাপলিকেশন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাচ্ছেন সেটি খুলুন। এবার নিচে দুইবার পাসওয়ার্ড দিয়ে Protect বাটনে ক্লিক করলে এ্যাপলিকেশনটি পাসওয়ার্ড প্রোটেক্ট হবে। এখন থেকে উক্ত এ্যাপলিকেশনটি চালু করতে গেলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ছাড়া সফটওয়্যারটি চালু করা যাবে না।
এ্যাপলিকেশনটি আনপ্রোটেক্ট করতে চাইলে এ্যামপেথি সফটওয়্যারটি চালু করে একই ভাবে পাসওয়ার্ড দিয়ে Unprotect বাটনে ক্লিক করলেই হবে।
ফ্রি এই সফওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে।

মাউস ছাড়া ফায়ারফক্সে ব্রাউজ করা

- No comments
অনেক সময় মাউস নষ্ট হলে বা অন্য কারণে মাউস ছাড়া কম্পিউটার ব্যবহার করা লাগতে পারে। যে কারণেই হোক না কেন মাউস ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার। আপনি যাদি ফায়ারফক্সে ব্রাউজ করে থাকেন আর মাউসলেস এ্যাড-অন্সটি ইনস্টল করা থাকে তাহলে সহজেই যেকোন লিংকে ঢুকতে পারবেন যা মাউস ক্লিক করার বিকল্প হিসাবে কাজ করবে।
এজন্য মূল সাইট  https://addons.mozilla.org/en-US/firefox/addon/879 থেকে ৭২ কিলোবাইটের এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন।
এবার ফায়ারফক্সটি পুনরায় চালু করে দেখুন প্রতিটি লিংকের ডানে সংখ্যা এসেছে। এখন উক্ত লিংকে একই উইন্ডোতে ঢুকতে Ctrl কী চেপে উক্ত সংখ্যা চাপুন, নতুন ট্যাবে ঢুকতে Alt কী চেপে উক্ত সংখ্যা চাপুন এবং Ctrl+ Alt কীদ্বয় একসাথে চেপে উক্ত সংখ্যা চাপলে নতুন উইন্ডোজে সাইটটি খুলবে।
আপনি চাইলে (Ctrl+Shift+Alt+M চেপে) মাউসলেস ব্রাউজিং অপশন থেকে এসব কী বা অনান্য তথ্য পরিবর্তন করতে পারেন।

গুগল সার্চের ফলাফল দেখুন ত্রিমাত্রিক টিউবে

- No comments
জনপ্রিয় সার্চ ইঞ্জিনে গুগলে আমরা সবসময় সার্চ করে থাকি।
ছবি, ওয়েবসাইট বা ভিডিও সার্চে ফলাল যদি ভিন্নভাবে দেখা যায় তাহলে কেমন হয়!
সার্চ কিউবে (www.search-cube.com) আপনি সার্চ করলে গুগলের ফলাফলই আসবে ভিন্ন রূপে। সার্চের সর্বোচ্চ ৯৬টি ফলাফল থাম্বনলে হয়ে একটি ত্রিমাত্রিক টিউবে প্রতিটি পৃষ্ঠে ১৬টি করে প্রদর্শিত হবে।
কীবোর্ডের এ্যারো কীর সাহায্যে টিউবটি সবদিকেই ঘোরানো যাবে। প্রাপ্ত ফলাফলের কোন ছবির উপরে মাউস ধরলে ডানে তার বিস্তারিত দেখাবে এবং ক্লিক করলে উক্ত লিংকে প্রবেশ করবে।
তবে ফলাফলের টিউবটি যেহেতু ফ্লাশের ফলে আপনার ব্রাউজারে ফ্লাম ৯+ ইনস্টল থাকতে হবে। এখানে সার্চের ফলাফল ছবি এবং ভিডিও বেশী দেখায়। ওয়েবসাইটের লিংক খুবই কম আসে।

