Tutorials

Tutorials

Like Us on Facebook

About Pro Video

এক্সক্লুসিভ থেকে আরও>>

Computer Tricks

[Computer Tricks][pvid]

Mobile Tricks

Mobile Tricks

আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে কি করবেন ?

- 2 comments
ফেসবুক আমার আপনার সবারই একটি প্রিয় সাইট। বিভিন্ন কারনে আমাদের এই প্রিয় সাইটের একাউন্ট হ্যাক হতে পারে। এটা হতে পারে অসাবধানতা বশত অথবা শত্রুতাজনিত কারনে।
 হ্যাকড ফেসবুক একাউন্ট ফিরে পাবার কয়েকটি উপায় থাকলেও এই উপায়টি খুব সহজ ও কার্যকর। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-
১.  www.Facebook.com/hacked   লিঙ্ক এ যান ।
২.তারপর My Account Is Compromised এ ক্লিক করুন।
৩.এখনIdentify Your Account অংশ হতে আপনার আইডিটি সিলেক্ট করুন। অর্থাৎ Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name অপশনে প্রয়োজনীয় ডাটা দিয়ে সার্চ করুন।
৪। Security Check অপশন আসলে সেখানে ক্যাপচা এন্ট্রি করুন।
৫.এবারThis is My Account এ ক্লিক করুন।
৬. আপনার পাসওয়ার্ড টি এবার রিসেট করে নিন।
এভাবেই আপনি ফিরে পেতে পারেন আপনার হারিয়ে যাওয়া ফেসবুক কে!!!
সবাইকে ধন্যবাদ । 

Google সার্চ ট্রিকস

- No comments
 Google সার্চ সরাসরি কাঙ্খিত ফলাফল বের করার কিছু ট্রিকসঃ

১:  tamim site:cricinfo.com  এই সার্চটি আপনাকে শুধুমাত্র ক্রিকইনফো এবং এর সাব-ডোমেইন থেকে tamimeq উপর সমস্ত ওয়েব পেজ রিটার্ন করবে

2: Software design filetype:pdf  সফটওয়্যার ডিজাইনের উপর শুধুমাত্র পিডিএফ ফাইল সহ পেজ রিটার্ন করবে
#inurl : আপনি যদি কোন নির্দিষ্ট কি ওয়ার্ড কোন ওয়েবপেজের URL এ খুঁজে পেতে চান তবে এই tricks কাজে লাগবে।

কম্পিউটারের হ্যাং সমস্যা সমাধান করুন

- 1 comment
আমাদের কম্পিউটার গুলো মাঝে মাঝেই  hang করে বসে । যার ফলে আমাদের নানা সমস্যা হয় ।
আসুন আমরা হাং সমস্যা দূর করি । 


কম্পিউটারের হ্যাং সমস্যা সমাধান করার  System টি হল:
01. Start থেকে  Run গিয়ে regedit লিখে ‍ ইন্টার চাপুন
02.  Hkey_Current_User ডাবল ক্লিক করুন
03. Control Panel ডাবল ক্লিক করুন
04. Desktop ডাবল ক্লিক করুন

পেনড্রাইভ ফরম্যাট না হলে কি করবেন ?

- 3 comments
ভাইরাস আক্রমন করলে বা পেনড্রাইভ এ সমস্যা থাকলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট হতে চায় না ।কিন্তু দেখা যায় ফরম্যাট করা খুবই প্রয়োজন ।
এরকম সমস্যায় পড়লে নিচের নিয়ম অনুসরণ করে ফরম্যাট করতে পারবেন ।
প্রথমে My Computer এ রাইট ক্লিক করে Manage সিলেক্ট করুন ।এবার বাম পাশের Disk Management এ ক্লিক করলে ডান পাশে আপনার হার্ডডিস্ক ও পেনড্রাইভ এর লিস্ট দেখাবে ।
সেখানে আপনার পেনড্রাইভ এর উপর রাইট ক্লিক করে ফরম্যাট এ ক্লিক করলে পেনড্রাইভ
ফরম্যাট অপশন পাওয়া যাবে ।এবার পেনড্রাইভ ফরম্যাট করুন ।

