Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

Register/Sign Up ছাড়াই Log In করুন যে কোন ওয়েবসাইটে

- 4 comments
আপনি Register/Sign Up ছাড়া কোন সাইট visit ও এমনকি লগইন করতে পারবেন ।
এরকম ইন্টারনেট এ অনেক সাইট আছে । তবে এই site টা অনেক ভাল ।
শুধু সাইটের নাম এবং টাইপ করে ইউজারনেম এবং পাসওয়ার্ড প্রচুর পাবেন.।
নির্দেশনাঃ

ধাপ ১:এই লিংক এ যান   http://bugmenot.com

ধাপ ২: ওয়েবসাইট ঠিকানা আপনার ব্যবহার করতে চাইছেন একটি  লিখুন। যেমন : www.doridro.com
ধাপ ৩: “Get Logins” বোতামটি টিপুন।
ধাপ ৪ : এখন কয়েকটি ব্যবহারকারী নাম এবং পাসওয়ার্ড প্রদর্শিত হবে.
ধাপ ৫:এবার নাম এবং পাসওয়ার্ড দিয়া লগইন করতে চেষ্টা করেন ।
সব নাম এবং পাসওয়ার্ড হয়তোবা কাজ করবে না । তবে কয়েকটা try করলে একটি ঠিকই হয়ে যাবে ।

tune+2 যে কোন সাইট এর জন্য ফ্রী ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড নিয়ে নিন

 ধন্যবাদ ।

ডাউনলোড করুন যে কোন মুভির Subtitle

- 13 comments
আমরা প্রায় সবাই কম-বেশী বিদেশী মুভি দেখি। কিন্তু মাঝে মাঝে ভাষা বুঝতে আমাদের সমস্যা হয়। তাই আমরা subtitle ব্যবহার করে থাকি।আমি সব সময় subtitle দিয়েই মুভি দেখি। আবার সব সময় মুভির সাথে subtitle থাকে না। তাই ডাউনলোড করে নিতে হয়। আমি আজকে আপনাদের সাথে subtitle ডাউনলোড করার একটা সফটয়্যার শেয়ার করছি। আমি সব সময় এটিই ব্যবহার করি। সফট টা আগে ডাউনলোড করে নিন। তারপর বলছি কিভাবে subtitle পাবেন।
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/?hsbej457vc9rr2j
পাসওয়ার্ডঃ technotrickbd
সফটয়্যারটা install করে run করুন।
1. এখানে আপনার কম্পিউটার থেকে মুভি সিলেক্ট করুন
2. এখানে ক্লিক করুন। একটু অপেক্ষা করুন।
3. এখানে আপনি অনেকগুলো subtitle পেয়ে যাবেন। subtitle এ ডাবল ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। যেই ফোল্ডারে মুভি থাকবে সেই ফোল্ডারেই subtitle ডাউনলোড হবে।
ভালো লাগলে জানাবেন ।
ধন্যবাদ ।

ডাউনলোড করুন পরিপূর্ণ বাংলা “ফ্রীলান্সার” টিউটোরিয়াল ই-বুক!

- 3 comments

নিজে কাজ করে বাস্তবিকতার আলোকে লিখা এই পিডিএফ বইটি পড়ে এবং শিখে আপনি সফলতা অর্জন করতে পারবেন ।
Freelance bangla tutorial Ebook Download .

পিডিএফ বইটির টিউটোরিয়াল সূচীপত্রঃ

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ১

বিষয়বস্তুঃ যেভাবে ব্যবহারকারী নিবন্ধন এবং প্রোফাইল সাজাবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ২

বিষয়বস্তুঃ যেভাবে ফ্রীলান্সারে প্রোজেক্ট বিড করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৩

বিষয়বস্তুঃ ফ্রীলান্সার এর সবগুলো মেন্যু পরিচিতি।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৪

বিষয়বস্তুঃ যেভাবে প্রোজেক্ট জয়লাভ করতে পারবেন

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৫

বিষয়বস্তুঃ যেভাবে মানিবুকার্স দিয়ে টাকা উত্তোলন পদ্ধতি।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৬

বিষয়বস্তুঃ যেভাবে মানিবুকার্স থেকে ফ্রীলান্সার একাউন্টে ডলার ডিপোজিট/জমা করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৭

বিষয়বস্তুঃ যেভাবে ফ্রীলান্সারে বায়ার হবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৮

বিষয়বস্তুঃ যেভবে প্রোভাইডার/ওয়ার্কারকে মাইলস্টোন পেমেন্ট দিবেন এবং তা কাজ শেষে রিলিজ করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ৯