সবচেয়ে সহজ উপায়ে ফেসবুক হ্যাক করুন

- 30 comments
আপনাদের আজকে দেখাবো কিভাবে সহজে ফেসবুক হ্যাক করতে হয় ? হ্যাকিং নিয়ে আমি আরও কিছু পোস্ট করেছি । অনেকে Request করেছে ফেসবুক হ্যাক করার একটা সহজ উপায় দিতে । তাদের Request এ আমি এই পোস্ট টি করছি ।
ফিশিং করে ফেসবুক হ্যাক করা যায় । এই ফিশিং কে কাজে লাগিয়ে একটা সহজ উপায় বের করেছি । না আপনাকে কোন কষ্ট করতে হবে না। আসুন তাহলে শুরু করি কিভাবে কাজটি করা যায় ।

প্রথমে আপনার ফেসবুক ফ্রেন্ড এর  Info থেকে তার ইমেইল এড্রেস টি জেনে নিন ।

এবার তার Wall বা message এ নিচের যে কোন একটি লেখা Scam পোস্ট করুনঃ

Recently Facebook introduced a new way to connect with more friends.This will help you to get more friends and more popularity.Don't heading out. Click on the link to get access.
http://bit.ly/MOcbqe

AWESOME!!!
HELLO PINK FACEBOOK!!! and Goodbye BLUE FACEBook!
Switch Your Facebook to 5 Different colors and themes here:
http://bit.ly/MOcbqe
  • Facebook now has a dislike button! Enable the feature. http://bit.ly/MOcbqe
  • Introducing Facebook viewers. http://bit.ly/MOcbqe
  • You won’t believe what she does! http://tinyurl.com/cx89l2a
  • Dad drops his daughter to try to catch a baseball on LIVE TV! http://bit.ly/MOcbqe
  • Find your profile blocker with new trick on facebook. http://tinyurl.com/cx89l2a
  • The “Facebook-Killer” http://bit.ly/MOcbqe
যদি আপনার বন্ধু মোবাইল দিয়ে ফেসবুক ব্যবহার করে তাহলে এরকম মেসেজ পাঠানঃ
 Want to access to facebook full site on mobile?Go to following link to view full site:
  http://bit.ly/MOcbqe

এগুলোকে বলা হয় ফেসবুক  Scam । আপনি এই Scam গুলো Fake ID দিয়ে আপনার বন্ধুর ওয়াল এ পোস্ট করতে থাকেন । আপনি ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতে কথা লিখে Scam বানিয়ে নিতে পারেন ।
কিন্তু আপনাকে আপনার কথার পরে http://bit.ly/MOcbqe এই লিংক টি দিতে হবে।

http://bit.ly/MOcbqe এই লিংক টি আপনার বন্ধু কে একটি নকল পেজ এ নিয়ে যাবে যা দেখতে অবিকল ফেসবুক এর মত। 

এবার আপনার ফেসবুক বন্ধু যদি ফাদে পরে এবং এই নকল ফিশিং পেজ এ Log in করে তাহলেই কাজ শেষ ।


এবার তার ID / Password জানতে আপনাকে নিচের লিংক এ যেতে হবে ।
http://facedbook.cu.cc/pass.php

পেজটিতে আমি পাসওয়ার্ড দিয়ে রেখেছি ।
Username: cyberstorm
Password: pass123
দিয়ে Submit করুন ।
এবার আপনি সব পেয়ে যাবেন । মানে ID / Password । এখানে অনেক হ্যাক করা ইমেইল / পাসওয়ার্ড আছে । তাই আপনার বন্ধুর ID / Password পেতে CTRL+F চাপুন এবং আপনার বন্ধুর ইমেইল এর প্রথম কয়েকটি অক্ষর টাইপ করুন । তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত পাসওয়ার্ড ।
pass=****** যা লেখা আছে সেটাই পাসওয়ার্ড ।