এভাবেও যদি ফরম্যাট না হয় তাহলেও একটা উপায় আছে ।
এই পোস্ট টি দেখুনঃ সহজেই ইউএসবি ডিক্স বা পেনড্রাইভ ফরম্যাট করা
সবাইকে ধন্যবাদ ।

টেক্সট থেকে Voice মেসেজে রূপান্তর করার প্রোগ্রাম আপনি নিজেই তৈরি করুন ।

- 2 comments
আজকে আপনাদের শিখাব কিভাবে আপনি টেক্সট টু  SPEECH প্রোগ্রাম তৈরি করবেন । 
আসলে কাজটি খুবই সহজ । আসুন আপনি প্রোগ্রাম টা তৈরি করুন ।
নিচের ধাপগুলো অনুসরন করুনঃ

যে কোন মডেমে যে কোন সিম ব্যবহার করুন

- 2 comments
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
আপনি কি আপনার মডেম এ যে কোন সিম ব্যবহার করতে পারেন ??? গ্রামীন এর মডেম এ রবি সিম বা যে কোন সিম ব্যবহার করতে পারেন ??
এই টিপস টি পড়ে দেখুন আপনি Unlock না করেই যে কোন মডেমে যে কোন সিম ব্যবহার করতে পারবেন ।

ব্রাউজার এ সেভ করা পাসওয়ার্ড জেনে নিন ১ সেকেন্ডে

- 1 comment
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । 
আমরা অনেকে ব্রাউজার এ পাসওয়ার্ড সেভ করে রাখি ।
কিন্তু ব্রাউজারে এ সব পাসওয়ার্ড ****** দিয়ে শো করে । আজকে এ সব পাসওয়ার্ড জানার সহজ একটা উপায় বলব ।

যেভাবে জানবেন আপনার গ্রাফিক্স মেমোরি কত ?

- No comments
Game খেলতে  গ্রাফিক্স মেমোরি জানা দরকার ।
আপনি কি জানেন আপনার  পিসির  গ্রাফিক্স মেমোরি কত ?
নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

উইন্ডোজ এক্সপি :
1. ডেস্কটপে আপনার মাউস এ রাইট ক্লিক করুন
2. সিলেক্ট “properties” মেনু  থেকে
3. ”সেটিংস” ট্যাব (these are the display properties) নির্বাচন করুন
4. advance button ক্লিক করুন
5. ”adapter tab”নির্বাচন করুন

এক্সপি /ভিস্তা / সেভেনঃ( সহজ উপায় )
1. Goto run টাইপ ”dxdiag” এবং ওকে ক্লিক করুন.
2. তারপর display ট্যাব প্রদর্শন করুন।
আপনি গ্রাফিক্স মেমোরি  দেখতে পারবেন ।
 ধন্যবাদ ।

Internet Download Manager (IDM 6.07 ) এর ফুল ভার্সন

- No comments

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার বা সংক্ষেপে IDM এর কথা কে না জানে??
অসাধারণ গুণাবলী সেইসাথে সহজ ইউজার ইটারফেস এর জন্য এটি আজ বিশ্বের সবচাইতে জনপ্রিয় ডাউনলোড ম্যানেজার।
অনেক অনেক ফিচার সম্বলিত এই ডাউনলোড ম্যানেজারটি আসলেই অসাধারণ। তাই সবাই IDM বলতে পাগল। কিন্তু দুঃখের কথা এটি ফ্রীতে একমাসের বেশী ব্যবহার করা যায় না। আজ তাই আপনাদের জন্য নিয়ে আসলাম সম্প্রতি রিলিজ হওয়া IDM এর নতুন ভার্সন IDM 6.07 Build 7 ভার্সন ক্রাক সহ  ।

USB pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করা

- 1 comment
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । USB pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করবেন তাই নিয়ে আলোচনা করবো ।
USB pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করে আপনি পিসি এর গতি বৃদ্ধি করতে পারবেন ।
Windows 7  ইউজার রা খুব সহজেই এই কাজটি করতে পারবেন Readyboost software দ্বারা । আর এই সফটওয়্যার টি Windows 7  এ দেয়া থাকে ।
Windows XP ইউজারদের  Ebooster নামে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে ।
আসুন তাহলে দেখে নেই কিভাবে কাজটি করতে হবে !!!!!