বিষয়বস্তুঃ যেভাবে বায়ার এবং প্রোভাইডার/ওয়ার্কারকে ফিডব্যাক/রিভিউ দিবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ১০

বিষয়বস্তুঃ যেভাবে নিচের কাজের মূল্য এবং চাহিদা ঠিক রেখে বায়ারের কাজ করবেন।

ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস “ফ্রীল্যান্সার” – টিউটোরিয়ালঃ পর্ব ১১


                                                        সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

Windows Setup করুন নিজে নিজেই

- 4 comments
আপনি কি উইন্ডোজ সেটআপ দিতে পারেন না ?? আর কোন চিন্তা নয় টেকনোট্রিক বিডি আপনার জন্য নিয়ে এলো Windows Setup করার বাংলা টিউটোরিয়াল ।

উইন্ডোজ এক্সপি সেটাপ (Windows XP Setup) করুন নিজেই

উইন্ডোজ সেভেন সেটাপ (Windows 7 Setup) করুন নিজেই

উইন্ডোজ এক্সপি সেটাপ করার বাংলা টিউটোরিয়াল ইবুকঃ 

মিডিয়াফায়ার ডাউনলোড লিংক (সাইজ: ১.১০ মেগাবাইট মাত্র)

এছাড়াও রয়েছে 

৫ মিনিটে XP/Windows7 SETUP করুন Acronis True Image Home দিয়ে খুব সহজে

উইন্ডোজ সেভেন সেটাপ (Windows 7 Setup) করুন নিজেই

- 1 comment
Windows Setup এর আগে C: Drive/Desktop/Documents এর সকল গুরুত্বাপূর্ণা File অন্য Drive সরিয়ে রাখুন। কারন Windows Setup এর কারনে ঐ সব জায়গার সকাল File চিরতরে হারিয়ে যাবে।
Step-1: BIOS (BASIC INPUT OUTPUT SYSTEM) Setup
Computer এর Power সুইচ টিপ দেওয়ার পর Display আসার সাথে সাথে F2/Del Key চেপে BIOS এ প্রবেশ করতে হবে।
এখন Boot Option এ গিয়ে 1st Boot : CD/DVD আর 2nd Boot : HD/Hard Disk করে দিতে হবে। F10 চেপে ও Y(Yes) চাপলে BIOS Save হবে এবং Computer restart হবে।
নিচের চিত্র দেখুনঃ
pic01
MotherBoard এর কারনে BIOS এর ধরন ভিন্ন হতে পারে। তবে 1st Boot, 2nd Boot এর ব্যাপারটা সকল ক্ষেত্রে সম্পূর্ণ একই রকম।
Step-2: Windows-7 Setup........
Computer restart হওয়ার সময় Press any key to boot from cd or dvd আসার সাথে সাথে Keyboard থেকে যে কোন একটি Button চাপ দিন।
press
এরপর এই রকম আসবে, এখন অপেক্ষা করুন.........
pic02
Next এ Click করুন.........
pic03
Install Now তে Click করুন.........
pic04
I accept the license terms এ Click করে Next এ Click করুন.........
pic05
Windows 7 Home Ultimate এ Click করে Next এ Click করুন.........
pic06
Custom এ Click করুন.........
pic07
Disk 0 Partition 2 তে Click করে Format করুন এবং Next এ Click করুন.........
pic08
হুম, শুরু হল Installing Windows...
pic09
Installing updates...
pic10
installing updates শেষে ১০ সেকেন্ড পর Computer restart হবে...
pic11
Restart হচ্ছে......
pic12
অপেক্ষা......
pic13
User Name ও Computer Name লিখে Next এ Click করুন.........
pic14
ইচ্ছে করলে Password দিতে পারেন......
pic15
Product key চাইবে! ভয় পাবেন না! Product key কে পাত্তা না দিয়ে Next এ Click করুন। এই বার লও খ্যলা......
pic16
Ask me later এ Click করুন.........
pic17
Computer এর ঘড়ির সময় ঠিক না থাকলে ঠিক করে Next এ Click করুন.........
pic18
Public Network এ Click করুন.........
pic19
অপেক্ষা....
pic20
Restart হওয়ার পর...
pic21
অপেক্ষা আর অপেক্ষা....
pic22
:) :) :) শেষ.........
pic23