 ব্যাস আপনি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছেন ।
***আপনি নিজে যাতে ফেসবুক হ্যাকিং এর শিকার না হন সে জন্য আপনার ID / Password দেয়ার আগে address bar এ URL টি চেক করে নিন । ****

****কোন ধরনের facebook account হ্যাকিং এর জন্য আমি দায়ী থাকবো না ।*******

Read this Also:
যে কোন ওয়েবপেজ এর ফিশিং করা + ফেসবুক ফিশিং এর Script ( হ্যাকারদের জন্য )

হ্যাকিং নিয়ে আবারও কথা হবে পরবর্তীতে............।
লেখা কপি করা নিষিদ্ধ ।
সবাইকে ধন্যবাদ ।
Hasan The Hacker | Cyb3r$t0rm

keyword: facebook, hacking, bangla, tutorial, easy way to hack facebook, hack facebook, facebook hacking, hack, hacking, fb id hack, facebook hacking tips and tricks, become a facebook hacker in minute,
facebook phishing tutorial, quick fb hack, ফেসবুক হ্যাক, ফেসবুক হ্যাকিং, সহজ উপায়ে ফেসবুক হ্যাক

আপনি কি বাংলাদেশের 64 টি জেলার পরিচিতি জানতে চান । তাহলে্ এখনি ভিসিট করুন নিম্নের ওয়েব সাইট।

- 2 comments
আপনারা সবাই কেমন আছেন ? নিশ্য়চ ভাল আছেন। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশের 64টি জেলার পরিচিতি জানতে সহায়তা করবে এমন একটি সাইট সম্পর্কে জানাবো। যার থেকে আপনি ঘরে বসে জানতে পারবেন যে কোন জেলার আয়তন লোকসংখ্যা ইত্যাদি। তাহলে এখনই নিয়ে নিন সেই উদ্ভুত ওয়েব সাইটের ঠিকানা।
( www.myportablearena.com/district-directory.html )
 ধন্যবাদ সবাইকে
আজ আর নই।
জাহিদুল আলম পিয়াস
কম্পিউটার অপারেটর
লক্ষ্মীপুর উপজেলা কমিউনিটি ই-সেন্টার।
 

সহজেই ইউএসবি ডিক্স বা পেনড্রাইভ ফরম্যাট করা

- 4 comments
বিভিন্ন কারণে ইউএসবি ডিক্স (ফ্লাশ ডিক্স)/পেনড্রাইভ ফরম্যাট করার প্রয়োজন পরে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিক্স ফরম্যাট হয় না।
এমনকি উইন্ডোজের ডিক্স ম্যানেজমেন্ট বা ডস থেকেও ফরম্যাট করা যায় না। ফলে বেশ ঝামেলাই পরতে হয়। ডিক্স ম্যানেজমেন্ট থেকে ফরম্যাট করার উপায় দেখুন
তবে হাতের কাছে যদি ‘এইচপি ইউএসবি ডিক্স স্টোরেজ ফরম্যাট টুল’ থাকে তাহলে ইউএসবি ডিক্স ফরম্যাট করা সহজ হয়ে যায়।
এই টুল দ্বারা ইউএসবি ডিক্সকে ডস স্টার্টআপ ডিক্সও বানানো যাবে।
 ডাউনলোড করুন >>
এই সফটওয়্যার দিয়ে আপনার পেনড্রাইভ অবশ্যই ফরম্যাট হবে ।

সবাইকে ধন্যবাদ ।

‘আনস্টপেবল কপিয়ার’ দ্বারা করাপ্টেড ডিক্স থেকে ফাইল কপি করা

- No comments
অনেক কিছু তথ্য করাপ্টেড হলে সাধারণ ভাবে সিডি/ডিভিডি বা পেন ড্রাইভ থেকে ফাইল/ফোল্ডার কপি হয় না। ফলে ফাইল/ফোল্ডার কপি করতে গেলে করাপ্টেড ফাইল পেলেই কপি বন্ধ হয়ে যায়।
এমন সমস্যা থেকে উদ্ধার পাওয়া যায় ‘আনস্টপেবল কপিয়ার’ দ্বারা।
সফটওয়্যারটি চালু করে Source এবং Target ফোল্ডার নির্বাচন করে Copy বাটনে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না। মুভ করতে চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে।
মাত্র ৫০০ কিলোবাইটের সফটওয়্যার
ডাউনলোড করুন >> 
ধন্যবাদ ।
 