এবার কম্পিউটার চালু হোক কিবোর্ড দিয়ে,আর নয় পাওয়ার বাটন

- 1 comment
সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পোষ্টটি
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাওয়ার বাটন বাদ দিয়ে কিবোর্ড দিয়ে কিভাবে কম্পিউটার চালু করবেন
 বন্ধুরা,অনেক সময় পাওয়ার বাটন বেশি চাপার ফলে তা নষ্ট হয়ে যায়ফলে অনেক সময় কেসিংও বাদ দিতে হয়আর যাতে এই সমস্যা না হয় সেজন্য কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করার অপশনটি জেনে নিন

লেখা পড়ে শোনাবে সফটওয়্যার এবং অডিও ফাইল হিসেবে সেভ করতে পারবেন

- No comments
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । 

একটি লেখা পড়ে শোনাবার সফট নিয়ে এলাম আপনাদের জন্য। একটু ভিন্ন ধাঁচের। 
এটি শুধু লেখা পড়েই শোনাবে না, সাথে সাথে গোটা টেক্সট ফাইলকে অডিও ফাইলে রুপান্তর করতে সক্ষম। আপনি যখন খুশি wav কিংবা mp3 ফরম্যাটে সেটা শুনে নিতে পারেন ও লেখার ভুল ত্রুটিকে সংশোধন করে নিতে পারেন।

যে কোন ওয়েবপেজ এর ফিশিং করা + ফেসবুক ফিশিং এর Script ( হ্যাকারদের জন্য )

- 23 comments
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আজকে আপনাদের Hacking এবং  Phising সম্পর্কে  বলব ।
 আপনাদের জন্য এই পোস্ট এ থাকছে  ফেসবুক এর ফিশিং Script +ফিশিং  Software

ফিশিং  "Phising" কি?
মাছ ধরার জন্য যেমন বড়শি ব্যবহার করেন তেমনি ফিশিং হচ্ছে হ্যাক করার টোপ ।

ড্রাইভার ডিস্ক হারালেও আর চিন্তা নাই (4 m.b সফ্টওয়্যার)

- 1 comment
আমরা অনেক সময় মাদার বোর্ডের ড্রাইভার ডিস্ক হারিয়ে ফেলি বা কোন ড্রাইভার সফ্টও্যার হয়তো আপনার পিসিতে ইনষ্টল করা আছে কিন্তু এর সেটআপ ফাইল আপনার কাছে নেই।  এমতাবস্থায় ঐ ড্রাইভারগুলো ব্যাকআপ করে রাখতে পারেন ।
তাহলে পরবর্তিতে পূনরায় উইন্ডোজ ইনষ্টল করলেও আপনার আর নতুন করে ড্রাইভার সেটআপ দিতে হবে না। শুধু রিষ্টোর করলেই হবে।

আর আমার দেওয়া সফ্টওয়্যার মানেই পোর্টেবল ভার্সন যা ইনষ্টল করার প্রয়োজন হয় না। শুধু ওপেন করেই কাজ শুরু।
যেভাবে ব্যাকআপ করবেন ঃ
> প্রথমে সফ্টওয়্যারটি এক্সট্রাক্ট করে ওপেন করুন
> এর পর বাম পাশের অপশনগুলো থেকে Back Up Drivers সিলেক্ট করুন
> এর পর ডান পাশে নিচে Select All এ ক্লিক করে Start Backup এ ক্লিক করুন।
> ব্যাক ফাইল কোথায় সেভ রাখতে চান তা দেখিয়ে দিন এবং Ok করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যেই ব্যাক শেষ হয়ে যাবে।