ধন্যাবাদ।

উইন্ডোজ এক্সপি সেটাপ (Windows XP Setup) করুন নিজেই

- No comments
উইন্ডোজ সেটাপ করার আগে কম্পিউটার থেকে প্রয়োজনীয় ফাইল সরিয়ে ফেলতে হবে । সিডি অথবা ফ্লাশ মেমোরীতে কপি করা যেতে পারে অথবা কম্পিউটারে যদি একাধিক ডিস্ক পার্টিশন থাকে C  ড্রাইভ ছাড়া অন্য যেকোন ড্রাইভে প্রয়োজনীয় ফাইল কপি করে রাখা যাবে ।    WINDOWS সাধারণত: C  ড্রাইভে সেটাপ করতে হয় ।
বায়োসে প্রবেশ করার জন্য সাধারণত: F2 অথবা DELETE প্রেস করতে হয় । কোন কোন কম্পিউটারে এর ব্যতিক্রমও আছে । কম্পিউটার চালু করে স্কীনে লক্ষ্য করলে দেখা যাবে বায়োসে প্রবেশ করার জন্য কোন কী প্রেস করতে হবে । নীচের ছবিটি লক্ষ্য করুন । press F2 to enter setup এখানে বায়োস সেটাপে প্রবেশ করার জন্য F2 প্রেস করতে হবে ।
নীচের ছবিটিতে লক্ষ্য করুন 1ST  BOOT  DEVICE [CDROM] সেট করা আছে । এটিকে প্রয়োজনে পরিবর্তন করা যায় । একটি কম্পিউটারে একাধিক BOOT ডিভাইচ থাকে । আমরা যেহেতু সিডি থেকে WINDOWS XP SETUP করব সেজন্য আমাদেরকে 1ST BOOT  সেটাপ করতে হবে CDROM . কোন কোন কম্পিউটারে  বায়োচে প্রবেশ না করে F12  প্রেস করেও BOOT সিলেক্ট করা যায় ।
উইন্ডোজ সিডি অথবা সিডিরমে যদি কোন সমস্যা থাকে অথবা সিডি রম যদি দুর্বল হয় তাহলে উইন্ডোজ সেটাপ করতে সমস্যা হতে পারে ।
bootscreen1-large.jpg
xp1-large.jpg








বায়োচ সেটাপ কমপ্লিট করার পর F10  প্রেস করে SAVE করুন । সিডি রমে WINDOWS সিডি দিয়ে বায়োচ থেকে বেরিয়ে আসুন ।
WINDOWS  SETUP করার জন্য কম্পিউটার RESTART করুন । PRESS ANY KEY TO BOOT FORM CD লেখাটি স্কীনে দেখা যাবার সাথে সাথে কীবোর্ড থেকে যেকোন একটি কী প্রেস করুন ।

newpicture-large.jpg


বুট শুরু হবার পর BLUE NCREEN –এর নীচে একটি ম্যাসেজ থাকবে PRESS F6 IF YOU NEED TO INSTALL ANY THIRD PARTY OR RIDE DRIVERS. এই RIDE DRIVER বা সাটা DRIVER সব কম্পিউটারে দরকার হয় না । যদি সাটা ড্রাইভার সেটাপ করার প্রয়োজন হয় তাহলে F6 প্রেস করে ফ্লপি থেকে সাটা ড্রাইভার ইনস্টল করতে হবে ।

 
নীচের ছবিতে লক্ষ্য করুন ENTER = CONTINUE    R=REPAIR   F3 = QUIT
এখানে CONTINUE করার জন্য ENTER করুন ।
 newpicture2-largepng.jpg









নীচের ছবিটি লক্ষ্য করুন F8 = I AGREE   ESC = I DO NOT AGREE. এখানে F8 প্রেস করুন ।












নীচের স্কীনে লক্ষ্য করুন ENTER = INSTAL  D=DELETE  PARTITION   F3=QUIT
এখানে হার্ডডিস্কে প্রয়োজনমত যে কোন সাইজে পাটিশন করা যাবে । পার্টিশনা করতে চাইলে প্রথমে D প্রেস করে পার্টিশান DELETE করে নিতে হবে । এরপর C প্রেস করে পাটিশন সাইজ দিয়ে এন্টার করতে হবে । কোন একটি ড্রাইভকে ২০ গিগাবাইটে ভাগ করতে চাইলে ২০০০০ টাইপ করুন । কোন একটি পার্টিশন ডিলিট করার আগে খেয়াল রাখতে হবে সে ড্রাইভে কোন গুরুত্বপূর্ণ ফাইল জমা আছে কিনা ।
newpicture4-largepng.jpg