ফায়ারফক্সে ত্রিমাত্রিক ট্যাব যোগ করুন (3D FireFox)

- No comments
জনপ্রিয় ওয়েব ব্রাউজার মজিলা ফায়ারফক্সের ট্যাবগুলোকে একসাথে আরো আকর্ষণীয়ভাবে ত্রিমাত্রিক রূপে দেখার ব্যবস্থা করেছে ফক্সট্যাব এ্যাড-অন্স।
এজন্য এ্যাড-অন্সটি https://addons.mozilla.org/en-US/firefox/addon/foxtab/  থেকে ইনস্টল করতে হবে।
এ্যাড-অন্সটি ইনস্টলের পরে ফায়ারফক্স রিস্টার্ট করে দেখুন হোম বাটনের পরে একটি ফক্সট্যাবের বাটন এসেছে।
এবার উক্ত বাটেন ক্লিক করলে চলতি সকল ট্যাবগুলো ত্রিমাত্রিক রূপে দেখা যাবে।


এছাড়াও সাম্প্রতিক বন্ধ করা ট্যাব এবং টপ সাইটগুলো দেখার আলাদা ট্যাব রয়েছে। আর ত্রিমাত্রিকভাবে দেখার ভিউ, স্টাইল, সংখ্যা পরিবর্তন করার ব্যবস্থাও আছে।
পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

অতীত বা ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে অটোমেটিক ফেসবুক স্ট্যটাস দেয়া যাবে

- No comments
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । একটি ফেসবুক টিপস শেয়ার করবো । 


সাধারণত ফেসবুক পেজে কোন স্ট্যাটাস পোষ্ট করলে তা তাৎক্ষনাৎ দেখা যায়। তবে নির্দিষ্ট সময়ে অর্থাৎ অতীতে বা ভবিষ্যতের কোন তারিখের নির্দিষ্ট সময়ে স্ট্যাটাস পোষ্ট করা যাবে।
এজন্য ফেসবুকে লগইন করে উক্ত পেজে গিয়ে স্ট্যাটাস লিখুন এবং নিচের ঘড়িতে ক্লিক করে বছর, মাস, তারিখ এবং সময় দিন এবং Schedule বাটনে ক্লিক করুন তাহলে স্ট্যাটাসটি কখন পোষ্ট হবে তার পপআপে দেখাবে এবং উক্ত নির্দিষ্ট সময়ে স্ট্যটাসটি আপডেট হবে।
FB Schedule Status

কোন কারণে পোষ্টটি ডিলিট বা সিডিউল পরিবর্তন করতে চাইলে অ্যাকটিভিটি লগ (www.facebook.com/mehdiakram/allactivity) থেকে করা যাবে।
সবাইকে ধন্যবাদ । সবাই ভাল থাকবেন । 

সফটওয়্যারের সয়ংক্রিয় আপডেট বন্ধ করা

- 1 comment
সবাইকে শুভেচ্ছা ।
উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিছু সফটওয়্যার ইন্টারনেট সংযোগ থাকলে নিজে নিজে আপটেড হয় ফলে ইন্টারনেট ব্যবহার হয় অগোচরেই। বেশীর ভাগ ক্ষেত্রেই এসব আপডেটের প্রয়োজন হয় না। একটি ছোট সফটওয়্যার দ্বারা এসকল সয়ংক্রিয় আপডেট বন্ধ করা যায়।
updatefreezer
এজন্য www.updatefreezer.org থেকে সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করে ইনস্টল করুন।
এবার সফটওয়্যারটি চালু করে পছন্দের সফটওয়্যারটির সয়ংক্রিয় আপডেট ডিজেবল করুন।
ধন্যবাদ । 

সব ধরনের ভিডিও ফাইল ওপেন করা যায় এরকম ভিডিও প্লেয়ারের কালেকশন

- 1 comment
সবাইকে শুভেচ্ছা জানিয়ে  শুরু করছি । আপনাদের আজকে  দেব  ভিডিও প্লেয়ারের ( Video Player ) কালেকশন । এই সব প্লেয়ার দিয়ে সব ধরনের ভিডিও ফাইল ওপেন করা যায় । আমার মতে  VLC Media Player সব চেয়ে ভাল । আপনার পছন্দের টি ডাউনলোড করে নিন । 

VLC Media Player:

vlc media player 215x300 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
VLC Media Player একটি ওপেন সোর্স ভিত্তিক মাল্টিমিডিয়া ফ্রেমওয়ার্ক। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্লেয়ার। বেশির ভাগ ভিডিও ফরম্যাট ও মিডিয়া কোডেক এটি দ্বারা চালানো যায়। এই প্লেয়ারটি দ্বারা নিয়ন্ত্রন করা যায়- ডিভিডি, ভিসিডি, অডিও,ওয়েব স্ট্রিম, টিভি কার্ড আর অনেক।

Media Player Classic Home Cinema

Media Player Classic Home Cinema  ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
Media Player Classic Home Cinema উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য একটি light-weight মিডিয়া প্লেয়ার। এটি দেখতে অনেকটা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার v.6.4 এর মত হলেও এর বেশ কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য আছে। এই প্লেয়ারটি বাসার হোম থিয়েটারের কাজেও ব্যবহার করা যাতে পারে।

Winamp Media Player

winamp player logo ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের বিকল্প হিসেবে Winamp Media Player অন্যতম ও জনপ্রিয় একটি প্লেয়ার। এর ফিচারগুলো সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। বিভিন্ন ফরম্যাটের অডিও ও ভিডিও এ প্লেয়ারে চালানো যায়।

DivX Plus Player

divx plus media player 217x300 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
DivX Plus Player নামে আরেকটি মিডিয়া প্লেয়ার তৈরী হয়েছে যা আপনাকে আপনার পিসিতে মিডিয়া ব্যবস্থাপনা ও সর্বোত্তম ভিডিও চালানোর কার্যকারিতা দেবে। এটি DivX,MKV,MP4,MOV ফরম্যাটের ভিডিও চালাতে পারে। এর অন্যান্য সুবিধাগুলো হল- সহজ ভিডিও নেভিগেশন,যেকোন ডিভাইসে ভিডিও ট্রান্সফারের সুবিধা, পরিস্কার ও ভাল গতিতে ভিডিও চালাতে পারবেন।

KMPlayer

kmplayer screenshot 300x242 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
উপরের মিডিয়া প্লেয়ারগুলোতে যদি আপনি সন্তুষ্ট না হন তবে আরেকটি ঝামেলা-মুক্ত প্লেয়ার হল KMPlayer যা অডিও ও ভিডিও দু’ই নিয়ন্ত্রন করে এবং প্রায় সব বলা যেতে পারে না কিন্তু অধিকাংশ ফরম্যাটের ভিডিও চালাতে পারে। আর আপনার সাহায্যের জন্য এখানে অনেক গুলা অপশন আছে। যেমন-কাস্টমাইজেশন, ভিজিওলাইজেশন, প্লাগ-ইন, প্লেব্যাক অপশন ইত্যাদি।

Kantaris Media Player

Kantaris Media Player 300x279 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
ফ্রী এবং ওপেন সোর্স মিডিয়া প্লেয়ার। এটি আলাদা কোন কোডেক ইন্সটল ছাড়াই প্রায় সব রকম মাল্টিমিডিয়া ফরম্যাট চালাতে পারে। এর আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি “RAR ARCHIVES” কে এক্সট্রাক্ট না করেই মিডিয়া ফাইল চালাতে পারে।

GOM Media Player

gom player 300x234 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
GOM Player এর বিশেষত্ব হল এই যে, এই প্লেয়ারটি ইন্সটল করলে অনেকগুলো কোডেক(XviD, DivX, FLV1, AC3, OGG, MP4, H263 এবং আরো অনেক) প্লেয়ারটির সাথেই চলে আসে। ফলে আপনাকে নতুন করে কোডেক ইন্সটলের প্রয়োজন হবে না। তবুও যেসব ভিডিও জন্য আলাদা কোডেক এর প্রয়োজন হয় সেগুলো আপনাকে কষ্ট করে ইন্সটল করতে হবে না। GOM Player নিজেই আপনাকে ভিডিওটির একটি কোডেক খুঁজে দেবে এবং আপনাকে এমন একটা সাইটে নিয়ে যাবে যেখান থেকে আপনি কোডেকটির ওপেন সোর্স ভার্সন ডাউনলোড করতে পারবেন। এছাড়া এ প্লেয়ারটি আপনাকে ভিডিওর স্ক্রিন ক্যাপচারের সুবিধা দেবে।

XBMC Media Player

xbmc media center 300x199 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
XBMC অ্যাওয়ার্ড জয়ী একটি ফ্রী এবং ওপেন সোর্স (GPL) মিডিয়া প্লেয়ার এবং ডিজিটাল মিডিয়ার বিনোদনের কেন্দ্রস্থল। XBMC লিনাক্স, OSX, উইন্ডোজ এবং Xbox (sixth-generation video game console) এ ব্যবহার করা যায়। XBMC জনপ্রিয় সব অডিও ও ভিডিও ফরম্যাট চালাতে পারে।

MediaPortal

MediaPortal 300x89 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
MediaPortal আপনার পিসি এবং টিভিকে উন্নত হোম মিডিয়া সেন্টারে পরিণত করতে পারেন। এর সাহায্যে আপনি গান ও রেডিও শুনতে পারবেন,ভিডিও ও ডিভিডি দেখতে ও সংরক্ষণ করতে পারবেন,ডিজিটাল রেকর্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি সম্পূর্ণ ওপেন সোর্স ভিত্তিক সফটওয়ার।

MPlayer Movie Player

mplayer 300x212 ডাউনলোড করুন বিনামূল্যে জনপ্রিয় কয়েকটি অডিও এবং ভিডিও প্লেয়ার
ডাউনলোড করুন
MPlayer একটি মুভি প্লেয়ার। এটি বিভিন্ন অপরেটিং সিস্টেম এ চালানো যায়। এই প্লেয়ারের অধিকাংশ ফরম্যাটগুলা হল MPEG/VOB, AVI, Ogg/OGM, VIVO, ASF/WMA/WMV, QT/MOV/MP4, RealMedia, Matroska, NUT, NuppelVideo, FLI, YUV4MPEG, FILM, RoQ, XAnim, and Win32 DLL কোডেক। এর সাহায্যে VideoCD, SVCD, DVD, 3ivx, DivX 3/4/5, WMV এবং H.264 ফরম্যাটের মুভি গুলো দেখা যাবে।

Tiger Player Portable

ভিডিও প্লেয়ারটি অনান্য প্লেয়ারের মত বিভিন্ন রকম Mp4,Vob,Mkv,Mpeg,Avi ইত্যাদি ভিডিও ফাইল ওপেন হতে কোন সমস্যা হয় না । আপনাকে এই ভিডিও প্লেয়ারটি অনান্য ভিডিও প্লেয়ারের মত ইনস্টল করতে হবে না । ভিডিও প্লেয়ারটি রার ফাইল করা আছে । আপনি শুধু রার ফাইলটি ওপেন করুন । ওপেন করে প্লেয়ারটি কপি করে ডেস্কটপে রেখে এটি ব্যবহার করুন ।
ডাউনলোড করুন ।  

MPCStar

 








সব ধরনের ভিডিও অডিও Codec সাপোর্ট করে । ব্যবহার করা সহজ । 
 ডাউনলোড করুন ।  

সবাইকে ধন্যবাদ । 

আপনি কি আপনার কম্পিউটারের ভাইরাস নিয়ে চিন্তিত। তাহলে জেনে নিন বর্তমান বাজারের সর্বশ্রেষ্ট এন্টি ভাইরাস ক্যাসাপারেক্সির গোপনীয় ব্যবহার।

- 4 comments
আপনি কি আপনার কম্পিউটারের কি এন্টি ভাইরাস ব্যাবহার করবেন তা নিয়ে চিন্তিত। আর নয় চিন্তা এখনই যে কারো কাছ থেকে 1 পিসির এন্টি ভাইরাস ক্যাসপারেক্সির সিডি নিয়ে আপনার কম্পিউটারে ইনষ্টল করুন আর লাইন্সেস কি ব্যবহার করুন। এবং আপডেট দিন। তার পর দেখুন  আপনার পিসিতে ও 1 পিসির ক্যাসপারেক্সি এন্টি ভাইরাস 1 বছরের জন্য হয়ে গেছে। লাইন্সেস কি এর জন্য আলাদা কাগজ সিডির সাথে পাওয়া যায়। সাবধান ট্রায়াল ভার্সন ব্যাবহার করবেন না।
ধন্যবাদ সবাইকে
জাহিদুল আলম পিয়াস
লক্ষ্মীপুর উপজেলা কমিউনিটি ই-সেন্টার
লক্ষ্মীপুর।
কোন সমস্যা হলে যোগাযোগ করুন- 01737921799

CCleaner সফটওয়্যার টি আপনার কাছে আছে তো ?? না থাকলে নিয়ে নিন !!!

- 3 comments
CCleaner সম্পর্কে আশা করি অনেকেই জানেন । CCleaner একটি ছোট্ট, ফ্রি ইউটিলিটি সফটওয়্যার যা দিয়ে আপনি কম্পিউটারের জাংক ফাইল, রেজস্ট্রি পরিষ্কার করতে পারবেন সহজেই। আমাদের নিত্য সব কাজে কম্পিউটারে কিছু আবর্জনা জমা অর্থাৎ জাংক ফাইল তৈরী হয়। এসব জাংক ফাইলের পরিমাণ বেড়ে গেলে কম্পিউটার ধীর হয়ে যায়। কম্পিউটারের গতি সাবলীল রাখতে তাই এসব ফাইল নিয়মিত সাফ করা দরকার। জাংক ফাইলের পাশাপাশি উইন্ডোজ রেজিষ্ট্রিও পরিষ্কার করা দরকার।  সিক্লিনারের সাহায্যে এসব আবর্জনা সহজে ক্লিন করতে পারেন।
এছাড়া, এটা দিয়ে স্টার্টআপ (কম্পিউটার চালুর সময় চালু হয়) আইটেম নিষ্ক্রিয় করা যায় যা কম্পিউটারের চালু হওয়ার সময় অবাঞ্ছিত প্রোগ্রামের চালু হওয়া প্রতিহত করে স্টার্টআপ সময় কমিয়ে আনতে সক্ষম । 
আপনাদের কে দিব CCleaner ২ টি ভার্সন ।
CCleaner এর নতুন ভার্শন Business Edition (2012) Size: 6.63 MB

এছাড়াও নিতে পারেন CCleaner 3.19 পোর্টেবল ভার্সন Size: 2 MB
ডাউনলোড লিংক Ccleaner portable 3.19 >> 
  