যেভাবে রিষ্টোর করবেন ঃ
> যখন রিষ্টোর করার প্রয়োজন হবে তখন সফ্টওয়্যারটি ওপেন করুন
> এর পর বাম পাশের অপশনগুলো থেকে Restore Drivers সিলেক্ট করুন
> এর পর একটা ম্যাসেজে জানিয়ে দেবে কোথায় ব্যাকআপ ফাইল গুলো আছে।
> যদি ঐ লোকেশনটি সঠিক হয় তবে Yes করুন; আর না হলে No তে ক্লিক করে লোকেশন দেখিয়ে দিন (যেখানে ব্যাকআপ করে রেখেছিলেন)
> তারপর Start Restoration এ ক্লিক করুন। ব্যাস কিছুক্ষনের মধ্যেই কেল্লা ফতে হয়ে যাবে।

তাহলে আর দেরী কেন নিচের দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন  Driver Magician
ডাউনলোড লিংক >> http://www.mediafire.com/?32ne3eqbssa5vro
ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন। আর ভাল লাগলে লাইক দিতে ভুলবেন না।

Total Video Converter HD 3.71 সিরিয়াল কি সহ !!!!!!

- 1 comment
Total Video Converter HD 3.71 সিরিয়াল কি সহ !!!!!! 
Total Video Converter সবাই ব্যাবহার করেছেন সবাই জানেন আর যারা করেননি তাদের জন্য বলতেছি ।
 Total Video Converter দিয়ে যে কোন ফরম্যাট এ ভিডিও ও অডিও কনভার্ট করা যায় ।
আজ আপনাদের কে Total Video Converter 3.71   HD ভার্সন ফুল সফটওয়্যার টি সিরিয়াল কী সহ দিচ্ছি ।
যাদের প্রয়োজন তারা ডাউনলোড করে নিন ।

ডাউনলোড Total Video Converter 3.71   HD 

Post টি ভাল লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন ।
সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ । ।

ভিক্টিমের কম্পিউটার থেকে সব ধরনের পাসওয়ার্ড হ্যাক করা

- 1 comment
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । 
আজ আপনাদের সাথে চরম একটা জিনিস শেয়ার করব।এটার মাধ্যমে আপনি আপনার ভিক্টিমের সব ধরনের পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন।

১/নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
ডাউনলোড লিংকঃ
http://www.mediafire.com/?7y28c2su4g80dmj

সিরিয়াল কী আপনার হাতের মুঠোয় !!!!!!!

- No comments

  সিরিয়াল কী এর একটা বিশাল Collection দিলাম । 
আশা করি আপনার প্রিয় সফটওয়্যার বা উইন্ডোজ এর সিরিয়াল কী এখানে পাবেন । 
ডাউনলোড করে রেখে দিন ।বলা তো যায় না  কখন কোন সিরিয়াল  কি কাজে লাগে । 
সিরিয়াল কী এর গোডাউন মাত্র ১০০ KB.
 Serial Keys Collection:
 http://www.ziddu.com/download/19065631/serialkeycollection.txt.html

পোস্টটি ভাল লাগলে অবশ্যই লাইক দিবেন ।
 ধন্যবাদ ।
 

আসুন কিছু বেসিক HTML code শিখি (For Beginner Programmers)

- 6 comments
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।
আপনাদের এবার আমি বেসিক HTML  শিখাব । আমরা যারা ব্লগ বা ওয়েবসাইট এর এডমিন তাদের জন্য HTML code খুবই গুরুত্বপূর্ণ ।
যারা HTML code খুব বেশি একটা জানি না, তারা HTML code কপি পেস্ট করে কাজ চালাই ।
তাই আজকে আপনাদের জন্য কিছু  গুরুত্বপূর্ণ  HTML code স্যাম্পল সহ দিচ্ছি ।