পার্টিশন শেষ করে ড্রাইভ সিলেক্ট করে এন্টার করলে নীচের ছবিটি দেখা যাবে । এখানে QUICK FORMAT এর দুটি এবং NORMAL  FORMAT এর দুটি অপশন দেখা যাবে । NTFS ও FAT হচ্ছে ফাইল সিসটেম । NORMAL FORMAT করাই উত্তম । এখান থেকে যেকোন একটি অপশন  সিলেক্ট করে এন্টার করুন ।

newpicture5-largepng.jpg

ফাইল সিসটেম সিলেক্ট করে এন্টার করার পর নীচের ছবিটি আসবে ।  F = FORMATE  ESC = CANCEL .   ফরমেট করার জন্য F প্রেস করুন ।

newpicture6-largepng.jpg

ফরমেট শেষ হবার পর অটোমেটিক সিডি থেকে ফাইল কপি শুরু হবে । কপি শেষ হবার পর কম্পিউটার RESTART হবে ।  আবারো স্কীনে ম্যাসেজ আসবে PRESS ANY KEY TO BOOT FORM CD……. এবারে কোন কী প্রেস করা যাবে না ।

 newpicture7-largepng.jpg
 RESTART  হবার পর নীচের স্কীনটি আসবে ।  এতে বেশ কিছু সময় ধরে সেটাপ চলতে থাকবে ।
newpicture14-largepng.jpg









নীচের স্কীনটি আসার পর NEXT –এ ক্লিক করুন ।
newpicture9-largepng.jpg










নীচের স্কীনটি আসার পর কীবোর্ড থেকে যেকোন একটি নাম টাইপ করে NEXT –এ ক্লিক করুন ।
newpicture10-largepng.jpg
এবারে উইন্ডোজ এক্সপির ২৫টি কী টাইপ করে NEXT –এ ক্লিক করুন । এই কীগুলো সিডির লেবেলের সংগে দেয়া থাকে । যদি অরিজিনাল উইন্ডোজ না হয় তাহলে এই কীগুলো ব্যবহার করতে পারেন । [ V2C47-MK7JD - 3R89F - D2KXW - VPK3J]
newpicture11-largepng.jpg
 নীচে স্কীনে কম্পিউটার নেম ও পাসওয়ার্ড দেয়া যেতে পারে । এটি অপশনাল । না দিলেও কোন সমস্যা নেই । সেটাপ কমপ্লিট করার পরেও ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার লক করা যায় । CONTINUE  করার জন্য NEXT- এ ক্লিক করুন ।
newpicture12-largepng.jpg
নীচের স্কীনটি আসার পর NEXT-এ ক্লিক করুন ।
newpicture13-largepng.jpg
এখানেও NEXT - এ ক্লিক করুন ।
newpicture15-largepng.jpg
এখানে কিছুটা সময় অপেক্ষা করতে হবে ।
newpicture16-largepng.jpg
নীচের স্কীনটি আসার পর OK করুন ।  এরপর আরো একটি ম্যাসেজ বক্স আসবে সেখানে CENCLE অথবা OK করতে পারেন । CNCLE  করলে সেটাপ কমপ্লিট হবে । আর যদি OK করেন তাহলে আরো কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে ।
newpicture17-largepng.jpg
উপরের শেষের ম্যাসেজটি আসার পর যদি OK করেন তাহলে নীচের ম্যাসেজটি আসবে । এখানেCONTINUE করার জন্য NEXT-এ ক্লিক করুন ।
newpicture18-largepng.jpg
নীচের স্কীনটি আসার পর SKIP-এ ক্লিক করুন ।
newpicture19-largepng.jpg

নীচের স্কীনটি আসার পর NOঅপশনটি সিলেক্ট করে NEXT –এ ক্লিক করুন ।
newpicture20-largepng.jpg
নীচের এই স্কীনটি আসার পর একাধিক ইউজার অথবা একটি ইউজার নেম দিয়ে NEXT-এ ক্লিক করুন ।  একাধিক ইউজার নেম দিলে ভিন্ন ভিন্ন ইউজার তৈরি হবে ।
newpicture21-largepng.jpg
এটি হলো WELCOME SCREEN.
newpicture22-largepng.jpg









এখানেই সেটাপ সমাপ্ত ।
newpicture23-largepng.jpg
 এবারে ড্রাইভার সিডি থেকে প্রয়োজনীয় ড্রইভার ও সফ্টওয়ার সেটাপ করে নিতে হবে ।