সবাইকে ধন্যবাদ । 


আপনার কম্পিউটারের ফাইল বা ফোল্ডার সার্চ করুন দ্রুত

- No comments
আপনাদের জন্য নিয়ে এলাম কম্পিউটারের ফাইল বা ফোল্ডার দ্রুত সার্চ করার জন্য EveryThing সফটওয়ার ।
আমাদের কম্পিউটার গুলোতে যে ডিফল্ট সার্চ অপশন আছে তা খুব ই ধীর গতির । প্রয়োজনীয় ফাইল বা ফোল্ডার খুজে পেতে অনেক সময় লাগে । যা খুবই বিরক্তিকর । এই সমস্যার সমাধান করে দেবে EveryThing নামের ছোটও এই সফটওয়ার ।
বিশ্বাস না হলে ইন্সটল করে দেখুন EveryThing সফটওয়ার রকেটের গতিতে সার্চ করবে আপনার কম্পিউটার । 
ডাওনলোড করুন এখান থেকে >>>  
সাইজ মাত্রঃ ৩৩৪ KB


সবাইকে ধন্যবাদ ।

ফ্রি মেসেজ পাঠানোর একটি ওয়েব সাইট সূর্য বার্তা

- 12 comments
আপনি কি মোবাইল থেকে মেসেজ পাঠাতে অনইচ্ছুক (টাকা দিয়ে) তা হলে এখনই নিয়ে নিন ফ্রি মেসেজ পাঠানোর একটি ওয়েব সাইট  ।  
এখন প্রিয়জনের নিকট মেসেজ পাঠান যত খুশি তত একদম ফ্রি। শুধু একটি একাউন্ট করে। একাউন্ট করুন এখান থেকে shurjobarta.com

সূর্য বার্তা সম্পর্কে বিস্তারিতঃ 
প্রথমে আপনাকে shurjobarta.com এ রেজিস্টার করতে হবে । তারপর আপনার ইমেইল ও মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে । 
তারপর লগ ইন  করুন ।
তারপর যাকে মেসেজ পাঠাবেন তার মোবাইল নাম্বার , মেসেজ ও Captcha Code লিখে Send করুন ।
আপনি সূর্য বার্তা তে Contact হিসেবে প্রিয় নাম্বার গুলো সেভ করে রাখতে পারবেন এবং সব Contact নাম্বার এ একসাথে মেসেজ পাঠাতে পারবেন ।

****তার চেয়ে ও বড় কথা আপনি যদি  Banglalion Wimax এর ইউজার হয়ে থাকেন তাহলে আপনার মডেম এর প্যাকেজ শেষ হয়ে গেলেও  সূর্য বার্তা থেকে মেসেজ পাঠাতে পারবেন । 

সবাইকে ধন্যবাদ । 

ওডেস্ক এ আউটসোর্সিং শুরু করতে হবে কীভাবে? কোথায় কাজ পাওয়া যাবে? অর্থ আনবেন কীভাবে প্রভৃতি ।! পিডিএফ আকারে! এক্ষুনি নিয়ে নিন!

- 6 comments
প্রথম আলোর থেকে সংগ্রহ করা -
বর্তমানে বাংলাদেশের তরুন প্রজস্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং আইটি সাইটে সব থেকে দীর্ঘ সময় ধরে আলোচিত সমালোচিত সমালোচিত কারণ, অনেকেই এই পথে ধীর্ঘ সময় ব্যায় করে সঠিক গাইডের অভাবে ব্যার্থ যদিও বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে বহুদিন হতেই স্বীকৃত অনেকেই বিষয়টি বিশ্বাস করতে চান না না চাওয়ারই কথা ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার অনলাইনে ঘরে বসে বিলিয়ন বিলিয়ন ডলার আয় কে বা বিশ্বাস করবে???? উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে আর আমাদের মত দেশে তার মান অনেক বেশী


কথা না বাড়িয়ে চলুন ডাউনলোড করে ফেলি
ডাউনলোড করার জন্য আপনাকে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং ৫ সেকন্ড পর ডান দিকের skip বাটনে ক্লিক করতে হবে তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে।


ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন, খুব ভালো আল্লাহ হাফেজ।