Commonly Used HTML Codes
 
Header tags
HTML Code Sample
<H1>Header 1</H1>   

Header 1

<H2>Header 2</H2>

Header 2

<H3>Header 3</H3>

Header 3

<H4>Header 4</H4>

Header 4

<H5>Header 5</H5>
Header 5
<H6>Header 6</H6>
Header 6

Text formatting tags
HTML Code Sample
<B>bold</B> bold
<U>underline</U> underline
<I>italic</I> italic

Alignment tags
HTML Code Sample
<P ALIGN=Left>your text
your text
<P ALIGN=Center>your text
your text
<P ALIGN=Right>your text
your text

Ordered list (numbers)
HTML Code Sample
<OL>
<LI>First row
<LI>Second row
</OL>
  1. First row
  2. Second row

Unordered list (bullets)
HTML Code Sample
<UL>
<LI>First row
<LI>Second row
</UL>
  • First row
  • Second row

Definition list
HTML Code Sample
<DL>
<DT>Term
<DD>Description
</DL>

Term
Description

Horizontal line tag
HTML Code Sample
<HR>
<HR SIZE=6 WIDTH=50%>

Break tags
HTML Code
Description
<P> Paragraph break
<BR> Forced line break

Indentation tag
HTML Code Sample
Here is some text. <BR>
<BLOCKQUOTE>Here is one line of indented text.<BR>
Here is another line of indented text.
</BLOCKQUOTE>
Here is some text.
Here is one line of indented text.
Here is another line of indented text.

External link tags
HTML Code Sample
<A HREF="filename or URL">description</A> For example:
<A HREF="filename or URL">
CNN</A>
CNN

Internal link tag (anchor tag)
HTML Code Sample
<A NAME="anchor name">Section name</A> For example:
<A NAME="anchor name">Introduction</A>
Introduction

Internal link tag (link tag)
HTML Code Sample
<A HREF="#anchor name">Destination</A> For example:
<A HREF="#anchor name">
Introduction</A>
Introduction

Graphic tags
HTML Code Sample
<IMG SRC="balloon.gif">
(By default, the graphic is left aligned.)
hot air balloon
<IMG SRC="balloon.gif" Align=right> hot air balloon
<P ALIGN=Center>
<IMG SRC="
balloon.gif">
hot air balloon
<IMG SRC="balloon.gif" Align=right Vspace=20> hot air balloon
<IMG SRC="balloon.gif" Align=left Hspace=30> hot air balloon
আমরা পোস্টটি যদি আপনাদের কোন উপকারে আসে তাহলেই আমার লেখা সার্থক হবে ।
সবাইকে ধন্যবাদ ।

আপনার Pendrive পাসওয়ার্ড Protect করুন !!!!!!!

- No comments
আমরা সাধারণত পেন ড্রাইভের মধ্যে ব্যক্তিগত এবং সংবেদনশীল তথ্য সংরক্ষণ করি । তাই মনে হয় পেনড্রাইভ এ একটা পাসওয়ার্ড দিয়ে দেই যাতে অন্য কেউ তা খুলতে না পারে । এই কাজটি  আপনি অতি সহজে করতে পারবেন Portable USB Safeguard সফটওয়্যার দিয়ে ।
মাত্র ৯২  KB এর একটি সফটওয়্যার ।
যেভাবে ব্যবহার করবেনঃ
ডাউনলোড করা ফাইল টি পেন ড্রাইভ এ কপি করুন ।
তারপর ফাইল টি ডাবল ক্লিক করে পাসওয়ার্ড দিন ।
ব্যাস কাজ শেষ ।
বিঃদ্রঃ পাসওয়ার্ড টি মনে রাখুন ।





এই সফটওয়্যার এর সুবিধা হচ্ছেঃ
*. যে 
কোন USB পেন ড্রাইভ এ চলে ।
*. কোন ইনস্টলেশনের প্রয়োজন নেই ।
*. Built in file shredder
*. Secure your data if drive is lost


  আর দেড়ি না করে আসুন সফটওয়্যার টা ডাউনলোড করে নেই । 

 Download Link:
http://usbsafeguard.altervista.org/download.html


ধন্যবাদ । পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ।